Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




হোশেয় 4:12 - পবিএ বাইবেল CL Bible (BSI)

12 আমার প্রজারা পরামর্শ চায় কাষ্ঠখণ্ডের কাছে, প্রতীকী বস্তু তাদের দৈব-নির্দেশ দেয়। কারণ স্বেচ্ছাচারী আত্মার প্রভাবেই তারা বিপথগামী, তাদের ঈশ্বরকে পরিত্যাগ করে তাই তারা লিপ্ত হয়েছে ব্যভিচারে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

12 আমার লোকেরা নিজেদের কাঠের টুকরার সাথে পরামর্শ করে ও তাদের লাঠি তাদেরকে দৈববাণী দেয়; কারণ জেনার রূহ্‌ তাদেরকে ভ্রান্ত করেছে, আর তারা নিজেদের আল্লাহ্‌র অধীনতা ছেড়ে জেনা করছে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

12 আমার লোকেরা কাঠের প্রতিমার কাছে পরামর্শ খোঁজে, এবং কাঠের তৈরি একটি লাঠি তাদের উত্তর দেয়। বেশ্যাবৃত্তির মানসিকতা তাদের ধ্বংসের পথে চালিত করে; তাদের ঈশ্বরের কাছে তারা অবিশ্বস্ত হয়েছে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

12 আমার প্রজাগণ আপনাদের কাষ্ঠখণ্ডের নিকট পরামর্শ জিজ্ঞাসা করে, ও তাহাদের যষ্টি তাহাদিগকে সংবাদ দেয়; কারণ ব্যভিচারের আত্মা তাহাদিগকে ভ্রান্ত করিয়াছে, আর তাহারা আপন ঈশ্বরের অধীনতা ছাড়িয়া ব্যভিচার করিতেছে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

12 আমার লোকরা উপদেশের জন্য কাঠের খণ্ডকে জিজ্ঞাসা করছে। তারা ভাবছে, ওই কাঠিগুলো তাদের উত্তর দেবে। কারণ পতিতার মতোই তারা মূর্ত্তিগুলোর পেছনে ছুটেছিল। তারা তাদের ঈশ্বরকে ছেড়ে দিয়েছে এবং পতিতার মতো হয়ে গেছে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

12 আমার প্রজারা তাদের কাঠের প্রতিমার সঙ্গে পরামর্শ করে এবং তাদের লাঠি তাদের ভাববাণী দেয়। কারণ ব্যভিচারের আত্মা তাদের ভুল পথে চালনা করে এবং তারা আমাকে, তাদের ঈশ্বরকে ত্যাগ করেছে।

অধ্যায় দেখুন কপি




হোশেয় 4:12
25 ক্রস রেফারেন্স  

তাদের কার্যকলাপই তাদের ঈশ্বরের কাছেফিরে আসার পথে বাধা সৃষ্টি করেছে, তাদের অন্তরে রয়েছে স্বৈরিণীর আত্মা, প্রভু পরমেশ্বরকে তারা স্বীকার করে না।


তোমরা, যারা গাছকে পিতা বল আর পাহাড়কে বল মাতা—তোমরা সকলেই হবে লাঞ্ছিত ও অপমানিত। এই ঘটনা ঘটবেই কারণ তোমরা আমার কাছে ফিরে না এসে মুখ ফিরিয়ে চলে গেছ। কিন্তু বিপদে পড়লে আমাকেই ডাক উদ্ধার করার জন্য।


তার সর্বনাশ অনিবার্য, যে কাষ্ঠখণ্ডকে সম্বোধন করে বলে, ‘তুমি জাগ্রত হও’, মূক পাষাণ মূর্তিকে বলে, ‘ওঠ’। এই প্রতিমা কি প্রকাশ করতে পারে পরম জ্ঞান? সোনা-রূপোয় মোড়া হলেও প্রাণবায়ু নেই তার মধ্যে।


প্রভু পরমেশ্বর তখন মোশিকে বললেন, তোমার পূর্ব পুরুষদের সঙ্গে তুমিও শীঘ্রই সমাহিত হবে এবং এই লোকেরা যে দেশ অধিকার করতে যাচ্ছে সেখানে গিয়ে তারা যখন ভিন্ন জাতির মানুষের সঙ্গে বসবাস করবে তখন তারা আমাকে পরিত্যাগ করে সেই দেশের দেবতাদের উপাসনা করবে এবং তাদের সঙ্গে আমার স্থাপিত সম্বন্ধের চুক্তি ভঙ্গ করবে।


এই গোছাগুলি দেখে প্রভু পরমেশ্বরের সমস্ত নির্দেশ তোমাদের মনে পড়বে এবং তোমরা তা পালন করবে, নিজেদের কামনা-বাসনার বশবর্তী হয়ে বিপথগামী হবে না।


এই সব লোক সেই প্রবক্তা নবীদেরই চায়, যারা অসার বাগাড়ম্বর করে, মিথ্যা রটনা করে, প্রতারণা করে বলে, ‘আমি ভবিষ্যদ্বাণী করছি, তোমাদের জন্যে বয়ে যাবে মদিরা ও দ্রাক্ষারসের ধারা।’


হে ইসরায়েল, উল্লসিত হয়ো না, অন্যান্য জাতির মত উৎসবের আনন্দে মেতে উঠো না, তুমি তোমার ঈশ্বরকে পরিত্যাগ করেছ, অবিশ্বস্ত হয়েছ তাঁর প্রতি। সারাদেশে তুমি বারবণিতার মত নিজেকে বিকিয়ে দিয়েছ বেলদেবের কাছে এবং ক্ষেতের ফসলকে তার দান বলে মাথায় তুলে নিয়েছ।


ব্যাবিলন রাজ দাঁড়িয়ে আছে পথনির্দেশক স্তম্ভের কাছে। কোন পথে সে যাবে—সেই সিদ্ধান্ত নিতে সে তার বাণগুলিকে ঝাঁকাচ্ছে, দেবদেবীর কাছে শুভাশুভ জেনে নিচ্ছে এবং বলির পশুর যকৃত নিরীক্ষণ করছে।


সকলেই তারা অজ্ঞ মূর্খ, কাষ্ঠ প্রতিমার কাছে কি শিখতে পারে তারা?


তোমার সান্নিধ্য থেকে যারা দূরে সরে গেছে, বিনষ্ট হবে তারা, অবিশ্বস্ত যারা তোমার প্রতি, তুমি করবে তাদের সমূলে বিনাশ।


পরিবর্তে তুমি ইসরায়েলের রাজাদের অনুসরণ করেছ এবং সমগ্র যিহুদীয়া এবং জেরুশালেমের অধিবাসীদের ঈশ্বরের কাছে অবিশ্বস্ততার পথে পরিচালিত করেছ, ঠিক যেভাবে আহাব ও তার উত্তরাধিকারীরা ইসরায়েল জাতিকে অবিশ্বস্ততার পথে পরিচালনা করেছিল। এমন কি তুমি তোমার ভাইদের হত্যা করেছে, যারা তোমার চেয়ে অনেক ভাল ছিল।


তাহলে আমি সেই ব্যক্তি ও তার বংশের প্রতি বিমুখ হব এবং সেই ব্যক্তি ও তার অনুগামী যারা মোলেক দেবতার উপাসনা করে স্বেচ্ছাচারী হয়েছে, তাদের সকলকে তাদের স্বজাতীয়দের মধ্য থেকে উচ্ছেদ করব।


তাহলে তারা যে সব ছাগরূপী দেবতার পূজা করছে ও তাদের উদ্দেশে বলি উৎসর্গ করছে তা আর করতে পারবে না । এই বিধি পুরুষানুক্রমে চিরকাল তাদের পালন করতে হবে।


এভাবেই নিজেদের কর্মদোষে তারা হল অশুচি, নিজেদের কার্যকলাপে তারা ঈশ্বরের প্রতি করল বিশ্বাসঘাতকতা।


অসিরিয়া আমাদের উদ্ধার করতে পারবে না, অশ্বারোহী বাহিনীও পারবে না আমাদের রক্ষা করতে। আমাদের হাতে গড়া মূর্তিকে সম্বোধন করে আর আমরা বলব না, ‘হে আমাদের ঈশ্বর’ কারণ পিতৃহীনেরা তোমার কাছেই পায় দয়া।


তারা তখন তাকে বলল, দয়া করে তুমি ঈশ্বরের কাছে জেনে বল আমাদের যাত্রা শুভ হবে কি না।


শমরিয়ার পতনের কারণ: ইসরায়েলীরা তাদের আরাধ্য প্রভু পরমেশ্বর, যিনি তাদের মিশররাজের হাত থেকে উদ্ধার করে মিশর থেকে বার করে এনেছিলেন, তাঁর বিরুদ্ধে পাপ করেছিল। তারা অন্যান্য দেবতার পূজা করত,


আমি দেখেছি শমরিয়ার নবীদের পাপ, বেলদেবের নামে তারা ভবিষ্যদ্বাণী করে বিপথে নিয়ে গেছে আমার প্রজাদের।


তোমরা ঠিক করেই নিয়েছ যে তোমরা অন্যান্য জাতির মত, ভিনদেশী মানুষের মত গাছ-পাথরের পূজা করবে। কিন্তু তা কোনমতেই হবে না।


ইসরায়েলীদের তীর্থস্থানে আমি দেখেছি এক ভয়াবহ কাণ্ড, ইসরায়েল সেখানে ব্যভিচার করে, সে নিজেকে করে অশুচি। আর হে যিহুদা, তোমার জন্যেও নির্দিষ্ট রয়েছে প্রতিফল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন