Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




হোশেয় 4:2 - পবিএ বাইবেল CL Bible (BSI)

2 শপথ উচ্চারণ, মিথ্যাভাষণ, নরহত্যা, চৌর্যবৃত্তি ও ব্যাভিচারে দেশ পরিপূর্ণ। তাদের সব কিছুর মাত্র ছাড়িয়ে গেছে, অনুষ্ঠিত হয়ে চলেছে হত্যার পর হত্যাকাণ্ড।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

2 শপথ, মিথ্যা কথা, খুন, চুরি ও জেনা চলছে, লোকেরা জুলুম করে এবং রক্তপাতের উপরে রক্তপাত হয়।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

2 এদেশে আছে কেবলই অভিশাপ, মিথ্যাচার ও নরহত্যা, চুরি ও ব্যভিচার; এরা সমস্ত সীমা লঙ্ঘন করে, এবং রক্তপাতের উপরে রক্তপাত করে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

2 শপথ, মিথ্যাবাক্য, নরহত্যা, চুরি ও ব্যভিচার চলিতেছে, লোকেরা অত্যাচার করে, এবং রক্তপাতের উপরে রক্তপাত হয়।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

2 লোকরা দিব্যি দেয়, মিথ্যা বলে, খুন এবং চুরি করে। তারা ব্যভিচারমূলক পাপ কাজ করে আর তাদের বাচ্চা রয়েছে। লোকরা বারে বারে খুন করে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

2 সেখানে অভিশাপ, মিথ্যা, হত্যা, চুরি এবং ব্যভিচার আছে। লোকেরা সমস্ত বাধা ভেঙে ফেলেছে এবং রক্তপাতের ওপর রক্তপাত হয়েছে।

অধ্যায় দেখুন কপি




হোশেয় 4:2
42 ক্রস রেফারেন্স  

দস্যুরা যেমন দল বেঁধে লোকের অপেক্ষায় ওৎ পেতে থাকে, পুরোহিতেরা তেমনই দলবদ্ধ হয়েছে শেখেমের তীর্থযাত্রীদের হত্যা করার জন্য, হ্যাঁ, দুষ্কর্ম করেছে তারা।


ইহুদীরে প্রভু যীশু ও নবীদের হত্যা করেছে এবং আমাদের উপরও অত্যাচার করেছে। ঈশ্বরকে তারা অসন্তুষ্ট করছে এবং সকল মানুষেরও বিরোধিতা করছে,


সৎ ব্যক্তি লুপ্ত হয়েছে দেশ থেকে মানব সমাজে ন্যায়নিষ্ঠ কেউ নেই সকলেই ওৎ পেতে রয়েছে খুনোখুনির জন্য, পরস্পরকে ফাঁদে ফেলার চেষ্টা করছে প্রত্যেকেই।


আমি যখন ইসরায়েলের দুর্দশার প্রতিকার করতে চাই, যখন ইসরায়েলকে সুস্থ করতে চাই, তখনই প্রকট হয়ে ওঠে তার অপরাধ, শমরিয়ার সমস্ত কুকীর্তি। তারা প্রতারণা করে, চোরের মত ভিতরে ঢোকে, দস্যুর মত বাইরে করে লুঠতরাজ।


ঝর্ণা থেকে যেমন জল উৎসারিত হয়, তেমনই এই নগরী উৎসারিত করে দুষ্টতা। আমি শুনতে পাই নগরীতে হত্যা ও ধ্বংসের উন্মত্ত কোলাহল, দেখি মানুষের রুগ্নতা ও ক্ষতের জ্বালা।


আমি দেখলাম, সেই নারী ঈশ্বরভক্ত পুণ্যাত্মা ও যীশুর অনুগামী শহীদদের রক্তপানে প্রমত্তা। তাকে দেখে আমি ভীষণ বিস্মিত হলাম।


তোমাদের পূর্বপুরুষেরা কোন নবীকে না নির্যাতন করেছে? শাস্ত্রোক্ত ধর্মময় পুরুষেরর আগমন বার্তা যাঁরা ঘোষণা করেছিলেন, তাঁদের তোমরা হত্যা করেছ। এখন তাঁর সঙ্গেও বিশ্বাসঘাতকতা করে তাঁকে হত্যা করেছ।


আর এভাবে ধার্মিক হেবলের রক্তপাত থেকে শুরু করে বরখিয়ের পুত্র সখরিয় যাঁকে তোমরা মন্দির ও যজ্ঞবেদীর মাঝখানে হত্যা করেছিলে-তাঁর রক্তপাত পর্যন্ত পৃথিবীতে যত নির্দোষ রক্ত পাত হয়েছে, তার সমস্ত দায় তোমাদের উপর বর্তাবে।


তোমরা ন্যায়বিচার কর, অন্যের সঙ্গে সদয় ব্যবহার কর,


তিনি তখন আমাকে বললেন, এ হচ্ছে সেই অভিশাপ লিপি, যা সারা দেশের উপরে নেমে আসছে। এর এক পিঠের লেখন অনুযায়ী চোরের দল উচ্ছিন্ন হবে এবং অন্য পিঠের লেখন অনুযায়ী মিথ্যা শপথকারীরা নির্মূল হবে।


ধিক্‌ সেই বিদ্রোহিনী, ভ্রষ্টা ও দৌরাত্ম্যময়ী নগরীকে!


দুর্জনের গৃহে অসদুপায়ে সঞ্চিত হয় সম্পদ নিক্তিতে তারা কম ওজন করে লোকদের দেয়, যা আমি ঘৃণা করি।


হে ইসরায়েল শাসকবৃন্দ, শোন এ কথা, তোমরা ন্যায়বিচার বর্জন করেছ, ন্যায়কে করেছ বিকৃত,


কিন্তু, তা সত্ত্বেও তোমরা ভালকে ঘৃণা কর, আর মন্দের প্রতি তোমাদের আসক্তি। আমার প্রজাদের উপর তোমাদের শোষণ পীড়নের মাত্রা ছাড়িয়ে গেছে, তাদের অস্থি-মেদ-মজ্জা নিঃশেষে নিংড়ে শুষে নিচ্ছ তোমরা।


ইসরায়েল তাঁর তীব্র ক্রোধের উদ্রেক করেছে তাই প্রভু পরমেশ্বর তার রক্তপাতের জন্য তাকেই দায়ী করবেন, তার দেওয়া অপবাদ তাকেই দেবেন ফিরিয়ে।


তারা অযথা কথা বলে, মিথ্যা শপথ নিয়ে চুক্তি করে, তাই সে আজ ক্ষেতে জন্মানো আগাছার মত। অন্যায় আজ ন্যায়ের স্থান দখল করেছে।


তারা দুষ্কৃতি দিয়ে তাদের রাজাকে, প্রতারণা দিয়ে তাদের শাসককে তুষ্ট করে।


অত্যাচারীর দল! হীনতম দুষ্কর্মে লিপ্ত এরা, এদের সকলকেই আমি দণ্ড দেব।


তাও একদিন হল সম্ভব, এর কারণ পাপ—জেরুশালেমের নবীদের পাপ, আর অনাচারী পুরোহিতকুলের পাপ, তারা বহু নিরীহ মানুষের প্রাণনাশ করেছেএই নগরীর বুকে।


হে ইসরায়েলী প্রজাবৃন্দ, তোমরা, যারা যিহুদার কুলে জাত, শোন সকলে—তোমরা শপথ করে থাক প্রভু পরমেশ্বরের নামে, ইসরায়েলের আরাধ্য ঈশ্বরের উপাসক বলে দাবী কর নিজেদের কিন্তু সত্য নয় সেকথা, কোন অর্থ নেই তার।


ঈশ্বরের বিধান এবং তাঁর চিরস্থায়ী সন্ধিচুক্তি ভঙ্গ করে মানুষ পৃথিবীকে কলুষিত করে তুলেছে।


তখন কয়িন তার ভাই হেবলকে বলল, চল, আমরা মাঠে বেড়াতে যাই। তারা দুজনে মাঠে গেলে কয়িন তার ভাই হেবলকে আক্রমণ করে হত্যা করল।


তোমার আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের নাম তুমি মন্দ উদ্দেশ্যে অযথা উচ্চারণ করবে না, অন্যথায় প্রভু পরমেশ্বর অব্যাহতি দেবেন না।


আমি, সর্বাধিপতি প্রভু পরমেশ্বর ইসরায়েলকে পরিত্যাগ করিনি, যদিও ইসরায়েলের পবিত্রতম যে আমি, সেই আমারই বিরুদ্ধে ইসরায়েল পাপ করেছে।


খুনী বদমাইশে দেশ ভরে যাবে, দেশ জুড়ে চলবে অত্যাচারের তাণ্ডব—সর্বত্র বিরাজ করবে অরাজকতা।


গিলিয়দ দুরাচারদের নগর,রক্তে রঞ্জিত।


তারা সকলেই লম্পট, তপ্ত তন্দুরের মত, ময়দা মেখে তাড়ির ময়ান না দেওয়া পর্যন্ত রুটিওয়ালা যার আগুন উস্‌কে দেয় না।


কিন্তু তোমরা তার পরিবর্তে দুষ্কর্মের চাষ করেছ, আহরণ করেছ অন্যায়ের ফসল, ভক্ষণ করেছ মিথ্যার ফল। যেহেতু তোমরা নির্ভর করেছ তোমাদের রথ ও বিশাল সেনাবাহিনীর উপর,


ইসরায়েল ছলনায় ও প্রতারণায় আমাকে ঘিরে রেখেছে, যিহুদা এখনও ঈশ্বর সম্বন্ধে অস্থিরমতি, তার বিশ্বস্ত ও পবিত্র ঈশ্বরের বিরুদ্ধাচরণ করেছে সে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন