Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




হোশেয় 8:5 - পবিএ বাইবেল CL Bible (BSI)

5 আমি ঘৃণা করি শমরিয়ার স্বর্ণবৃষের উপাসনা, তাদের উপর জ্বলে ওঠে আমার ক্রোধ। কবে তারা প্রতিমাপূজা ত্যাগ করবে?

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

5 হে সামেরিয়া, তিনি তোমার বাছুরের মূর্তি দূরে ফেলে দিয়েছেন; ওদের বিরুদ্ধে আমার ক্রোধের আগুন জ্বলে উঠলো; ওরা কত দেরিতে তারা বিশুদ্ধ হবে?

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

5 শমরিয়া, তোমাদের বাছুর-প্রতিমাগুলি ছুঁড়ে ফেলে দাও! তাদের প্রতি আমার ক্রোধ প্রজ্বলিত হচ্ছে। আর কত দিন শুচিশুদ্ধ হওয়ার কাজে তারা অক্ষম থাকবে?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

5 হে শমরিয়ে, তিনি তোমার বৎস-প্রতিমা দূরে ফেলিয়া দিয়াছেন; উহাদের বিরুদ্ধে আমার ক্রোধ প্রজ্বলিত হইল; উহারা কত কাল বিলম্বে বিশুদ্ধ হইবে?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

5-6 হে শমরিয়া, মূর্ত্তি ঈশ্বর তোমাদের গোবৎস মূর্ত্তি গ্রহণ করতে অস্বীকার করেছেন। ঈশ্বর বলেছেন, ‘আমি ইস্রায়েলবাসীদের বিরুদ্ধে খুবই ক্রুদ্ধ।’ ইস্রায়েলবাসীরা তাদের পাপকাজের জন্য শাস্তি পাবে। কিছু কর্মী ঐ মূর্ত্তিগুলিকে তৈরি করছে, তারা ঈশ্বর নয়। শমরিয়ার বাছুর টুকরো টুকরো করে ভেঙে ফেলা হবে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

5 ভাববাদী বলে, “শমরিয়া, তিনি তোমার বাছুর ফেলে দিয়েছেন।” সদাপ্রভু বললেন, আমার রাগের আগুনে এই লোকেদের বিরুদ্ধে জ্বলবে। কতকাল এই লোকেরা অপবিত্র থাকবে?

অধ্যায় দেখুন কপি




হোশেয় 8:5
17 ক্রস রেফারেন্স  

শমরিয়ার অধিবাসীরা বেথেল-এ স্বর্ণবৃষ হারিয়ে শোকে মুহ্যমান, তার জন্য তাদের উপাসকেরা শোকার্ত হবে, বিলাপ করবে তাদের ভাবী পুরোহিতেরা, কারণ স্বর্ণবৃষের স্বর্ণসম্ভার খুলে নেওয়া হচ্ছে।


তিনি যা ঘৃণা করেন সেই কাজ তিনি তোমাকে করতে দেখেছেন। ব্যভিচারী পুরুষ যেভাবে পরস্ত্রীর পিছনে ছোটে, সেইভাবে তিনি তোমাদের পাহাড়ের উপরে ও মাঠে বিদেশীদের আরাধ্য দেবতাদের অনুসরণ করতে দেখেছেন। হে জেরুশালেমবাসী, তোমাদের ধ্বংস আসন্ন। কবে তোমাদের চৈতন্য হবে?


ওরে মূর্খের দল! আর কতকাল তোরা মূর্খতার তৃপ্ত হয়ে কাল কাটাবি? নিন্দুকের দল, আর কতকাল নিন্দায় তুষ্ট থাকবি? নির্বোধেরা কতকাল অবহেলা করবি জ্ঞান?


তখন তারা একটা গোবৎসের মূর্তি নির্মাণ করে তার কাছে বলি উৎসর্গ করল এবং নিজেদের হাতে গড়া সেই মূর্তির সম্মানার্থে উৎসবে মত্ত হল।


এক ইসরায়েলী শিল্পীই এই মূর্তি গড়েছে কোনভাবেই সেটা ঈশ্বর নয়। শমরিয়ায় পূজিত সেই স্বর্ণবৃষ হবে চূর্ণ বিচূর্ণ।


জেরুশালেম, তোমার অন্তর থেকে সমস্ত মন্দতা ধুয়ে ফেল যাতে রক্ষা পাও। আর কতদিন তুমি ডুবে থাকবে পাপচিন্তার মধ্যে?


প্রভু পরমেশ্বর বলেন, সাম্রাজ্যের পতন কালে জাতিবৃন্দের মধ্য থেকে রক্ষা পেয়েছ যারা, একত্র হও তোমরা সকলে, বিচারের জন্য প্রস্তুত কর নিজেদের।


এবার আমার রোষানল হয়েছে প্রজ্বলিত, পাতালের তলদেশও জ্বলে উঠবে তার দহনে, পৃথিবী ও তার সমস্ত ফসল পতিত হবে তার গ্রাসে, পর্বতশ্রেণীর মূলদেশও গ্রাস করবে সেই ভয়াবহ অগ্নি।


স্পর্ধাজনিত পাপ থেকে আমাকে দূরে সরিয়ে রাখ, তার বিন্দুমাত্র প্রভাবও যেন না পড়ে আমার উপর। তা হলেই আমি হব নির্মল, মুক্ত হব মহাপাপ থেকে।


তখন দেবতা কেমোশ সম্বন্ধে মোয়াবীদের মোহ ভঙ্গ হবে, যেমন বেথেল সম্বন্ধে একদিন ইসরায়েলীদের মোহভঙ্গ হয়েছিল। এই দেবতার উপর তাদের একান্ত আস্থা ছিল।


তারা এখন আরও বেশী পাপাচরণ করছে, নিজেদের জন্য তারা তৈরী করছে ছাঁচে ঢালাই করা প্রতিমা, কারুকার্যশোভিত রূপোর বিগ্রহ, সেগুলি সবই শিল্পীর হাতের কীর্তি। এগুলি সম্পর্কে তারা লোকদের বলে: ‘এদের উদ্দেশে বলিদান কর, গোবৎসের মূর্তিগুলিকে চুম্বন কর।’


শমরীয়ার ইষ্টদেবী আশিমার নামে শফত করে যারা বলে ‘হে দান, তোমার দেবতাদের দিব্য’ কিম্বা ‘বের-শেবার ইষ্ট দেবতার দিব্য’—তাদের আমি রেহাই দেব না,তাদের পতন হবেই, আর কখনও উঠবে না তারা।


এবার তোমরা সেই রাজকর্তৃপক্ষের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত হচ্ছ, যে কর্তৃত্ব প্রভু পরমেশ্বর স্বয়ং রাজা দাউদ ও তাঁর বংশধরদের দান করেছেন। তোমাদের বিশাল সৈন্যবাহিনী আছে এবং তোমাদের কাছে আছে বহু স্বর্ণবৃষ যা রাজা যারবিয়াম তোমাদের দেবতারূপে নির্মাণ করেছিলেন।


ইসরায়েলের পাপস্বরূপ আবেনের পীঠস্থানগুলি ধ্বংস হবে, যেখানে তারা অলীক প্রতিমার পূজা করে। তাদের বেদীগুলির উপরে আগাছা ও কাঁটাঝোপ জন্মাবে। তারা পর্বতমালাকে বলবে ‘আমাদের লুকিয়ে রাখ’, পাহাড়গুলিকে বলবে, ‘আমাদের ঢেকে রাখ।’


তার খোদাই করা প্রতিমাগুলি চূর্ণ-বিচূর্ণ হবে, তার মজুরীলব্ধ দ্রব্যগুলি পোড়ানো হবে আগুনে, বিগ্রহগুলি সবই হবে ধ্বংস। গণিকাবৃত্তির মজুরী দিয়ে যেগুলি সে সংগ্রহ করেছে, সবই আবার বারবণিতাদেরই কাজে লাগবে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন