Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




হোশেয় 9:14 - পবিএ বাইবেল CL Bible (BSI)

14 হে প্রভু পরমেশ্বর, আমি ওদের জন্য তোমাকে কি করতে বলব? তুমি ওদের রমণীদের বন্ধ্যা করে দাও, শুষ্ক করে দাও ওদের স্তনের পীযুষধারা।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

14 হে মাবুদ, তাদেরকে দাও; তুমি কি দেবে? তাদেরকে সন্তান নষ্ট হয়ে যাওয়া জঠর ও শুকনো স্তন দাও।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

14 হে সদাপ্রভু, তুমি তাদের দাও— তুমি তাদের কী দেবে? তুমি তাদের গর্ভস্রাবী জঠর ও শুষ্ক স্তন দাও।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

14 হে সদাপ্রভু, তাহাদিগকে দেও; তুমি কি দিবে? তাহাদিগকে গর্ভস্রাবী জঠর ও শুষ্ক স্তন দেও।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

14 প্রভু, আপনি যা চান তাই তাদের দিন। তাদের এমন একটি জরায়ু দিন যাতে সন্তান ধারণ না করে। তাদের এমন স্তন দিন যা দুধ দিতে পারে না।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

14 তাদের দাও, সদাপ্রভু তুমি তাদের কি দেবে? তাদের সন্তান নষ্ট হয়ে যাওয়ার গর্ভ দাও এবং স্তন যা দুধ দেয় না।

অধ্যায় দেখুন কপি




হোশেয় 9:14
11 ক্রস রেফারেন্স  

কারণ দেখ, এমন দিন আসছে, যেদিন লোকে বলবে, ধন্য সেই বন্ধ্যা নারীরা, যারা কোনদিন গর্ভে সন্তান ধারণ করেনি, যারা কোনদিন স্তন্য দান করেনি।


আমি মনে করি, বর্তমান সঙ্কটজনক পরিস্থিতিতে যে যেমন অবস্থায় আছ তার পক্ষে সেই অবস্থায় থাকাই শ্রেয়।


আহা! এই সময় গর্ভবতী ও স্তন্যদাত্রী মায়েদের পক্ষে কি দুর্দিন! কারণ পৃথিবীতে তখন ভয়ঙ্কর দুর্দিন ঘনিয়ে আসবে, ঈশ্বরের প্রচণ্ড ক্রোধ নেমে আসবে এই জাতির উপর।


আহা! সেই সময় সন্তানসম্ভবা ও স্তন্যদাত্রী মায়েদের কি দুর্দিন!


হায়, যে সব নারী তখন গর্ভবতী থাকবে, আর যাদের কোলে শিশু থাকবে তাদের কত কষ্টই না হবে।


ইসরায়েল জাতি আজ এমন একটি গাছের মত, যার মূল গেছে শুকিয়ে,যে গাছ আর ফলদান করবে না। তাদের আর কোনও সন্তান হবে না, অথবা তাদের যদি সন্তান জন্মগ্রহণ করেও আমি তাদের প্রিয়তম সন্তানদের সংহার করব।


হে প্রভু পরমেশ্বর, আমি দেখতে পাচ্ছ ওদের সন্তানদের তাড়া করে ধরে হত্যা করা হচ্ছে।


ইসরায়েলের মহত্ত্ব ও মর্যাদা পাখির মত উড়ে পালাবে, তাদের আর কোন সন্তানের জন্ম হবে না, নারীরা গর্ভধারণ করবে না বা গর্ভাধানও হবে না,


তাদের পশুপালের বংশবৃদ্ধি হয়, নির্বিঘ্নে তাদের পশুরা শাবক প্রসব করে।


তোমাদের দেশে কোন নারীর গর্ভপাত হবে না বা কেউ বন্ধ্যা হবে না। তোমাদের দীর্ঘায়ু দান করব আমি।


তোমাদের সন্তানসন্ততি, ক্ষেতের ফসল ও পশুপালের গোবৎস ও মেষশাবকগুলি হবে অভিশপ্ত।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন