Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




হোশেয় 2:4 - পবিএ বাইবেল CL Bible (BSI)

4 তার সন্তানদের প্রতি আমি দয়া করব না কারণ তারা জারজ,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

4 আর তার সন্তানদেরকে অনুকম্পা করবো না, কারণ তারা জেনার সন্তান।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

4 আমি তার ছেলেমেয়েদের প্রতি ভালোবাসা প্রদর্শন করব না, কারণ তারা ব্যভিচারের সন্তান।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

4 আর তাহার সন্তানগণকে অনুকম্পা করিব না, কারণ তাহারা ব্যভিচারের সন্তান।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

4 আমি তার সন্তানদের প্রতি কোন রকম করুণা করব না। কারণ তারা পতিতার সন্তান।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

4 আমি তার সন্তানদের প্রতি কোন দয়া করব না, কারণ তারা ব্যভিচারের সন্তান।

অধ্যায় দেখুন কপি




হোশেয় 2:4
17 ক্রস রেফারেন্স  

পরে সেই নারীর গর্ভে একটি কন্যা জন্মগ্রহণ করল। প্রভু পরমেশ্বর তখন হোশেয়কে বললেন, তুমি এর নাম রাখ লো-রুহামা (অনুগ্রহ-বঞ্চিতা) কারণ আমি ইসরায়েলীদের আর অনুগ্রহ করব না, তাদের অপরাধ ক্ষমা করব না।


প্রভু পরমেশ্বর হোশেয়কে সর্বপ্রথমে বললেন, তুমি গিয়ে এক অসতী নারীকে পত্নীরূপে গ্রহণ কর এবং তার দ্বারা তার মত অসৎ সন্তান উৎপাদন কর। তার সন্তানেরাও তাদের মায়ের স্বভাব পাবে। এই দেশ বিশ্বাসভঙ্গ করে প্রভু পরমেশ্বরকে পরিত্যাগ করেছে।


কিন্তু এবার তারা বুঝতে বাধ্য হবে, আমার ক্রোধ কী ভয়াবহ! আমি তাদের কাউকে রেহাই দেব না, দয়া করব না। তারা যতই আর্তনাদ করে আমার কাছে প্রার্থনা করুক না কেন, আমি তাদের কোন প্রার্থনাই শুনব না।


তারপর সুরাপাত্র যেমন একটির সঙ্গে আর একটির ধাক্কায় চূর্ণ হয়, সেইভাবে তাদের আমি চূর্ণ-বিচূর্ণ করব। যুবা-বৃদ্ধ সকলেরই এক দশা হবে। কোন দয়া, মায়া, মমতা কিছুতেই আমাকে ওদের ধ্বংস করার কাজ থেকে নিরস্ত করতে পারবে না।


কারণ যে দয়া করেনি, বিচারে সে দয়া পাবে না। বিচারকালে দয়াধর্ম অগ্রাধিকার পাবে।


দেখ, ঈশ্বর যেমন করুণাময় তেমনি তিনি কঠোরও হতে পারেন। যাদের কেটে ফেলা হয়েছে তাদের প্রতি তিনি কঠোর, কিন্তু তেআমার উপরে রয়েছে ঈশ্বরের করুণা, অবশ্য তুমি যদি তাঁর করুণাকে আশ্রয় করে থাক। তা না হলে তোমাকেও কেটে ফেলা হবে।


সুতরাং তিনি যাকে ইচ্ছা দয়া করেন এবং যাকে ইচ্ছা তার বুদ্ধি বিভ্রম ঘটিয়ে তাকে জেদী করে তোলেন।


তোমাদের জন্মদাতা যে কাজ করত তোমরাও সেই কাজই করে চলেছ।


তিনি বললেন, হে সর্বাধিপতি প্রভু পরমেশ্বর, জেরুশালেম ও যিহুদীয়ার নগরসমূহের উপর এই সত্তর বৎসর তুমি ক্রুদ্ধ হয়ে আছ। এদের প্রতি করুণা প্রদর্শন করতে তুমি আর কত বিলম্ব করবে?


কাজেই, আমি ওদের বিন্দুমাত্র দয়া করব না। ওরা অন্যের উপর যেমন অত্যাচার করেছে, আমিও ওদের উপর ঠিক তেমনই অত্যাচার করব।


কোনও শোকার্ত পরিবারে তুমি যাবে না। কারও জন্য শোক করবে না, সান্ত্বনাও দেবে না। আমি আমার প্রজাদের আর আশীর্বাদ করব না বা তাদের ভালবাসব না, করুণাও করব না।


হে পাপাচারীগণ! বিচারের জন্য এখানে এস! তোমরা যাদুকর, লম্পট ও ব্যভিচারীর বংশের চেয়ে কোন অংশে কম নও।


গাছের ডালগুলি শুকিয়ে ভেঙ্গে পড়েছে। মেয়েরা এই সব কাঠ জ্বালানীর জন্য সংগ্রহ করে নিয়ে যায়। লোকেরা এসবের মর্ম কিছুই বোঝে না। তাদের স্রষ্টা ঈশ্বর তাদের প্রতি করুণা বা অনুগ্রহ কিছুই করবেন না।


যেহুকে দেখে যোরাম জিজ্ঞাসা করলেন, যেহু, তুমি কি মিত্রভাবে এসেছ? যেহু বললেন, মিত্রতা কি করে হয়? যতদিন আপনার মা ঈষেবলের প্রতিমাপূজা আর ডাকিনীতন্ত্র-মন্ত্র থাকবে ততদিন মিত্রতা সম্ভব নয়।


আমি তোমার উপর প্রচণ্ড ক্রুদ্ধ হয়েছি। তাই তারা সক্রোধে তোমাকে উৎপীড়ন করুক, এই আমি চাই। তারা তোমার নাক-কান কেটে দেবে। তোমার সন্তানদের হত্যা করবে। তারা তোমার পুত্র কন্যাদের জীবন্ত দগ্ধ করবে।


তারা প্রভু পরমেশ্বরের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, উৎপাদন করেছে জারজ সন্তান। অমাবস্যার অন্ধকার এখন গ্রাস করবে তাদের, গ্রাস করবে তাদের সম্পত্তি।


প্রভু পরমেশ্বর বলেন, তোমরা কি মনে কর বিতাড়িত করেছি আমি আমার প্রজাদের সেই ব্যক্তির মত, যে স্ত্রীকে ত্যাগপত্র দেয়? যদি তাই হয়, তবে সেই ত্যাগপত্র কোথায়? ভাব কি তোমরা, বিক্রয় করেছি আমি তোমাদের ক্রীতদাসরূপে সেই ব্যক্তির মত যে দাসরূপে বিক্রয় করে আপন সন্তানদের? তাই যদি হয়, তবে বিক্রয় করেছি তোমাদের কার কাছে? শোন, তোমাদেরই পাপের ফলে বন্দী হয়েছিলে তোমরা দাসত্বের শৃঙ্খলে। নির্বাসিত হয়েছিলে তোমরা নিজেদের অপরাধে!


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন