Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




হোশেয় 14:8 - পবিএ বাইবেল CL Bible (BSI)

8 ইসরায়েল আর অলীক প্রতিমা নিয়ে মত্ত হবে না, আমি তাদের প্রার্থনার উত্তর দেব, গ্রহণ করব তাদের সমস্ত ভার। আমি সতেজ মহীরুহের মত তাদের আশ্রয় হব, তাদের সমস্ত আশীর্বাদের আকর হব।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

8 হে আফরাহীম, মূর্তিগুলোর সঙ্গে আমার কি সম্পর্ক? আমি উত্তর দিয়েছি, আর তার প্রতি দৃষ্টি রাখবো; আমি সতেজ দেবদারুর মত; আমার কাছ থেকেই তোমার বিশ্বস্ততা আসে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

8 হে ইফ্রয়িম, প্রতিমাগুলি নিয়ে আমি আর কি করব? আমি তাকে উত্তর দেব ও তার তত্ত্বাবধান করব। আমি এখন এক সবুজ-সতেজ দেবদারু গাছের মতো; তোমার ফলবান হওয়ার কারণ আমি।”

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

8 ইফ্রয়িম [বলিবে], আমাতে ও প্রতিমাগণে আর কি সম্পর্ক? আমি উত্তর দিয়াছি, আর তাহার প্রতি দৃষ্টি রাখিব; আমি সতেজ দেবদারুর ন্যায়; আমা হইতেই তোমার ফলপ্রাপ্তি।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

8 “ইফ্রয়িম, মূর্ত্তিগুলো নিয়ে আমার আর বেশী কিছু করবার থাকবে না। আমিই সেই ‘এক’ যিনি তোমাদের প্রার্থনার উত্তর দেন, আমিই সেই যে তোমাদের ওপর নজর রাখে। আমি সেই ফার গাছের মত যেটা চির সবুজ। আমার কাছ থেকেই তোমাদের ফল আসে।”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

8 ইফ্রয়িম বলবে, আমি আর কি করব প্রতিমাদের সঙ্গে? আমি তাকে উত্তর দেব এবং তার যত্ন নেব। আমি হলাম চির সজীব দেবদারুর মত; আমার থেকেই তোমার ফল আসে।

অধ্যায় দেখুন কপি




হোশেয় 14:8
23 ক্রস রেফারেন্স  

আমি যা বুঝি না সেই বিষয় আমাকে শিখাও, আমি যদি অধর্ম করে থাকি তবে আর তা করব না।’


সমস্ত উত্তম দান, সমস্ত উৎকৃষ্ট বর দিব্যলোক থেকে জ্যোতিষ্কমণ্ডলীর জনক, পিতা ঈশ্বরের কাছ থেকে আসে। তিনি অপরিবর্তনীয়, আবর্তনের কোন ছায়াও তাঁর উপর পড়ে না।


তখন সে তার বাবার কাছে ফিরে এল। দূর থেকেই তাকে দেখতে পেয়ে তার বাবার মন মমতায় গলে গেল। তিনি দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে চুম্বন করলেন।


যে ভূমি আজ কাঁটাবনে ছাওয়া, সেই স্থান পরিণত হবে দেবদারু বনে, কাঁটাগুল্মে কন্টকিত স্থান পরিণত হবে সুগন্ধি পাতায় ভরা চিরহরিৎ বৃক্ষের কাননে। এই হবে চিহ্ন আমার অশেষ, অক্ষয়, আমি প্রভু পরমেশ্বর, এ কীর্তি আমারই—এ হবে তারই স্মরণিকা।


মরুভূমিতে আমি রোপণ করব সীডার তরু, রোপণ করব বাবলা, জলপাই বৃক্ষ আর সুগন্ধ পত্রযুক্ত চিরহরিৎ গুল্ম। বন্ধ্যাভূমি হবে অরণ্য দেবদারু তিধর ও তাশূর বৃক্ষে ছাওয়া।


কারণ লোকেরা নিজেরাই প্রচার করছে যে আমরা তোমাদের কাছে কিভাবে গিয়েছিলাম। আর তোমরা কিভাবে পৌত্তলিকতা পরিত্যাগ করে ঈশ্বরের কাছে এসেছ। তোমরা এখন জীবন্ময় ও প্রকৃত ঈশ্বরের সেবা-আরাধনা করছ


তোমাদের ইচ্ছা ও কর্ম যাতে তাঁর মনোমত হয় তার জন্য ঈশ্বরই তোমাদের অন্তরে প্রেরণা জোগাচ্ছেন।


তাই জ্যোতির সন্তানের মত আচরণ কর। কারণ যা কিছু শুভঙ্কর, ন্যায় ও সত্য, তা জ্যোতি থেকেই উদ্ভূত।


তাঁর পূর্ণতার ভাণ্ডার থেকে আমরা সকলেই পেয়েছি নিরবচ্ছিন্ন করুণাধারা।


তোমাকে পুনর্নির্মাণ করতে হে জেরুশালেম, সুশোভিত করতে আমার মন্দির, বিভূষিত করতে আমার নগরী আনা হবে দেবদারু, ওক আর পাইন কাষ্ঠ সর্বোৎকৃষ্ট বৃক্ষের অরণ্য লেবানন থেকে।


সে লোকের কাছে তার পরিত্রাণের কথা বর্ণনা করবে, লোক সমক্ষে সে গান গেয়ে বলবে: আমি পাপ করেছিলাম, অন্যায় করেছিলাম, কিন্তু ঈশ্বর আমাকে তার প্রতিফল দেন নি।


যিনি আমাকে শক্তি জোগান, তাঁর শক্তিতে আমি সব কিছু করতে পারি।


ঈশ্বরের গৌরব ও মহিমার জন্য, খ্রীষ্ট যীশুর মাধ্যমে লভ্য ধার্মিকতার পুণ্য ফল লাভ করতে পারবে।


সে শাখা পল্লবিত হবে শাখা-প্রশাখায়, ঘন শাখা-পল্লবে অপরূপ হয়ে উঠবে, পরিণত হবে বিশাল মহীরুহে। তার ছায়াঘন শাখায় এসে নীড় বাঁধবে পক্ষীকুল।


আমি তোমাদের উপরে পরিষ্কার জল ছিটিয়ে দেব এবং অলীক প্রতিমা ও যা কিছু তোমাদের অশুচি করেছে, সেই সব থেকে শুচি করব।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন