Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




হোশেয় 13:11 - পবিএ বাইবেল CL Bible (BSI)

11 আমি রুষ্ট হয়ে তোমাদের ‘রাজা’ দিয়েছিলাম, ক্রোধভরে আবার আমিই তাকে করেছি অপসারণ।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

11 আমি ক্রুদ্ধ হয়ে তোমাকে বাদশাহ্‌ দিয়েছি, আর ভীষণ রাগান্বিত হয়ে তাকে হরণ করেছি।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

11 তাই আমার ক্রোধে আমি তোমাকে এক রাজা দিলাম, এবং আমার ভয়ংকর ক্রোধে আমি তাকে অপসারিত করলাম।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

11 আমি ক্রোধ করিয়া তোমাকে রাজা দিয়াছি, আর কোপ করিয়া তাহাকে হরণ করিয়াছি।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

11 আমি ক্রুদ্ধ হয়েছিলাম এবং আমি তোমাকে একজন রাজা দিয়েছিলাম। তারপর আমি যখন খুবই ক্রুদ্ধ হয়েছিলাম, তখন তাকে নিয়ে গিয়েছিলাম।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

11 আমি তোমাদের রাজা দিয়েছি আমার রাগে এবং আমি আমার প্রচণ্ড ক্রোধে তাকে সরিয়ে দিয়েছি।

অধ্যায় দেখুন কপি




হোশেয় 13:11
18 ক্রস রেফারেন্স  

কিন্তু আজ তোমরা তোমাদের আরাধ্য ঈশ্বর যিনি সমস্ত বিপদ ও দুর্দশা থেকে তোমাদের উদ্ধার করেছেন তাঁকে পরিত্যাগ করেছ এবং তোমরা তাঁকে বলেছ, আমাদের জন্য একজন রাজা দিন। অতএব এখন তোমার নিজ নিজ গোষ্ঠী ও বংশ অনুযায়ী প্রভু পরমেশ্বরের সম্মুখে উপস্থিত হও।


তারা হয়ত এখন বলবে, ‘আমাদের কোনও রাজা নেই, কারণ প্রভু পরমেশ্বরকে আমরা ভয়ভক্তি করি না, রাজা আমাদের জন্য কি আর করতে পারেন?


কোন জাতি দুর্নীতিপরায়ণ হলে বার বার তার শাসক বদলায়। জ্ঞানী ও বিচক্ষণ নেতৃবর্গের অধীনে জাতি শক্তিমান ও সুপ্রতিষ্ঠিত হয়।


প্রভু পরমেশ্বর শমুয়েলকে বললেন, তুমি আর কতদিন শৌলের জন্য দুঃখ করবে? ইসরায়েলের উপর তার রাজ কর্তৃত্ব আমি বাতিল করে দিয়েছি। তুমি এখন তোমার তেলের শিঙাটিতে তেল ভরে নাও, আমি তোমাকে বেথলেহেমনিবাসী যিশয়ের কাছে পাঠাব, সেখানে যাও, কারণ আমি তার পুত্রদের মধ্যে একজনকে রাজা করব বলে মনস্থ করেছি।


দেখ, এই তোমাদের রাজা যাকে তোমরা চেয়েছ ও মনোনীত করেছ। প্রভু পরমেশ্বর একেই তোমাদের উপর রাজত্ব করার জন্য নিযুক্ত করেছেন।


জলের উপর ভাসমান কাষ্ঠের মত ভাসিয়ে নিয়ে যাওয়া হবে তার রাজাকে।


পরে শমুয়েল ইসরায়েলীদের মিসপাতে প্রভু পরমেশ্বরের উদ্দেশে ডেকে আনলেন এবং বললেন।


শমুয়েল বললেন, না, আমি তোমার সঙ্গে ফিরে যাব না। কারণ তুমি প্রভুর আদেশ অমান্য করেছ, আর প্রভু পরমেশ্বরও তোমায় অগ্রাহ্য করে ইসরায়েলের রাজপদ থেকে বিচ্যুত করেছেন।


ইসরায়েলীরাও এমনিভাবে বহুদিন রাজা বা শাসনকর্তা, যাগযজ্ঞ, পুণ্যস্তম্ভ, এফোদ ও পারিবারিক বিগ্রহহীন হয়ে বাস করবে।


তারা নৃপতিবরণ করেছে কিন্তু আমার ইচ্ছায় নয়, আমার অজ্ঞাতসারে তারা নিয়োগ করেছে শাসকবৃন্দ। তাদের ধ্বংসের জন্যই তারা নিজেদের জন্য সোনার পাত দিয়ে তৈরী করেছে প্রতিমা।


শমুয়েল ইসরায়েলীদের সম্বোধন করে বললেন, দেখ, আমাকে যা কিছু অনুরোধ করেছ সবই আমি গ্রাহ্য করেছি। তোমাদের শাসন পরিচালনার জন্য রাজপদে একজন রাজাকে প্রতিষ্ঠা করেছি।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন