Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




হোশেয় 9:8 - পবিএ বাইবেল CL Bible (BSI)

8 ঈশ্বর তাঁর প্রজা ইসরায়েলকে সতর্ক করার জন্যই নবীরূপে আমাকে পাঠিয়েছেন। কিন্তু তা সত্ত্বেও আমি যেখানেই যাই তোমরা ফাঁদ পেতে পাখির মত আমাকে ধরার চেষ্টা কর। ঈশ্বরের আপন দেশের লোকেরা তাঁরই নবীর চরম শত্রু।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

8 আফরাহীম আমার আল্লাহ্‌র সঙ্গে প্রহরী ছিল; নবীদের সকল পথে রয়েছে ব্যাধের ফাঁদ, তার আল্লাহ্‌র গৃহে রয়েছে বিদ্বেষ।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

8 ভাববাদী, আমাদের ঈশ্বরের সঙ্গে ইফ্রয়িমের উপরে প্রহরা দেন, তা সত্ত্বেও তার সমস্ত পথে ফাঁদ পাতা থাকে, আর তার ঈশ্বরের গৃহে বিদ্বেষ বিরাজ করে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

8 ইফ্রয়িম আমার ঈশ্বরের সহিত প্রহরী [ছিল]; ভাববাদীর সকল পথে রহিয়াছে ব্যাধের ফাঁদ, তাহার ঈশ্বরের গৃহে বিদ্বেষ।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

8 ঈশ্বর এবং ভাববাদীরা হচ্ছে পাহারাওয়ালার মতো যারা ইফ্রয়িমের ওপর নজর রাখছে। কিন্তু পথে অনেক ফাঁদ পাতা আছে। লোকরা ভাববাদীদের ঘৃণা করে। এমনকি, ঈশ্বরের আবাসের মধ্যেও লোকরা ভাববাদীকে ঘৃণা করে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

8 সেই ভাববাদী যে আমার ঈশ্বরের সঙ্গে আছেন, তিনি হলেন ইফ্রয়িমের প্রহরী, কিন্তু একটি পাখির ফাঁদ তার সমস্ত পথে আছে এবং তার ঈশ্বরের গৃহে আছে শত্রুতা।

অধ্যায় দেখুন কপি




হোশেয় 9:8
42 ক্রস রেফারেন্স  

‘হে যাজকসমাজ, ইসরায়েলকুল ওনৃপতিবৃন্দ, তোমরা শোন, কারণ এ দণ্ডাজ্ঞা তোমাদেরই। তোমরাই মিস্‌পাতে ফাঁদ পেতেছ,জাল বিস্তার করেছ তাবোর-এ।


শোন হে মর্ত্যমানব, ইসরায়েল জাতিকে সতর্ক করার কাজে তোমায় আমি প্রহরী নিয়োগ করছি। আমি যখন তাদের সতর্ক করতে বলব, তখন তুমি তাই করবে—এই তোমার কাজ।


এদের মধ্যে যে ভাল, সে হচ্ছে কাঁটাগাছের মত, সবচেয়ে যে ন্যায়নিষ্ঠ সে যেন তুচ্ছ কাঁটার বেড়া। প্রহরীস্বরূপ প্রবক্তা নবীদের মাধ্যমে প্রভু পরমেশ্বর যেমন বলেছিলেন ইসরায়েলীদের, ঠিক সেই ভাবেই ঘনিয়ে এসেছে তাদের দণ্ডের দিন। তাদের মাঝে এখন দেখা দিয়েছে বিভ্রান্তি।


তোমার নগর প্রাকারে হে জেরুশালেম, নিযুক্ত করেছি আমি প্রহরীদল। দিবসে কি নিশীথে কখনও নীরব থাকবে না তারা। স্মরণ করিয়ে দেবে তারা প্রভু পরমেশ্বরকে তাঁর প্রতিশ্রুতির কথা, ভুলতে তাঁকে দেবে না কখনও।


তোমরা তোমাদের নেতাদের বাধ্য হও। তাঁদের কথা মেনে চল। তোমাদের জীবন রক্ষার জন্য তাঁরা সতর্ক প্রহরী। এই কাজেরর হিসাব তাঁদের দিতে হবে। তাঁরা যেন তাঁদের কাজ আনন্দ সহকারে করতে পারেন, অপ্রসন্নভাবে নয়, তাহলে সে কাজে তোমাদের কোন লাভ হবে না।


তাদের মাঝে অনন্যপূর্ব কীর্তি যদি আমি সাধন না করতাম তাহলে তাদের কোন পাপ হত না। কিন্তু তারা আমার কীর্তি দেখা সত্ত্বেও আমাকে ও আমার পিতাকে-উভয়কেই ঘৃণা করেচে।


অতএব হে মর্ত্যমানব, আমি তোমাকে ইসরায়েল জাতির প্রহরী নিযুক্ত করলাম। তুমি আমার সতর্কবাণী তাদের কাছে পৌঁছে দেবে।


তাও একদিন হল সম্ভব, এর কারণ পাপ—জেরুশালেমের নবীদের পাপ, আর অনাচারী পুরোহিতকুলের পাপ, তারা বহু নিরীহ মানুষের প্রাণনাশ করেছেএই নগরীর বুকে।


তোমরা নবীরা মিথ্যা বই সত্য বলে নি, প্রতারণা করেছে ভুল শিক্ষা দিয়ে, পাপের স্বরূপ করেনি উদ্ঘাটন যাতে অনুতাপ আসে তোমার মনে। তোমাকে তারা পরিচালিত করেছে বিপথে।


সেই দিন আগতপ্রায়, যেদিন ইফ্রয়িমের পাহাড়ী এলাকা থেকে প্রহরীরা ডেকে বলবে, ‘এস আমরা সিয়োনে যাই, আমাদের প্রভু পরমেশ্বরের কাছে।’


তখন আমি বললাম, হে সর্বাধিপতি প্রভু, প্রবক্তা নবীরা বলছে যে, তোমার প্রতিশ্রুতি অনুযায়ী আমাদের দেশে শান্তি বজায় থাকবে, যুদ্ধ বা দুর্ভিক্ষ কিছুই ঘটবে না।


তখন প্রবু পরমেশ্বর প্রহরী নিযুক্ত করলেন তাদের সতর্ক করার জন্য। কিন্তু তারা বলল, ও সব আমরা শুনব না।


সমাজের দুষ্ট ক্ষতে তারা উপরে উপরে প্রলেপ দেয়, কিন্তু আমার প্রজাদের কষ্টের নিরাময় করে না। যখন দেশে কোনও কিছুই ঠিক ও স্বাভাবিক অবস্থায় নেই, তখন তারা বলে, “সব ঠিক আছে’’।


দেখা হল নগরের পথে রক্ষীদের সাথে আমি শুধাই তাদের, “তোমরা দেখেছ কি দয়িতকে মোর’’?


একবার কয়েকজন লোক একটি মৃতদেহ কবর দিচ্ছিল। এমন সময় হানাদার দস্যুদের আসতে দেখে তারা মৃতদেহটিকে একটা কবরে ছুঁড়ে ফেলে পালিয়ে গেল। কবরটা ছিল নবী ইলিশায়ের। নবী ইলিশায়ের অস্থির ছোঁয়া লাগার সঙ্গে সঙ্গে মৃতদেহে প্রাণ ফিরে এল, সে উঠে দাঁড়াল।


ঐ সেনাপতি নবী ইলিশায়কে বলেছিলেন, পরমেশ্বর যদি এই মুহূর্তে আকাশের দ্বার খুলে দেন তাহলেও এমন ঘটনা ঘটতেই পারে না। এই কথায় তাকে বলেছিলেন, তুমি স্বচক্ষে এই ঘটনা দেখবে কিন্তু তুমি তার কণামাত্রও মুখে তুলতে পারবে না।


রাজার খাস দেহরক্ষী ইলিশায়কে বলল, হতেই পারে না, এমনকি পরমেশ্বর যদি এই মুহূর্তে আকাশের দ্বার খুলে দেন, তাহলেও না। ইলিশায় বললেন, তুমি স্বচক্ষে এ ঘটনা ঘটতে দেখবে কিন্তু এ সবের কিছুই মুখে তুলতে পারবে না।


কাজেই, নামানের কুষ্ঠরোগ এবার তোমার উপরে বর্তাবে, তোমার এবং তোমার বংশধরদের উপর বর্তাবে চিরকাল! গেহসির সমস্ত শরীর ধব ধবে সাদা হয়ে গেল। সে সেখান থেকে চেল গেল।


নামান তখন জর্ডন নদীতে নেমে ইলিশায়ের নির্দেশ মত সাতবার ডুব দিয়ে উঠলে তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে গেলেন। শিশুর ত্বকের মত সতেজ ও মসৃণ হয়ে উঠল দেহত্বক।


কিন্তু সে বলল, এই খাবার একশো জনকে দিতে কুলাবে কি করে? ইলিশায় বললেন, দাও না ওদের খেতে। পরমেশ্বর বলেছেন, ওদের খাওয়ার পরও খাবার বেঁচে যাবে।


ইলিশায় তাদের খানিকটা ময়দা আনতে বললেন। ময়দাটা নিয়ে তিনি হাঁড়ির মধ্যে ফেলে দিয়ে বললেন, এবার এর থেকে আরও সুরুয়া ওদের পাতে দাও। তখন সেগুলো আর বিষাক্ত রইল না।


তখন তিনি ঝরণার কাছে গিয়ে জলের মধ্যে লবণটা ফেলে দিয়ে বললেন, প্রভু পরমেশ্বর বলেছেন, আমি এই জল শুদ্ধ করে দিলাম। আর কখনও এই জল মৃত্যু বা গর্ভপাত ঘটাবে না।


এলিয়র আলখাল্লা দিয়ে তিনি নদীর জলের উপরে আঘাত করে বললেন, কোথায় প্রভু, এলিয়ের পরমেশ্বর? তারপর আবার জলে আঘাত করলেন। জল দুই ভাগ হয়ে গেল। তিনি হেঁটে এপারে চলে এলেন।


মিখাইয়া বলে উঠলেন, যদি আপনি নিরাপদে ফেরেন, তাহলে প্রমাণ হবে যে প্রভু আমার মুখ দিয়ে কথা বলেন নি। তারপর জনতাকে উদ্দেশ্য করে বললেন, তোমরা শুনে রাখ এ কথা।


প্রভু জিজ্ঞাসা করলেন, কি ভাবে? আত্মাটি বললেন, আমি গিয়ে আহাবের সমস্ত প্রবক্তাদের দিয়ে মিথ্যা কথা বলাব। প্রভু বললেন, যাও, তাকে প্রতারিত কর। তুমিই পারবে।


কিন্তু আমার মিথ্যাচারণের দ্বারা যদি ঈশ্বরের সত্যনিষ্ঠা উজ্জ্বলতর মহিমায় প্রকাশিত হয়, তাহলে পাপী হিসাবে আমার দণ্ড হবে কেন? কেউ কেউ এভাবে আমাদের বক্তব্যকে বিকৃত করে বলে যে আমরা নাকি বলি, ‘এস, অসৎ কর্ম করি, তাতেই মঙ্গল হবে।’ তারা উপযুক্ত দণ্ড পাবে।


এঁদের মধ্যে একজন কেনানার পুত্র সিদিকিয়া লোহার একজোড়া শিং তৈরী করে আহাবকে বললেন, শুনুন, পরমেশ্বর বলছেন, এইগুলি দিয়ে সিরিয়দের আঘাত করে আপনি তাদের সম্পূর্ণভাবে পরাজিত করবেন।


তখন আহাব প্রায় চারশোজন নবীকে আহ্বান জানালেন এবং জিজ্ঞাসা করলেন, আমি রামোৎ-গিলিয়দ আক্রমণ করব কি করব না? তাঁরা বললেন। আক্রমণ করুন। ঈশ্বর আপনাকে বিজয়ী করবেন।


এখন ইসরায়েলীদের আদেশ কর, তারা যেন কার্মেল পর্বতে আমার কাছে একত্র হয়। সেইসঙ্গে বেলদেবতার 450 জন নবী এবং দেবী আশেরার 400 জন নবী—যারা রাণী ইষেবলের আশ্রিত—সবাইকে সেখানে হাজির কর।


কিছুদিন পরে, তখনও খরার তৃতীয় বছর চলছে, প্রভু পরমেশ্বর এলিয়কে বললেন, যাও, রাজা আহাবের সঙ্গে দেখা কর। আমি বর্ষা পাঠাচ্ছি।


গিলিয়দ প্রদেশের তিশবী নিবাসী নবী এলিয় রাজা আহাবকে বললেন, ইসরায়েলীদের আরাধ্য যে ঈশ্বরের সেবক আমি, সেই জাগ্রত প্রভু পরমেশ্বরের নামে বলছি, আমি না বলা পর্যন্ত আগামী কয়েক বছর দেশে বৃষ্টি বা শিশির কিছুই পড়বে না।


ব্যাধের পাশ থেকে মুক্ত বিহঙ্গের মত আমরা পেয়েছি নিষ্কৃতি, পাশ হয়েছে ছিন্ন, আমরা হয়েছি মুক্ত।


মানুষ জানে না তার দুঃসময় কখন ঘনাবে। মাছ যেমন হঠাৎ জালে ধরা পড়ে, হঠাৎ যেমন ফাঁদে পড়ে পাখি, মানুষও তেমনি হঠাৎই নিজের অজান্তে দুঃসময়ের ফাঁদে গিয়ে পড়ে।


আমি দেখেছি শমরিয়ার নবীদের পাপ, বেলদেবের নামে তারা ভবিষ্যদ্বাণী করে বিপথে নিয়ে গেছে আমার প্রজাদের।


দণ্ডবিধানের কাল সমাগত, তাদের সমুচিত শাস্তির দিন উপস্থিত, এ ঘটনা যখন ঘটবে,তখন ইসরায়েল সে কথা উপলব্ধি করবে। তোমরা বল, এই নবী মূর্খ, আত্মায় আবিষ্ট এই লোকটা উন্মাদ, তোমাদের অপরাধের মাত্রা ছাড়িয়ে গেছে বলেই আজ তোমরা আমাকে এত ঘৃণা কর।


গিবিয়াতে যেমন হয়েছিল তেমনই তারা এখন অতিমাত্রায় ভ্রষ্টাচারী হয়েছে। ঈশ্বর তাদের এই অনাচার কোন ক্রমেই ভুলবেন না, তাদের পাপের প্রতিফল অবশ্যই দেবেন।


একটি গৃহপালিত মেষশাবকের মত আমি সকলকেই বিশ্বাস করতাম। আমি ভাবতেই পারিনি যে তারা আমারই বিরুদ্ধে হীন ষড়যন্ত্র করছে। তারা বলছে, এস আমরা এই ফলন্ত গাছটিকে কেটে ফেলি। এস, আমরা তাকে হত্যা করি যেন সে চিরতরে মুছে যায় মানুষের স্মৃতি থেকে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন