Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




হোশেয় 4:16 - পবিএ বাইবেল CL Bible (BSI)

16 ইসরায়েলর খচ্চরের মত উচ্ছৃঙ্খল হয়েছে। বিস্তীর্ণ প্রান্তরে যেভাবে চরানো হয় মেষশাবকদের, সেইভাবে আমি কি তাদের প্রতিপালন করব?

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

16 কারণ স্বেচ্ছাচারিণী গাভীর মত ইসরাইল স্বেচ্ছাচারী হয়েছে; এখন প্রশস্ত ময়দানে যেমন ভেড়ার বাচ্চাকে, তেমনি মাবুদ তাদেরকে চরাবেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

16 একগুঁয়ে বকনা-বাছুরের মতোই ইস্রায়েলীরা অনমনীয়। সুতরাং সদাপ্রভু কীভাবে তাদের মেষশাবকদের মতো চারণভূমিতে চরাবেন?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

16 কারণ স্বেচ্ছাচারিণী গাভীর ন্যায় ইস্রায়েল স্বেচ্ছাচারী হইয়াছে; এখন প্রশস্ত ময়দানে যেমন মেষশাবককে, তেমনি সদাপ্রভু তাহাদিগকে চরাইবেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

16 প্রভু ইস্রায়েলকে বহু জিনিস দিয়েছেন। তিনি এমনই এক মেষপালকের মতন, যিনি তাঁর মেষগুলোকে প্রচুর ঘাসে ভরা মাঠে নিয়ে যান; কিন্তু ইস্রায়েল হচ্ছে জেদী। ইস্রায়েল ঠিক একটা বাছুরের মতো যে বারবার ছুটে পালায়।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

16 কারণ ইস্রায়েলীয়রা জেদী, একটি বাছুরের মত জেদী। সদাপ্রভু কিভাবে তাদের চারণভূমিতে নিয়ে আসবেন যেমন ভেড়ারা ঘাস ভরা মাঠে থাকে?

অধ্যায় দেখুন কপি




হোশেয় 4:16
19 ক্রস রেফারেন্স  

কিন্তু তারা এসব কথা শুনল না। এসব কথা শুনবে না বলে জিদ ধরে কান বন্ধ করে ঘাড় বেঁকিয়ে থাকল।


আমার প্রজারা আমার কাছ থেকে দূরে সরে যেতে বদ্ধপরিকর, তারা জোয়ালে বদ্ধ হয়ে কাঁদবে কিন্তু কেউ তা সরিয়ে দিতে পারবে না।


আমার প্রজারা আর্তনাদ করে বলছে, “যদিও আমাদেরই পাপ আমাদের দোষী সাব্যস্ত করেছে, তবু, হে প্রভু পরমেশ্বর, সাহায্য কর আমাদের, রক্ষা কর তোমার প্রতিশ্রুতি। বহুবার আমরা তোমার কাছ থেকে সরে গেছি, পাপ করেছি তোমার বিরুদ্ধে।


তাহলে কেন আমার প্রজাবৃন্দ আমার কাছ থেকে চলে গিয়েছে চিরদিনের মত? তারা অলীক ও অসারতাকে আঁকড়ে ধরে আছে, আর চায় না আমার কাছে ফিরে আসতে।


কিন্তু তারা আমার আদেশ পালন তো করলই না, সেদিকে ভ্রূক্ষেপও করল না তারা। তার বদলে পালন করল তাদের কলুষিত ও জেদী মনের নির্দেশ। ভালোর চেয়ে আরও মন্দ হল।


সেইজন্যই অরণ্যের সিংহ হত্যা করবে তাদের, মরুভূমির নেকড়ের দল তাদের ছিঁড়ে টুকরো টুকরো করবে, তাদের শহরগুলিতে হানা দেবে চিতাবাঘ, ঘরের বাইরে বার হলেই ঐ পশুরা তাদের ছিঁড়ে ফেলবে, কারণ অসংখ্য তাদের পাপ, বার বার তারা দূরে সরে গেছে ঈশ্বরের কাছ থেকে।


তারপর প্রভু পরমেশ্বর আমাকে বললেন, ‘ইসরায়েল আমার কাছ থেকে চলে গেলেও দেখা গেছে অবিশ্বাসিনী যিহুদীয়ার চেয়ে সে বরং ভাল।’


যিহুদীয়া এটাও দেখতে পেল যে, আমি ইসরায়েলকে পরিত্যাগ করলাম এবং দূর করে তাকে তাড়িয়ে দিলাম, কারণ সে আমার কাছ থেকে চলে গিয়ে পতিতাবৃত্তি নিয়েছে। তবুও যিহুদীয়া, ইসরায়েলের বোন, এতে একটুকুও ভয় পেল না। সে-ও পতিতাবৃত্তি গ্রহণ করল।


যোশিয়ের রাজত্বকালে প্রভু পরমেশ্বর আমাকে বলেছিলেন, তুমি কি দেখেছ, ইসরায়েল—ঐ নারী কি করেছে? সে আমার কাছ থেকে চলে গেছে এবং প্রতিটি পর্বতচূড়ায় ও প্রতিটি বৃক্ষের নীচে ব্যভিচারিণীর আচরণ করেছে।


তিনি তোমাকে বলের মত তুলে নিয়ে বিশাল এক দেশে ছুঁড়ে ফেলে দেবেন। যে রথরাশির জন্য তোমার এত গর্ব, সেখানে সেই রথের পাশেই তোমার মৃত্যু হবে। তুমি তোমার মনিবের গৃহের কলঙ্কস্বরূপ।


বিধ্বস্ত নগর-জনপদে মেষশাবকেরা চরে বেড়াবে, ছাগ শিশু পাবে চরাণীর স্থান।


এ কথা শুনে শমুয়েল অত্যন্ত ক্ষুব্ধ হলেন। তিনি সারারাত প্রভু পরমেশ্বরের কাছে কাঁদলেন।


তোমাদের আমি নানা জাতির মাঝে বিক্ষিপ্ত করব, উন্মুক্ত তরবারি তোমাদের পিছনে তাড়া করবে, ফলে তোমাদের দেশ হবে বিধ্বস্ত এবং তোমাদের নগরগুলি হবে ধ্বংসস্তূপে পরিণত।


তারা যেন তাদের পিতৃপুরুষদের মত না হয়, যারা ছিল অবাধ্য ও বিদ্রোহী, যাদের ছিল না চিত্তের স্থিরতা ঈশ্বরের প্রতি যারা ছিল না বিশ্বস্ত।


যখন তোমরা বীজ বপন করবে, প্রভু পরমেশ্বর তখন সেগুলিকে বৃদ্ধি দানের জন্য পাঠাবেন বর্ষার ধারা এবং প্রচুর ফসল দান করবেন, তোমাদের পশুপালের জন্য থাকবে বহুবিস্তৃত চারণভূমি।


ইসরায়েলকে আমি দুঃখে কাতর হয়ে বলতে শুনেছি, ‘হে প্রভু পরমেশ্বর, আমি ছিলাম পোষ না মানা পশুর মত, কিন্তু তুমি শিখিয়েছ আমায় বাধ্য হতে। ফিরিয়ে নিয়ে যাও আমাকে, আমি ফিরে যেতে চাই তোমার কাছে, হে আমার প্রভু, আরাধ্য আমার।


ইসরায়েল যেন এক পোষমানা গাভী শস্য মাড়াই-এর জন্য স্বেচ্ছায় এগিয়ে এসেছে। আমি তার সুন্দর কাঁধকে রেহাই দিয়েছি, কিন্তু যিহুদা অবশ্যই লাঙ্গল টানবে আর ইসরায়েল জমিতে মই দেবে।


তাদের নগরসমূহের বিরুদ্ধে আন্দোলিত হবে তরবারি, ধ্বংস করবে তাদের তোরণের অর্গলগুলি, কারণ তারা স্বেচ্ছাচারী।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন