Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




হোশেয় 13:7 - পবিএ বাইবেল CL Bible (BSI)

7 অতএব তোমাদের আমি সিংহের মত আক্রমণ করব, চিতাবাঘের মত ওৎ পেতে থাকব তোমাদের পথের ধারে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

7 এজন্য আমি তাদের পক্ষে সিংহের মত হলাম, চিতাবাঘের মত আমি পথের পাশে অপেক্ষায় থাকব।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

7 তাই আমি তাদের উপরে সিংহের মতো আসব, চিতাবাঘের মতো আমি পথে ওৎ পেতে থাকব।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

7 এই জন্য আমি তাহাদের পক্ষে সিংহের ন্যায় হইলাম; চিতাব্যাঘ্রের ন্যায় আমি পথের পার্শ্বে অপেক্ষায় থাকিব।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

7 “সেজন্য আমি তাদের কাছে সিংহের মতোই হব। আমি চিতাবাঘের মতোই রাস্তায় অপেক্ষা করব।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

7 আমি সিংহের মত তোমাদের সঙ্গে আচরণ করব; চিতাবাঘের মত করব, আমি তোমাদের জন্য রাস্তার ধারে অপেক্ষা করব।

অধ্যায় দেখুন কপি




হোশেয় 13:7
10 ক্রস রেফারেন্স  

ইসরায়েলের বিরুদ্ধে আমি সিংহের মত প্রচণ্ড, যিহুদা গোষ্ঠীর বিরুদ্ধে কেশরীর মত নির্মম। তাদের আমি বিদীর্ণ করে চলে যাব, হরণ করে নিয়ে যাব তাদের, কারও সাধ্য নেই তাদের উদ্ধার করে।


সেইজন্যই অরণ্যের সিংহ হত্যা করবে তাদের, মরুভূমির নেকড়ের দল তাদের ছিঁড়ে টুকরো টুকরো করবে, তাদের শহরগুলিতে হানা দেবে চিতাবাঘ, ঘরের বাইরে বার হলেই ঐ পশুরা তাদের ছিঁড়ে ফেলবে, কারণ অসংখ্য তাদের পাপ, বার বার তারা দূরে সরে গেছে ঈশ্বরের কাছ থেকে।


বন্য ভল্লুকের মত তিনি আমার অপেক্ষায় থাকেন, ঝাঁপিয়ে পড়েন সিংহের মত আমার উপর।


সিংহ গর্জন করছে, কে না ভয় করবে? সর্বাধিপতি প্রভু কথা বলছেন, কার সাধ্য তাঁর বাণী ঘোষণা না করে?


শিকার আয়ত্ত না করে কি সিংহ বনের মাঝে গর্জন করে? কোনও পশু শিকার না করে কি তরুণ কেশরী গুহার মধ্যে হুঙ্কার ছাড়ে?


তাঁর উক্তি: সিয়োনে ধ্বনিত হচ্ছে প্রভুর সিংহনাদ, ধ্বনিত হচ্ছে জেরুশালেমে তাঁর বজ্রকণ্ঠ, মেষপালকদের চারণভূমি তাই শোকে ম্লান হয়েছে, কারমেল গিরিশিখর হয়েছে বিশুষ্কপ্রায়।


প্রভু পরমেশ্বর করেছেন যুদ্ধযাত্রা পরাক্রান্ত বীর যোদ্ধার মত, যুদ্ধের জন্য তিনি প্রস্তুত, মহাযোদ্ধার মত উন্মাদনায় অস্থির, হুঙ্কার দিচ্ছেন তিনি মহাবিক্রমে, আস্ফালন করছেন শত্রুর বিরুদ্ধে।


আমি যে পশুটি দেখলাম সেটি ছিল চিতাবাঘের মত। এর পাগুলি ছিল ভালুকের মত, আর মুখ সিংহের সিংহাসন ও বিরাট কর্তৃত্ব।


যদি কখনও আমার কোন কাজে সফলতা আসে, তুমি সিংহের মত আমাকে নিপাত করবে। এমন কি আমার ক্ষতি করার জন্য অসাধ্য সাধন করতেও তুমি প্রস্তুত।


প্রভু পরমেশ্বর তাঁর প্রজাদের গুহাবাসী সিংহের মত পরিত্যাগ করেছেন। যুদ্ধের বিভীষিকা এবং প্রভু পরমেশ্বরের ভয়াবহ ক্রোধ দেশটিকে করে দিয়েছে জনহীন মরুপ্রান্তর।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন