Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




হোশেয় 8:1 - পবিএ বাইবেল CL Bible (BSI)

1 প্রভু পরমেশ্বর বলেন, সতর্কতার সঙ্কেতধ্বনি কর, আমার দেশের উপর শত্রু শকুনের মত উড়ছে, কারণ আমার প্রজারা আমার সঙ্গে সম্বন্ধের শর্ত ভঙ্গ করেছে, অমান্য করেছে আমার বিধান।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

1 তুমি তোমার মুখে তূরী স্থাপন কর। সে মাবুদের গৃহের উপরে ঈগল পাখির মত আসছে, কেননা লোকেরা আমার নিয়ম লঙ্ঘন করেছে ও আমার বিরুদ্ধে অধর্ম করেছে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

1 “তোমরা মুখে তূরী দাও! সদাপ্রভুর গৃহের উপরে এক ঈগল উদীয়মান, কারণ লোকেরা আমার সঙ্গে কৃত চুক্তিভঙ্গ করেছে এবং আমার বিধানের বিরুদ্ধে বিদ্রোহ করেছে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

1 তুমি আপন মুখে তূরী দেও। সে সদাপ্রভুর গৃহের উপরে ঈগল পক্ষীর ন্যায় আসিতেছে, কেননা লোকেরা আমার নিয়ম লঙ্ঘন করিয়াছে, ও আমার বিরুদ্ধে অধর্ম্ম করিয়াছে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

1 “তোমাদের ঠোঁটে শিঙা রাখো এবং শিঙা বাজিয়ে সতর্ক করে দাও। প্রভুর গৃহের ওপর ঈগল পাখীর মতো হও। ইস্রায়েলবাসীরা আমার চুক্তি ভঙ্গ করেছে। তারা আমার বিধি মান্য করেনি।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

1 “তোমার মুখে শিঙ্গা দাও। সদাপ্রভুর গৃহের উপরে এক ঈগল পাখি আসছে, সদাপ্রভু। এটা ঘটছে কারণ লোকেরা আমার নিয়ম ভেঙ্গেছে এবং আমার নিয়মের বিরুদ্ধে বিদ্রোহ করেছে।

অধ্যায় দেখুন কপি




হোশেয় 8:1
34 ক্রস রেফারেন্স  

আদমের মতই তারা শর্তভঙ্গ করেছে, আমার সঙ্গে করেছে বিশ্বাসঘাতকতা।


পৃথিবীর সুদূর প্রান্ত থেকে প্রভু পরমেশ্বর তোমাদের বিরুদ্ধে প্রেরণ করবেন এক জাতিকে, তারা ঈগল পাখির মত তোমাদের উপর ছোঁ মারবে, তাদের ভাষা হবে তোমাদের কাছে দুর্বোধ্য,


গিবিয়ায় ভেরী বাজাও, রামায় তূরীধ্বনি কর,বেথেল-এ রণহুঙ্কার ছেড়ে বল: ‘হে বিন্যামীন, যুদ্ধে ঝাঁপিয়ে পড় আমরা রয়েছি তোমার পিছনে।’


দেখ, শত্রু আসছে মেঘের মত। তার যুদ্ধের রথগুলি ঘূর্ণিঝড়ের মত, তার অশ্বগুলি ঈগলের চেয়েও বেগবান। আমরা হেরে গেলাম! বিধ্বস্ত হয়ে গেলাম!


চিতাবাঘের চেয়েও দ্রুতগামী তাদের অশ্বগুলি, ক্ষুধার্ত নেকড়ের চেয়েও দুরন্ত। তাদের অশ্বারোহীবাহিনী এগিয়ে আসছে সদর্পে। ঈগলপাখি যেমন শিকারের উপর ঝাঁপিয়ে পড়ে, তারাও তেমনই ছুটে আসে বহুদূর থেকে।


মুহূর্তে, চোখের পলকে, শেষ তূরীধ্বনি হওয়ার সঙ্গে সঙ্গে এই ঘটনা ঘটবে। যখন তূরীধ্বনি হবে, মৃতেরা পুনরুত্থিত হবে, লাভ করবে অবিনশ্বরতা এবং আমরা হব রূপান্তরিত।


যেখানে শব সেখানে শকুনরা এসে জুটবে।


হে লেবানন, উন্মুক্ত করে দাও তোমার তোরণ, অগ্নি গ্রাস করবে তোমার সীডার বৃক্ষ শ্রেণী।


প্রভু তাদের বিরুদ্ধে অবতীর্ণ হবেন, বিদ্যুৎশিখার মত ছুটবে তাঁর শরজাল, জগদীশ্বর প্রভু তূর্যনাদ করবেন, দখিনা ঘূর্ণিঝড়ের বেগে অভিযান করবেন তিনি।


তুরীধ্বনি ও রণহুঙ্কারের দিন, প্রাচীরঘেরা নগর ও সুউচ্চ দুর্গসমূহের আক্রান্ত হওয়ার দিন!


আমি আবার দেখলাম প্রভু বেদীর পাশে দাঁড়িয়ে আছেন। তিনি বললেনঃ তুমি স্তম্ভের চূড়ায় আঘাত হানো যেন চৌকাঠগুলো কেঁপে ওঠে। চূড়া ভেঙ্গে সকলের মাথার উপরে নিক্ষেপ কর। অবশিষ্ট যারা থাকবে তাদের আমি তরবারির আঘাতে বধ করব। তাদের কেউ-ই পালাতে পারবে না, রক্ষা পাবে না একজনও।


সেদিন প্রাসাদের সঙ্গীতধ্বনি হাহাকারেপরিণত হবেঅসংখ্য মৃতদেহ সর্বত্র ছড়িয়ে থাকবে—নীরব, নিঃসাড়।—প্রভু বলেছেন এ কথা।


নগরে বিপদসূচক তূরী বেজে উঠলে নগরবাসীরা কি ভয়ে কেঁপে ওঠে না? প্রভু না ঘটালে কি নগরে কোনও অঘটন ঘটে?


সিয়োনে তুরী বাজাও, আমার পবিত্র শৈলে ঘোষণা কর সাবধান বাণী, যিহুদীয়াবাসী হোক কম্পমান, কারণ প্রভুর সেই নির্দিষ্ট দিন এগিয়ে আসছে, আর দেরী নেই।


প্রভু পরমেশ্বর বলেন, গিলগলেই শুরু হয়েছিল তাদের সমস্ত দুষ্কর্ম, সেখানেই তাদের প্রতি আমার ঘৃণা জন্মেছিল। এই সমস্ত অপকর্মের জন্যই আমি তাদের আমার দেশ থেকে বিতাড়িত করব, আমি আর ভালবাসব না তাদের, কারণ তাদের নেতারা সকলেই আমার বিরুদ্ধে বিদ্রোহ করেছে।


প্রজ্ঞার অভাবে আমার প্রজারা ধ্বংস হচ্ছে। যেহেতু জ্ঞান অর্জনে তুমি পরাঙ্মুখ, সেইহেতু আমি তোমাকে অগ্রাহ্য করলাম, তুমি আর আমার যাজক নও। তুমি তোমার ঈশ্বরের বিধান বিস্মৃত হয়েছ, তাই আমিও তোমার সন্তানদের স্মরণে রাখব না।


সর্বাধিপতি প্রভু বলেন, যেমনটি তুমি করেছ, আমার কাছ থেকে ঠিক তেমন ব্যবহারই পাবে। কারণ তুমি প্রতিশ্রুতি তুচ্ছ করেছ, চুক্তি ভঙ্গ করেছ।


ঐ শোন তূরীধ্বনি, সকলেই তৈরী হচ্ছে। কিন্তু কাউকে আর যুদ্ধে যেতে হবে না, তার আগেই আমার ক্রোধের আগুন সকলকে গ্রাস করবে।


আক্রমণের সঙ্কেত দাও! বাজাও তুরী উচ্চনিনাদে যেন শুনতে পায় সর্বজাতি। ব্যাবিলনের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত কর জাতিবৃন্দকে। আরারট, মিন্নি ও অস্কেনস রাজ্যকে বল আক্রমণ করতে। আক্রমণ পরিচালনার জন্য নিযুক্ত কর সৈন্যাধ্যক্ষ। প্রেরণ কর অশ্ববাহিনী পঙ্গপালের মত।


প্রভু পরমেশ্বর প্রতিশ্রুতি দিয়েছিলেন, একটি জাতি ঈগল পাখির মত ডানা মেলে মোয়াবের উপরে নেমে আসবে,


এই সন্ধিচুক্তি পুরাতন সন্ধিচুক্তির মত নয়, যা আমি স্থাপন করেছিলাম তাদের পূর্বপুরুষদের মিশর থেকে হাত ধরে বার করে আনার সময়। যদিও আমি তাদের প্রভু ছিলাম, তারা কিন্তু সেই সন্ধিচুক্তি ভঙ্গ করেছিল।


হে বিন্যামীন গোষ্ঠীর লোকেরা, নিরাপদ স্থানে পালাও তোমরা। জেরুশালেম থেকে পালিয়ে যাও। তেকোয়াতে তুরীধ্বনি কর, বেথ-হক্‌কেরেম-এ আগুল জ্বেলে সঙ্কেত দেখাও। উত্তর দিক থেকে প্রায় এসে পড়েছে ধ্বংস ও বিপর্যয়।


তূরীধ্বনি কর সারা দেশে, উচ্চকণ্ঠে সুস্পষ্ট ভাষায় কর ঘোষণা। যিহুদীয়া ও জেরুশালেমের মানুষকে বল, দুর্গনগরীগুলিতে পালিয়ে যেতে।


প্রভু পরমেশ্বর বলেন, মুক্তকন্ঠে উচ্চস্বরে ঘোষণা কর! আমার ইসরায়েলী প্রজাদের জানাও তাদের পাপের কথা!


ঈশ্বরের বিধান এবং তাঁর চিরস্থায়ী সন্ধিচুক্তি ভঙ্গ করে মানুষ পৃথিবীকে কলুষিত করে তুলেছে।


শোন হে মর্ত্যবাসী! পবর্তমালার শিখরে শিখরে উত্তোলিত সঙ্কেত পতাকার দিকে দৃষ্টি নিবদ্ধ কর। কান পেতে শ্রবণ কর তূরীধ্বনি।


সেনাপতি বললেন, আপনারা কি ভেবেছেন যে শুধু রাজা ও আপনাদের সঙ্গেই কথা বলার জন্য সম্রাট আমাদের পাঠিয়েছেন? যারা প্রাচীরের উপরে বসে আছে তাদের সঙ্গেও আমি কথা বলব। আপনাদের মত এদের কপালেও একই দুর্ভোগ রয়েছে—এদেরও মল-মূত্র খেতে হবে।


সিয়োনে তুরী বাজাও দেশবাসীকে উপবাসের নির্দেশ দাও, ধর্মসভা আহ্বান কর।


যিহুদীয়া ও জেরুশালেমের রাজকর্মচারীবৃন্দ, প্রাসাদের কর্মচারী, পুরোহিতবর্গ ও সমস্ত নেতাদের নিয়ে আমার সঙ্গে সন্ধিচুক্তি করেছিল। একটি বৃষ দুই খণ্ড করে তার মধ্যে দিয়ে হেঁটে পার হওয়ার অনুষ্ঠান দিয়ে এই চুক্তি স্থাপিত হয়। কিন্তু তারা সে চুক্তি ভঙ্গ করেছে, রক্ষা করেনি তার শর্ত। সুতরাং তারা ঐ বৃষকে যেমনটি করেছিল, আমিও তাদের প্রতি তেমনই করব।


শত্রুদল ঈগলের মত ডানা মেলে আক্রমণ করবে বসরা। প্রসববেদনাতুরা নারীর মত ইদোমের সৈন্যবাহিনী ভীতিগ্রস্ত হয়ে পড়বে।


তাদের বল যে এ কাহিনী আমি সর্বাধিপতি প্রভুই তাদের বলছি: একটি বিরাট ঈগল পাখি সুন্দর পালকে ঢাকা বিশাল ডানা মেলে দিয়েছে। উড়তে উড়তে সে এল লেবানন পর্বতে। ভেঙ্গে নিয়ে গেল সীডার তরুর চূড়ার শাখা।


মর্ত্যমানব, এবার তুমি দৈববাণী উচ্চারণ কর।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন