Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




হোশেয় 13:6 - পবিএ বাইবেল CL Bible (BSI)

6 কিন্তু পরিতৃপ্তি লাভের পর তোমাদের চিত্ত হল গর্বিত, তোমরা ভুলে গেলে আমাকে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

6 চরাণির স্থান পেয়ে তারা তৃপ্ত হল, তৃপ্ত হয়ে অহংকারী হল, এজন্য তারা আমাকে ভুলে গেছে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

6 আমি তাদের আহার যোগালে তারা পরিতৃপ্ত হয়েছিল; কিন্তু পরিতৃপ্ত হওয়ার পরে তারা অহংকারী হয়ে উঠল; তারপর তারা আমাকে ভুলে গেল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

6 চরাণী পাইলে তাহারা তৃপ্ত হইল, তৃপ্ত হইয়া গর্ব্বিতচিত্ত হইল, এই নিমিত্ত তাহারা আমাকে ভুলিয়া গিয়াছে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

6 আমি ইস্রায়েল জাতিকে খাদ্য জুগিয়েছি; তারা সেই খাদ্য খেয়েছে। তারা পেট ভরে খেয়েছে এবং খুশী হয়েছে। (তারপর) তারা অহঙ্কারী হয়েছে এবং আমাকে ভুলে গেছে!

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

6 যখন তুমি ঘাসে ভরা জমি পেলে, তখন তুমি পরিতৃপ্ত হলে এবং যখন তুমি পরিতৃপ্ত হলে, তোমার হৃদয় গর্বে ফুলে উঠল; সেই কারণে তুমি আমায় ভুলে গেছ।

অধ্যায় দেখুন কপি




হোশেয় 13:6
23 ক্রস রেফারেন্স  

উন্নাসিক, গর্বিত দুরাত্মা গ্রাহ্য করে না প্রভু পরমেশ্বরকে, তার জীবনে ঈশ্বরের কোন স্থান নেই।


তোমারই আশিসে ধন্য হয়ে তোমার প্রজাদের উপর রাজত্ব করেছে তারা, তারা বাস করেছে, তোমারই দেওয়া বিস্তৃত উর্বর ভূখণ্ডে কিন্তু পাপের পথ ছেড়ে ফিরে এসে তোমার সেবায় তারা হয়েছে বিমুখ।


তাদের স্রষ্টা ও জনক ঈশ্বরের প্রতি তারা হল উদাসীন তাদের বিধাতা ঈশ্বরকে হল বিস্মৃত।


ইসরায়েল ফলভারে সমৃদ্ধ এক দ্রাক্ষালতার মত, ফলের উৎপাদন তার যত বেড়েছে, ততই সে নির্মাণ করেছে বেদী; তার দেশ যত সমৃদ্ধ হয়েছে, ততই উৎকর্ষ লাভ করেছে তার শিলাস্তম্ভগুলি।


তারা নৃপতিবরণ করেছে কিন্তু আমার ইচ্ছায় নয়, আমার অজ্ঞাতসারে তারা নিয়োগ করেছে শাসকবৃন্দ। তাদের ধ্বংসের জন্যই তারা নিজেদের জন্য সোনার পাত দিয়ে তৈরী করেছে প্রতিমা।


বেল দেবতাদের পর্বদিন পালনের পরিণাম আমি তাকে ভোগ করাব। তাদের উদ্দেশে সে ধূপ জ্বালাত, আমাকে ভুলে কর্ণ-কুণ্ডল ও নানা আভরণে সজ্জিত হয়ে তার প্রণয়ীদের পেছনে ছুটে বেড়াত। —প্রভুই বলেছেন এ কথা।


হে ইসরায়েল যিনি তোমাদের উদ্ধারকর্তা, সুদৃঢ় শৈলের মত যিনি তোমাদের রক্ষা করেন, সেই ঈশ্বরকে ভুলে গেছ তোমরা। পরিবর্তে, বিদেশীদের উপাস্য দেবতাদের পূজা করার জন্য পবিত্র উদ্যানসমূহ রচনা করেছ।


কারণ তার চেয়ে বেশী পেলে আমি হয়তো বলব, পরমেশ্বর আবার কে? আর আমার যদি অভাব থাকে তাহলে হয়তো আমি চুরি করব, আমার আরাধ্য ঈশ্বরের নাম করব কলঙ্কিত।


প্রভু পরমেশ্বর জিজ্ঞাসা করছেন, কেন আমি আমার প্রজাদের পাপ ক্ষমা করব? তারা আমায় পরিত্যাগ করে করছে অলীক দেবতাদের আরাধনা। সম্পূর্ণভাবে পরিতৃপ্ত না হওয়া পর্যন্ত আমি তাদের আহার জুগিয়েছি। কিন্তু তারা ব্যভিচার করেছে, দিন কাটিয়েছে বারবণিতাদের সঙ্গে।


সর্বাধিপতি প্রভু বলছেন, তুমি আমাকে ভুলে গেছ আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছ। তাই, তোমার এই কাম-লালসা ও পতিতাবৃত্তির ফল তোমাকে ভুগতেই হবে।


প্রখর ব্যবসাবুদ্ধির চাতুর্যে ঐশ্বর্যবৃদ্ধি করেছ তুমি। ঐশ্বর্যের অহঙ্কার তোমায় এত্ত করেছে।


সে তার প্রেমিকদের পিছনে ছুটে যাবে কিন্তু তাদের নাগাল পাবে না, সে তাদের খুঁজবে কিন্তু সন্ধান পাবে না। তখন সে বলবে, ‘আমি আবার আমার স্বামীর কাছেই ফিরে যাব। এখনকার চেয়ে আমার আগের অবস্থাই ছিল ভাল।’


প্রজ্ঞার অভাবে আমার প্রজারা ধ্বংস হচ্ছে। যেহেতু জ্ঞান অর্জনে তুমি পরাঙ্মুখ, সেইহেতু আমি তোমাকে অগ্রাহ্য করলাম, তুমি আর আমার যাজক নও। তুমি তোমার ঈশ্বরের বিধান বিস্মৃত হয়েছ, তাই আমিও তোমার সন্তানদের স্মরণে রাখব না।


তাদের সংখ্যা যতই বৃদ্ধি পেয়েছে ততই তারা পাপ করেছে আমার বিরুদ্ধে, তাই আমি কলঙ্কে পরিণত করব তাদের গৌরবকে।


আমার কাছে তাদের ক্রন্দন আন্তরিক নয়, বিছানায় শুয়ে তারা হায় হায় করে, নিজেদের অঙ্গ ক্ষত-বিক্ষত করে শস্য ও দ্রাক্ষারসের জন্য, আমার কাছ থেকে তারা দূরেই সরে যাচ্ছে।


ইসরায়েল জাতি বিস্মৃত হয়েছে তার স্রষ্টাকে, তারা অনেক প্রাসাদ নির্মাণ করেছে, যিহুদা প্রতিষ্ঠা করেছে অনেক প্রাচীর-ঘেরা নগর, কিন্তু আমি তার নগরসমূহে অগ্নি সংযোগ করব সেই অগ্নি গ্রাস করবে তার সকল দূর্গ।


ঠিক তারই মত ইসরায়েল বলেছে: ‘আমি ধনী, নিজের ভোগের জন্য অর্জন করেছি সম্পদ’ কিন্তু তার সমস্ত ধনসম্পদ থাকা সত্ত্বেও সে এড়াতে পারবে না তার পাপের দায়।


ইসরায়েলের বিরুদ্ধে আমি সিংহের মত প্রচণ্ড, যিহুদা গোষ্ঠীর বিরুদ্ধে কেশরীর মত নির্মম। তাদের আমি বিদীর্ণ করে চলে যাব, হরণ করে নিয়ে যাব তাদের, কারও সাধ্য নেই তাদের উদ্ধার করে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন