Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




হোশেয় 14:9 - পবিএ বাইবেল CL Bible (BSI)

9 জ্ঞানবান যে, সে-ই বুঝবে এই সমস্ত বিষয়, বিচক্ষণ ব্যক্তি উপলব্ধি করবে এ কথা। কারণ প্রভু পরমেশ্বরের পথ সরল, ধার্মিকেরা সেই পথে চলে ও সফল হয়, কিন্তু অধর্মাচারীরা উছোট খায় সেই পথে, এবং শেষে তাদের পতন হয়।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

9 জ্ঞানবান কে? সে এসব বুঝবে; বুদ্ধিমান কে? সে এসব জানা যাবে; কেননা মাবুদের সমস্ত পথ সরল এবং ধার্মিকেরা সেসব পথে চলে, কিন্তু অধর্মাচারীরা সেসব পথে হোঁচট খায়।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

9 কে জ্ঞানবান? তাদের এসব বিষয় উপলব্ধি করতে দাও। বিচক্ষণ কে? তাদের এগুলি বুঝতে দাও। সদাপ্রভুর পথসকল ন্যায়সংগত; ধার্মিক ব্যক্তি সেইসব পথেই হাঁটে, কিন্তু বিদ্রোহীরা সেইসব পথে হোঁচট খায়।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

9 জ্ঞানবান্‌ কে? সে এই সকল বুঝিবে; বুদ্ধিমান্‌ কে? সে এই সকল জ্ঞাত হইবে; কেননা সদাপ্রভুর পথ সকল সরল, এবং ধার্ম্মিকগণ সেই সকল পথে চলে, কিন্তু অধর্ম্মাচারিগণ সেই সব পথে উছোট খায়।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

9 একজন জ্ঞানী ব্যক্তি এই বিষয়গুলো বুঝতে পারছে। একজন চটকদার মানুষকে অবশ্যই এই বিষয়গুলি শিখতে হবে। প্রভুর পথ সকল সঠিক। ভালো লোকরা সেই পথেই বাঁচবে। পাপীরা তার দ্বারাই মারা যাবে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

9 জ্ঞানী কে যেন সে এই সব বুঝতে পারে? বুদ্ধিমান কে যে এইসব বিষয় বুঝতে পারবে? কারণ সদাপ্রভুর পথ যথার্থ এবং ধার্মিক সেই পথে চলবে, কিন্তু বিদ্রোহীরা এতে বাধা পাবে।

অধ্যায় দেখুন কপি




হোশেয় 14:9
46 ক্রস রেফারেন্স  

ঈশ্বর স্বয়ং সজ্জনের সুদৃঢ় আশ্রয়, তিনি দুর্জনদের সংহার করেন।


প্রজ্ঞাবান যারা, তারা এইসব কথা করুক বিবেচনা, করুক আলোচনা প্রভু পরমেশ্বরের অপার করুণার কথা।


ঈশ্বর থেকে যে জাত, সে ঈশ্বরের আদেশ পালন করে। তোমরা যে পালন করছ না তার কারণ তোমরা ঈশ্বরের সন্তান নও।


অনেকে পরিশুদ্ধ হয়ে উঠবে। দুষ্টেরা কিছুই বুঝবে না আর নিজেদের কুপথও পরিত্যাগ করবে না। একমাত্র বিচক্ষণ ও সুবিবেচক ব্যক্তিরাই বুঝবে।


কিন্তু জেরুশালেমে অধিষ্ঠিত পরমেশ্বর ধর্মময়, ন্যায়বান। নিত্য প্রভাতে সূর্যোদয়ের যেমন ব্যতিক্রম নেই, তেমনি ব্যতিক্রম নেই তাঁরও ন্যায়বিচারে। কিন্তু তা সত্ত্বেও অসৎ নির্লজ্জদের চেতনা হয় না।


আমি জিজ্ঞাসা করলাম, হে প্রভু পরমেশ্বর, কেন এই দেশ বিধ্বস্ত, রুক্ষ মরুভূমির মত, যার জন্য এর মধ্য দিয়ে কেউ যাতায়াত করে না? কার এত জ্ঞান আছে যে বুঝবে এর মর্ম? কার কাছে তুমি ব্যাখ্যা করে বলেছ এ কথা, যে অপরের কাছে সব বলতে পারবে?


তিনি পরম আশ্রয়গিরি ন্যায়ের আধার সকল কর্মে তিনি অভ্রান্ত নির্ভুল। প্রতিজ্ঞায় অটল তিনি সত্যে অবিচল, ধর্মময় তিনি যথার্থ ঈশ্বর।


পীলাত তখন বললেন, তাহলে তুমিও একজন রাজা। যীশু বললেন, আপনিই বলছেন আমি রাজা। সত্যের পক্ষে সাক্ষ্যদান করতেই আমি জন্মেছি এবং এই উদ্দেশ্যেই জগতে আমার আগমন। সত্যাশ্রয়ী যারা, তারা আমার কথা শুনবে।


হে জগদীশ্বর, সজ্জনকে চালাও তুমি ন্যায় ও সততার পথে এ তোমারই দয়ার দান।


তোমার শিক্ষায় আমি খুঁজে পেয়েছি আমার চলার সঠিক পথ, তাই ঘৃণা করি আমি সকল মিথ্যাচার।


হে প্রভু পরমেশ্বর, আমি জানি তুমি ন্যায়পরায়ণ বিচারক, ন্যায্য দণ্ড দিয়েছ আমায়।


দোহাই আপনার। দুর্জনদের সঙ্গে ধামির্কদেরও বিনাশ করবেন না। ধার্মিক ও দুর্জনকে এক পর্যায়ে ফেলবেন না। সারা পৃথিবীর বিচারপতি কি ন্যায় বিচার করবেন না?


সুতরাং বিধান পবিত্র, তার নির্দেশও পবিত্র, ন্যায়সঙ্গত ও শ্রেয়।


তাদের মাঝে অনন্যপূর্ব কীর্তি যদি আমি সাধন না করতাম তাহলে তাদের কোন পাপ হত না। কিন্তু তারা আমার কীর্তি দেখা সত্ত্বেও আমাকে ও আমার পিতাকে-উভয়কেই ঘৃণা করেচে।


যীশু বললেন, বিচার করতেই এই পৃথিবীতে আমার আগমন। যেন যারা দৃষ্টিহীন তারা দৃষ্টি পায় এবং যারা চক্ষুষ্মান তারা দৃষ্টি হারায়।


ধন্য সেই, আমার সম্বন্ধে যার মনে কোন সংশয় জাগেনি।


শিমিয়োন তারপর তাঁদের আশীর্বাদ করে জননী মরিয়মকে বললেন, দেখ, এই শিশু হবে ইসরায়েল জাতির অনেকেরই উত্থান এবং পতনের কারণ। এ সেই ঈশ্বরদত্ত নিদর্শন যার বিরুদ্ধে সকলে মুখর হয়ে উঠবে,


মানবপুত্র এলেন, তিনি আহার করছেন, পানও করছেন, আর তারা বলে, দেখ, লোকটা পেটুক ও মদ্যপ, এবং কর আদায়কারী ও পাপিষ্ঠদের সঙ্গেই তার বন্ধুত্ব কর্মেই প্রজ্ঞার যর্থাথ পরিচয়।


কিন্তু তোমরা বল, ‘প্রভু পরমেশ্বর যা করছেন তা ন্যায্যা নয়’। হে ইসরায়েলীবৃন্দ, শোন আমার কথা, তোমরা কি ভাব আমার কর্মপন্থা সঠিক নয়? আমি বলি তোমরাই বরং ন্যায়ের পথে চল না।


কিন্তু যারা তাঁর বিরুদ্ধে বিদ্রোহ করবে, পাপ করবে, তাদের প্রত্যেককে তিনি পিষ্ট করবেন, যারা তাঁকে পরিত্যাগ করবে, তাদের প্রত্যেককে বিনাশ করবেন।


ঊষালোকের মত উজ্জ্বল ন্যায়নিষ্ঠের পথ, পূর্ণ দিবালোকে সে পথ হয় উজ্জ্বলতর।


উত্তরোত্তর তাদের হয় বলবৃদ্ধি, সিয়োনে তারা পায় পরমেশ্বরের দর্শন।


তুমি যাদের শক্তির উৎস, সিয়োনের পথে যাদের মনোরথ ধাবমান, তারাই ধন্য।


যারা নিজেদের ধার্মিক বলে মনে করে, দিন দিন তাদের এই ধারণাই দৃঢ় হয় যে, তারাই ঠিক।


বললেন, শয়তান, তুমি ন্যায়ধর্মেরর শত্রু, প্রবঞ্চনা আর শঠতায় তোমার অন্তর পূর্ণ। তুমি কি প্রভুর সহজ পন্থাকে জটিল করার কাজ থামাবে না?


তাঁরা ঈশ্বরের সেবক মোশির গীত এবং মেষশাবকের গীত গেয়ে স্তব করছিলেনঃ “মহান ও পরমাশ্চর্য তোমার কীর্তি, হে সর্বনিয়ন্তা প্রভু পরমেশ্বর! সর্বজাতির অধীশ্বর তুমি, তোমার সমস্ত আচরণ সুসঙ্গত ও সত্য।


প্রাজ্ঞ ব্যক্তি সর্বত্র সম্মান পায়, মিষ্টি কথায় সে জয় করে মানুষের মন।


তারা আর তাদের হাতে তৈরী যজ্ঞবেদীর উপর ভরসা করবে না অথবা নিজেদের হাতে গড়া আশেরা দেবীর প্রতীকের উপরে এবং ধূপ জ্বালানোর বেদীর উপরে আস্থা রাখবে না।


তারপর তোমরা আমার কাছে আসবে। তোমরা আমার কাছে প্রার্থনা করবে, আমি উত্তর দেব।


তারা ফিরে এসে দূর করবে দেশের এই সমস্ত অনাচার ও ঘৃন্য ক্রিয়াকলাপ।


আমি তোমাদের উপরে পরিষ্কার জল ছিটিয়ে দেব এবং অলীক প্রতিমা ও যা কিছু তোমাদের অশুচি করেছে, সেই সব থেকে শুচি করব।


যিহুদা গোষ্ঠীকে আমি শক্তিশালী করব, যোষেফের বংশধরদের করব উদ্ধার। আমি তাদের ফিরিয়ে আনব, কারণ তাদের প্রতি রয়েছে আমার মমতা। তারা হবে এমন, যেন কোনদিন আমি তাদের পরিত্যাগ করিনি। আমি প্রভু পরমেশ্বর তাদের আরাধ্য ঈশ্বর, আমি তাদের প্রার্থনার উত্তর দেব।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন