Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




হোশেয় 7:5 - পবিএ বাইবেল CL Bible (BSI)

5 রাজকীয় উৎসবের দিনে তাদের শাসনকর্তারা অপ্রকৃতিস্থ হয়ে পড়ে সুরার উত্তেজনায়, আর সে তখন ধৃষ্টদের সঙ্গে হাত মিলায়।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

5 আমাদের বাদশাহ্‌র উৎসবের দিনে কর্মকর্তারা অসুস্থ হওয়া পর্যন্ত আঙ্গুর-রসে উত্তপ্ত হল, সে নিন্দুকদের সঙ্গে হাত মিলাল।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

5 আমাদের রাজার উৎসবের দিনে সম্মানিত লোকেরা সুরাপানে উত্তপ্ত হয়ে পড়ে, আর সে বিদ্রুপকারীদের সঙ্গে হাত মেলায়।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

5 আমাদের রাজার উৎসবদিনে অধ্যক্ষগণ পীড়িত হওয়া পর্য্যন্ত দ্রাক্ষারসে উত্তপ্ত হইল, সে নিন্দকদের সঙ্গে হস্ত বিস্তার করিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

5 আমাদের রাজার দিনে দ্রাক্ষারসের উত্তাপে নেতারা অসুস্থ হয়ে পড়েছে। সেজন্য রাজা বিদ্রূপকারীদের বিরুদ্ধে হাত প্রসারিত করেছেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

5 আমাদের রাজার দিনের আধিকারিকরা নিজেদেরকে অসুস্থ করে তুলল মদের উত্তাপে। সে তাদের সঙ্গে হাত বাড়ায় যারা উপহাস করে।

অধ্যায় দেখুন কপি




হোশেয় 7:5
20 ক্রস রেফারেন্স  

ইসরায়েল রাজ্যের উপরে দণ্ড নেমে এল। মত্ত নেতাদের মাথায় ফুলের মুকুটের মত এর সমস্ত গৌরব ম্লান হয়ে আসছে। তাদের গর্বিত নেতাদের সুবাসিত দেহ মাতাল হয়ে সেখানেই লুটিয়ে পড়বে, ঢলে পড়বে প্রচণ্ড মত্ততার কোলে।


সুরা পানে মত্ত হয়ো না, যা মানুষকে ধ্বংসের পথে ঠেলে দেয়, বরং পবিত্র আত্মায় পরিপূর্ণ হও।


হেরোদিয়ার সামনে একদিন সুযোগ এল। হেরোদ তাঁর জন্মদিনে তাঁর সভাসদ, সামরিক কর্মচারী ও গালীল প্রদেশের নেতৃস্থানীয় ব্যক্তিদের এক ভোজসভায় আমন্ত্রণ জানালেন।


হেরোদের জন্মদিনে হেরোদিয়ার কন্যা দরবারে নেচে হেরোদকে খুশী করেছিল।


বরং আপনি স্বর্গের ঈশ্বরের বিরুদ্ধে চরম ঔদ্ধত্য প্রকাশ করেছেন। স্পর্ধাভরে তাঁর মন্দির থেকে তুলে আনা পাত্রসামগ্রী এখানে আনিয়েছেন। আবার সেগুলিতে আপনি, আপনার অমাত্যবর্গ ও পত্নী-উপপত্নীসহ সুরাপান করেছেন। আর সেই সঙ্গে করেছেন সেই সব দেবতার বন্দনা যারা সোনা, রূপো, পিতল, লোহা, কাঠ, পাথরে তৈরী। না আছে তাদের কিছু দেখার ক্ষমতা, না পায় তারা কিছু শুনতে আর না আছে তাদের কিছু করার ক্ষমত। কিন্তু আপনার জীবনমৃত্যু যাঁর হাতে, যাঁর অনুমোদন ছাড়া আপনি কিছুই করতে পারেন না, সেই প্রভু পরমেশ্বরকে আপনি তাঁর যোগ্য মর্যাদা দেননি।


মদ্যপানে মানুষ বাচাল হয়, তীব্র সুরা কলহ সৃষ্টি করে, সুরাসক্ত হওয়া নির্বুদ্ধিতা।


সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ।


সমাজপতিদের কাছে আমি হয়েছি সমালোচনার পাত্র, এমন কি মাতালেরাও আমাকে নিয়ে গান বাঁধে।


ধন্য সেই জন, দুর্জনের মন্ত্রণায় যে চলে না, পাপাচারীদের পথে যায় না, বিদ্রূপকারীদের অাসরে বসে না,


রাজা যারবিয়াম এ কথা শুনে তাঁর দিকে হাত বাড়িয়ে আঙ্গুল তুলে তাকে দেখিয়ে বললেন, একে ধর। সঙ্গে সঙ্গে রাজার হাত অসাড় হয়ে গেল, হাতটা তিনি আর গুটিয়ে নিতে পারলেন না।


তৃতীয় দিন ছিল ফারাও-এর জন্মদিনের উৎসব। তিনি তাঁর অমাত্যবর্গের জন্য একটি ভোজ দিলেন। এই উপলক্ষে প্রধান খানসামা ও প্রধান পাচককে তিনি তাঁর অমাত্যবর্গের সম্মুখে উপস্থিত করলেন।


হে উদ্ধত, নিন্দাপরায়ণ লোকেরা, তোমরা যারা জেরুশালেমের মানুষের উপরে কর্তৃত্ব করছ, শোন তোমরা, প্রভু পরমেশ্বর কি বলছেন!


তারা দুষ্কৃতি দিয়ে তাদের রাজাকে, প্রতারণা দিয়ে তাদের শাসককে তুষ্ট করে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন