Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




হোশেয় 4:3 - পবিএ বাইবেল CL Bible (BSI)

3 সেই জন্য এ দেশের অধিবাসীরা ধ্বংস হবে, সমুদ্রের মৎস্যকুলও হবে লুপ্ত।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

3 এজন্য দেশ শোকাকুল হবে এবং মাঠের পশু ও আসমানের পাখিসহ দেশনিবাসীরা সকলে ম্লান হবে, আর সমুদ্রের সমস্ত মাছও মরে যাবে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

3 এই কারণে এ দেশ শোকবিলাপ করে, এবং সেখানে বসবাসকারী সকলে নষ্ট হয়ে যাচ্ছে; মাঠের পশুরা ও আকাশের সব পাখি এবং সমুদ্রের সব মাছ মরে যাচ্ছে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

3 এই জন্য দেশ শোকাকুল হইবে, এবং মাঠের পশু ও আকাশের পক্ষিশুদ্ধ দেশনিবাসিগণ সকলে ম্লান হইবে, আর সমুদ্রের মৎস্যদেরও সংহার হইবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

3 মৃতের জন্য লোকে যেভাবে কাঁদে সেই ভাবে দেশটিও কাঁদছে এবং দেশের সব লোকেরা দুর্বল। এমনকি মাঠের পশু, আকাশের পাখী এবং সমুদ্রের মাছরাও মারা যাচ্ছে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

3 তাই সেই দেশ শুকিয়ে যাবে এবং প্রত্যেকে যারা এই দেশে বাস করে ধ্বংস হয়ে যাবে, মাঠের পশুরা এবং আকাশের পাখিরা; এমনকি সমুদ্রের মাছেদেরও নিয়ে নেওয়া হবে।

অধ্যায় দেখুন কপি




হোশেয় 4:3
17 ক্রস রেফারেন্স  

সমগ্র মানব জাতিকে আমি ধ্বংস করব। জল, স্থল ও আকাশের কোন প্রাণীই নিস্তার পাবে না। দুর্জনের বিনাশ হবে, মুছে যাবে মানবজাতি পৃথিবীর বুক থেকে।


তাঁর তিরস্কারে শুকিয়ে যায় সাগরের জলরাশি, নদনদী হয় জলহীন, বাশানের তৃণভূমি শুকিয়ে যায়, রুক্ষ হয়ে যায় কার্মেলের পাহাড় চিরসবুজ লেবানন ম্লান হয়ে যায়।


এই জন্যেই সর্বাধিপতি প্রভু বলেনঃহাটে বাজারে সর্বত্র উঠবে কান্নার রোল, পথে পথে লোকে হায় হায় করবে, কান্নাকাটি করার জন্য লোকে চাষীমজুর ডেকে আনবে, বিলাপ করার জন্য ভাড়া করা হবে পেশাদার লোক।


এই পৃথিবীর বুকে সেদিন ছোট-বড় নির্বিশেষে সমস্ত পশু-পাখি-মৎস্যকুল এবং প্রতিটি মানুষ আমার ভয়ে কাঁপতে থাকবে। পাহাড়-পর্বত ভেঙ্গে পড়বে, পর্বত শিলা খসে পড়বে, সমস্ত দেওয়াল ধসে পড়বে।


আর কতদিন আমাদের দেশ শুষ্ক থাকবে, মাঠের মধ্যে তৃণদল থাকবে শুকিয়ে? পশুপাখিরও প্রাণ হয়েছে সংশয় আমাদের স্বজাতি মানুষের দুষ্টতায়। তারা বলে, ‘আমাদের কার্যকলাপ ঈশ্বরের চোখে পড়ে না’।


দেখলাম, কোন লোকজন নেই সেখানে, এমন কি পাখিরাও সব উড়ে পালিয়েছে।


এর ফলে সারা দেশ কি কেঁপে উঠবে না? দেশের অধিবাসীরা কি শোকাকুল হবে না? সারা দেশ নীলনদের মত জোয়ারে উত্তাল হয়ে উঠবে, নীলনদের মতই আবারতার বুকে নামবে ভাটা।


তাঁর উক্তি: সিয়োনে ধ্বনিত হচ্ছে প্রভুর সিংহনাদ, ধ্বনিত হচ্ছে জেরুশালেমে তাঁর বজ্রকণ্ঠ, মেষপালকদের চারণভূমি তাই শোকে ম্লান হয়েছে, কারমেল গিরিশিখর হয়েছে বিশুষ্কপ্রায়।


খরার কবলে পড়েছে দেশ, হয়েছে পরিত্যক্ত। লেবাননের অরণ্য শুকিয়ে গেছে, শারোণের উর্বর উপত্যকা মরুভূমি হয়ে গেছে, বাগান ও কার্মেলের বৃক্ষরাজি হয়েছে পত্রশূন্য।


আমি বললাম, পর্বতরাজির জন্য শোক করব, আমি কাঁদব চারণভূমির জন্য, কারণ সেগুলি শুকিয়ে গেছে, কেউ আর চলাচল করে না সেখানে, শোনা যায় না কোনও মেষপালকের ডাক, উড়ে গেছে সব পাখি, বন্যপশুরাও গেছে পালিয়ে।


প্রভু পরমেশ্বরের প্রতি অবিশ্বস্ত লোকে ভরে গেছে দেশ, যাপন করে তারা পাপময় জীবন, নিজেদের শক্তির অপব্যবহার করে তারা। প্রভু পরমেশ্বরের অভিশাপে মাটি কাঁদে, চারণভূমি শুকিয়ে ধূ ধূ হয়ে যায়।


পশুর দল গোঙাচ্ছে, গরুর পাল দিশেহারা হয়ে পড়েছে, শুকিয়ে গেছে ওদের চরাণীর ঘাস, ভেড়ার পালও ঝিমিয়ে পড়েছে।


সর্বাধিপতি প্রভু পরমেশ্বর বলেন, আমি এই অভিশাপ পাঠাচ্ছি, সে এই সব চোরের ঘরে এবং আমার নামে যারা মিথ্যা শপথ করে তাদের ঘরে ঢুকবে এবং কাঠ ও পাথর সমেত গোটা বাড়িই ধ্বংস করবে।


এ সবের জ্যন আমি কি তাদের শাস্তি দেব না? এমন একটি জাতির উপর নেব না কি প্রতিশোধ? আমি, প্রভু পরমেশ্বর এই কথা বলছি।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন