Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




হোশেয় 6:1 - পবিএ বাইবেল CL Bible (BSI)

1 চল, আমরা প্রভু পরমেশ্বরের কাছে ফিরে যাই, তিনি আঘাত করেছেন, তিনিই আমাদের নিরাময় করবেন। তিনি আমাদের ক্ষত-বিক্ষত করেছেন, তিনিই ঐ ক্ষতস্থান বেঁধে দেবেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

1 চল, আমরা মাবুদের কাছে ফিরে যাই, কারণ তিনিই বিদীর্ণ করেছেন, তিনি আমাদেরকে সুস্থও করবেন; তিনি আঘাত করেছেন, তিনি আমাদের ক্ষত বেঁধেও দিবেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

1 “এসো, আমরা সদাপ্রভুর কাছে ফিরে যাই। তিনি আমাদের খণ্ড খণ্ড করেছেন, কিন্তু তিনিই আমাদের আরোগ্য করবেন; তিনি আমাদের জখম করেছেন, কিন্তু তিনিই আমাদের ক্ষতসকল বেঁধে দেবেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

1 চল, আমরা সদাপ্রভুর কাছে ফিরিয়া যাই, কারণ তিনিই বিদীর্ণ করিয়াছেন, তিনি আমাদিগকে সুস্থও করিবেন; তিনি আঘাত করিয়াছেন, তিনি আমাদের ক্ষত বন্ধনও করিবেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

1 “এসো, চল আমরা প্রভুর কাছে ফিরে যাই। তিনি আমাদের আঘাত করেছেন, কিন্তু তিনিই আমাদের আরোগ্য করবেন। তিনি আমাদের আহত করেছিলেন, কিন্তু তিনি আমাদের (ক্ষতস্থানগুলিকে) পট্টি দিয়ে বেঁধে দেবেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

1 “চল, আমরা সদাপ্রভুর কাছে ফিরে যাই। কারণ তিনি আমাদের খন্ড খন্ড করেছেন, কিন্তু তিনি আমাদের সুস্থ করবেন; তিনি আমাদের আহত করেছেন, কিন্তু তিনি আমাদের ক্ষত বেঁধে দেবেন।

অধ্যায় দেখুন কপি




হোশেয় 6:1
36 ক্রস রেফারেন্স  

এখন দেখ, আমি—আমিই তিনি, আমি ছাড়া নেই আর কোন ঈশ্বর, আমি সংহার করি, আমিই করি জীবন দান, আমিই আঘাত করি, আবার সুস্থও করিআমিই। আমার হাত থেকে উদ্ধার করার শক্তি কারো নেই।


কারণ তিনি প্রহার করেন, তিনিই আবার ক্ষতবন্ধন করেন তিনি আঘাত করেন, আবার তিনিই দান করেন আরোগ্য।


প্রভুই সংহারকর্তা, প্রভুই জীবনদাতা পাতালে নামান তিনিই, তিনিই ঊর্ধ্বে উঠান।


আসিরিয়ার প্রজাদের অবিশ্বস্ততা ঘুচিয়ে আমি ফিরিয়ে আনব আমার কাছে, সর্বান্তঃকরণে আমি তাদের ভালবাসব, কারণ তাদের প্রতি আর আমার ক্রোধ নেই।


দুষ্টেরা পরিত্যাগ করুক তাদের জীবনযাত্রার পথ, পরিহার করুক দুর্জন মন্দ চিন্তাধারা, অনুতপ্ত হৃদয়ে ফিরে আসুক আমাদের আরাধ্য ঈশ্বর, প্রভু পরমেশ্বরের কাছে, করুণাময় তিনি, তাঁর কাছে আছে অসীম ক্ষমা।


‘সিয়োন আজ সমাজচ্যুত, পতিত, নেই কেউ তাকে দেখবার’ —একথা তোমার শত্রুরা বললেও, আমি তোমাকে আবার সুস্থ করে তুলব, আরোগ্য করব তোমার সমস্ত ক্ষত। আমি, প্রভু পরমেশ্বর, এ কথা বললাম।


তারা বলবে, চল আমরা প্রভু পরমেশ্বরের পর্বতে আরোহণ করি, ইসরায়েলের আরাধ্য ঈশ্বরের মন্দিরে যাই। তিনি আমাদের কাছে কি চান সেই বিষয়ে তিনি শিক্ষা দেবেন আমাদের। আমরা চলব তাঁরই নির্দেশিত নির্দিষ্ট পথে। কারণ সিয়োন থেকে প্রকাশিত হবে প্রভু পরমেশ্বরের বিধি বিধান জেরুশালেম থেকে তিনি তাঁর প্রজাদের সঙ্গে কথা বলেন।


তিনি যদি নিষ্ক্রিয় থাকেন তবে কে তাঁকে দোষ দিতে পারে? তিনি যদি মুখ ফিরিয়ে নেন তাহলে ব্যক্তি তথা সমস্ত জাতি অসহায় হয়ে পড়ে।


হে ইসরায়েল, ফিরে এস তোমাদের প্রভু পরমেশ্বরের কাছে, কারণ অধর্মাচরণের ফলে তোমাদেরপতন হয়েছে।


প্রভু পরমেশ্বর বলেন, আমি ইসরায়েল ও যিহুদীয়ার আরাধ্য ঈশ্বর। সেই সময় যিহুদীয়া ও ইসরায়েলের মিলন হবে। তারপর তারা সকলে মিলে আমার সন্ধানে কাঁদতে কাঁদতে আসবে।


ফিরে এস তোমরা, যারা প্রভু পরমেশ্বরকে ত্যাগ করে চলে গিয়েছ, তিনি তোমাদের আরোগ্য দান করবেন, ফিরিয়ে আনবেন তোমাদের বিশ্বাস ও নিষ্ঠা। তোমরা বল, হ্যাঁ আমরা প্রভু পরমেশ্বরের কাছে আসছি, কারণ তিনিই আমাদের ঈশ্বর।


সেদিন চন্দ্র হবে সূর্যের মত উজ্জ্বল এবং সূর্যের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে সাতগুণ। অস্বাভাবিক দ্যুতিসম্পন্ন হয়ে সূর্য যেন সাত দিনের আলো বিকিরণ করবে এক দিনে। প্রভু পরমেশ্বর তাঁর প্রজাদের যত আঘাত দিয়েছেন সেই আঘাতের ক্ষত যেদিন তিনি নিরাময় করে দেবেন, সেইদিন এই সমস্ত ঘটনা ঘটবে।


হে প্রভু পরমেশ্বর, তুমি আপন অনুগ্রহে সুদৃঢ়ভাবে আমাকে করেছিলে সংস্থাপন, কিন্তু তুমি যখন আড়াল করলে শ্রীমুখ তোমার তখনই আমি হলাম আতঙ্কে বিহ্বল।


প্রভু পরমেশ্বর তাঁর প্রজাদের বলেছেন, দুরারোগ্য তোমাদের ক্ষত, আঘাত তোমাদের নিরাময় হবার নয়।


তখন তোমরা তোমাদের ক্ষোদিত রৌপ্যমণ্ডিত ও ছাঁচে ঢালা স্বর্ণপ্রতিমা আবর্জনার মত ছুঁড়ে ফেলবে, বলবে, ‘আমার চোখের সামনে থেকে দূরে সরে যাও!’


হে নির্লজ্জ জাতি, সচেতন হও!


তখন শমুয়েল সমগ্র ইসরায়েলকুলকে সম্বোধন করে বললেন, তোমরা যদি সত্যই সর্বান্তঃকরণে প্রভু পরমেশ্বরের কাছে ফিরে আসতে চাও তবে তোমাদের মধ্য থেকে বিদেশীদের দেবতা ও অষ্টারোৎ দেবদেবীদের দূর করে দাও এবং প্রভু পরমেশ্বরের প্রতি তোমাদের চিত্ত একাগ্র কর। একমাত্র তাঁরই সেবা কর কর, তাহলে তিনি ফিলিস্তিনীদের হাত থেকে তোমাদের উদ্ধার করবেন।


দারুণ ক্রোধে ঈশ্বর আমাকে ছিন্নভিন্ন করেছেন, আমি তাঁর রোষদৃষ্টিতে পড়েছি।


সদয় হও আমার প্রতি হে প্রভু পরমেশ্বর, আমাকে সুস্থ কর, দেহ আমার ক্লিষ্ট, অবসন্ন।


হে ঈশ্বর, যদিও তুমি আমাকে করেছ বহু সঙ্কট ও দুর্দশার সম্মুখীন, তবু তুমিই আবার আমায় করবে সঞ্জীবিত, করবে পুনরুত্থিত পাতাল থেকে।


আছে হনন ও নিরাময়ের নির্দিষ্ট কাল, ভাঙ্গা ও গড়ার কাল।


সেইদিন প্রজারা তাদের স্রষ্টা, ইসরায়েলের আরাধ্য ঈশ্বর, প্রভু পরমেশ্বরের কাছে সাহায্যের জন্য আসবে।


কিন্তু এই নগরীকে ও তার অধিবাসীদের আমি সারিয়ে তুলব, পুনরুদ্ধার করব তাদের স্বাস্থ্য। আমি তাদের দেব অফুরন্ত শান্তি ও নিরাপত্তা।


তারা জানতে চাইবে সিয়োনের পথ এবং সেই নির্দেশিত পথ ধরেই তারা এগিয়ে যাবে। তারা বলবে, ‘চল আমরা প্রভু পরমেশ্বরের সঙ্গে চিরস্থায়ী এক চুক্তিতে আবদ্ধ হই। সে চুক্তি কোনদিনও ভাঙ্গবে না।’


পথ থেকে টেনে নিয়ে গিয়ে আমাকে খণ্ড-বিখণ্ড করেন তিনি, ছিন্ন-ভিন্ন অবস্থায় করেন পরিত্যাগ।


যখন আমি তাদের শত্রুর বিরুদ্ধে তেজদৃপ্ত কণ্ঠে সিংহের মত হুঙ্কার দেব, তখন আমার প্রজাবৃন্দ আমার অনুসরণ করবে। তখন পশ্চিম থেকে কম্পিত পদে ছুটে আসবে আমার সন্তানেরা।


তোমাদের ঈশ্বরের করুণায় ফিরে এস তোমরা, তাঁর কাছে আনুগত্য ও ন্যায়বিচারের অনুশীলন কর, সর্বদা তোমরা ঈশ্বরের প্রতীক্ষায় থাক।


পুরোহিত যদি বাড়িতে ঢুকে দেখে পলেস্তারা লাগানোর পর সেই বাড়ির ছত্রাক আর বাড়েনি তাহলে পুরোহিত সেই বাড়িকে শুচি ঘোষণা করবে, কারণ তার ছত্রাক সেরে গিয়েছে।


রাজা ও তাঁর পারিষদদের আদেশে যিহুদীয়া ও ইসরায়েল রাজ্যের সর্বত্র আমন্ত্রণপত্র নিয়ে দূতেরা রওনা হয়ে গেল । পত্রে লেখা ছিল: হে ইসরায়েলী প্রজাবৃন্দ, তোমরা আসিরিয়ার কবল থেকে মুক্ত হয়েছ। এবার অব্রাহাম, ইসহাক ও যাকোবের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের কাছে ফিরে এস। তিনিও তোমাদের কাছে ফিরে আসবেন।


তুমি যদি নিজেকে অবনত করে সর্বশক্তিমানের কাছে ফিরে আস যদি তোমার আবাস থেকে সমস্ত অধার্মিকতা দূর কর,


তারপর তারা আবার তাদের প্রভু পরমেশ্বরের ও রাজা দাউদের মত রাজার অন্বেষণ করবে। উত্তরকালে সসম্ভ্রমে তারা প্রভু পরমেশ্বরেরই শরণাপন্ন হবে। তাঁর সদাশয়তাই হবে তাদের অবলম্বন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন