Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




হোশেয় 13:10 - পবিএ বাইবেল CL Bible (BSI)

10 কোথায় আছেন তোমাদের রাজা যিনি তোমাদের এখন রক্ষা করবেন? কোথায়ই বা তোমাদের সেই নগরপালেরা? যাদের সম্পর্কে তোমরা বলেছিলে: ‘আমরা রাজা চাই, আমরা শাসনকর্তা চাই।’

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

10 বল দেখি, তোমার বাদশাহ্‌ কোথায়, যে তোমার সকল নগরে তোমাকে রক্ষা করবে? তোমার কাজীরাই বা কোথায়? তুমি তো বলতে, আমাকে বাদশাহ্‌ ও শাসনকর্তাদের দাও।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

10 কোথায় তোমার রাজা, যে তোমাকে রক্ষা করতে পারে? তোমার প্রত্যেক নগরে সেই শাসকেরা কোথায়, যাদের সম্পর্কে তুমি বলেছিলে, ‘আমাকে একজন রাজা ও শাসনকর্তাদের দাও’?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

10 বল দেখি, তোমার রাজা কোথায়, যে তোমার সকল নগরে তোমাকে ত্রাণ করিবে? তোমার বিচারকর্ত্তৃগণই বা কোথায়? তুমি ত বলিতে, আমাকে রাজা ও অধ্যক্ষগণ দেও।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

10 তোমাদের রাজা কোথায়? তোমাদের কোন শহরেই সে তোমাদের রক্ষা করতে পারবে না! তোমাদের বিচারকরা কোথায়? তোমরা তাদের খোঁজ করে বলছো, ‘আমাদের একজন রাজা এবং কিছু নেতা দাও।’

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

10 এখন তোমার রাজা কোথায়, যাতে সে তোমার সমস্ত শহরে তোমায় রক্ষা করতে পারে? কোথায় তোমার শাসকেরা, যার বিষয়ে তুমি আমায় বলেছিলে, “আমায় একটা রাজা দাও ও অধিকারী দাও?”

অধ্যায় দেখুন কপি




হোশেয় 13:10
26 ক্রস রেফারেন্স  

তারা নৃপতিবরণ করেছে কিন্তু আমার ইচ্ছায় নয়, আমার অজ্ঞাতসারে তারা নিয়োগ করেছে শাসকবৃন্দ। তাদের ধ্বংসের জন্যই তারা নিজেদের জন্য সোনার পাত দিয়ে তৈরী করেছে প্রতিমা।


তারা হয়ত এখন বলবে, ‘আমাদের কোনও রাজা নেই, কারণ প্রভু পরমেশ্বরকে আমরা ভয়ভক্তি করি না, রাজা আমাদের জন্য কি আর করতে পারেন?


নথনেল তাঁকে বললেন, গুরুদেব, আপনি ঈশ্বরের পুত্র, আপনিই ইসরায়েলের রাজা।


সমগ্র পৃথিবীতে প্রভুর রাজত্ব প্রতিষ্ঠিত হবে সেদিন। প্রভু পরমেশ্বরই হবেন একচ্ছত্র অধিপতি। তাঁর নামই হবে একমাত্র নাম।


তোমরা যখন মিশরে ছিলে, তখন থেকেই আমি প্রভু পরমেশ্বর, তোমাদের ঈশ্বর। আমাকে ছাড়া কোনও ঈশ্বরকে তোমরা জানতে না, আমি ছাড়া তোমাদের ছিল না কোন পরিত্রাতা।


ঐ শোন! সারা দেশ জুড়ে আমি শুনতে পাচ্ছি আমার স্বজাতির মানুষের কান্না, ‘সিয়োনে কি প্রভু পরমেশ্বর আর থাকেন না? সিয়োনের রাজা কি বাস করেন না সেখানে? প্রভু পরমেশ্বর, তাদের রাজা, উত্তরে বলেন,’ কেন তোমরা অলীক প্রতিমার আরাধনা করে ক্রুদ্ধ করেছ আমাকে? ‘কেন ক্রুদ্ধ করেছ বিদেশী অসার দেবতার কাছে প্রণিপাত করে?’


কোথায় তোমার সেই দেবকুল, যাদের তুমি গড়েছ নিজেদের জন্য? তোমরা যেদিন বিপদে পড়বে, সেদিন তাদেরই বলো উদ্ধার করতে, যদি তারা পারে। যিহুদীয়া, তোমার যত নগর আছে, দেবতাও আছে ততগুলিই।


আমি প্রভু পরমেশ্বর, তোমার আরাধ্য ঈশ্বর, আমি সৃজন করেছি তোমায় হে ইসরায়েল আমি রাজরাজেশ্বর তোমার।


ঐ সমস্ত বাণিজ্যতরীর আনাগোণা অর্থহীন, তাদের বাণিজ্য বিস্তার ঘটবে না। আমরা শত্রুসৈন্যের সমস্ত সম্পদ কেড়ে নেব। সেই লুন্ঠিত সম্পদের পরিমাণ এত বেশী হবে যে খঞ্জ ব্যক্তিও সেই সম্পদের অংশ লুঠ করতে পারবে। স্বয়ং প্রভু পরমেশ্বর আমাদের রাজা হবেন, তিনি আমাদের শাসন ও রক্ষা করবেন।


ইসরায়েল লাভ করুক পরম আনন্দ। তাঁর স্রষ্টার মাঝে। সিয়োনবাসী হোক উল্লসিত। তার রাজার জন্য।


হে প্রভু পরমেশ্বর, তুমিই আমাদের ঢাল ইসরায়েলের আরাধ্য পবিত্র ঈশ্বর তুমি, তুমি আমাদের রাজা।


আদি থেকে হে ঈশ্বর তুমিই আমার রাজা, তোমারই কৃপায় এ বিশ্বজগৎ মহাসঙ্কটে পায় উদ্ধার।


হে প্রভু পরমেশ্বর, তুমিই আমার রাজা, আমার আরাধ্য ঈশ্বর তুমিই তোমার প্রজা ইসরায়েলকে কর উদ্ধার।


প্রভু পরমেশ্বর চিরন্তন রাজা, যারা আরাধনা করে না তাঁর উৎখাত হবে তারা তাঁর পুণ্যভূমি থেকে।


কিন্তু একবার তিনি মিশর রাজ সো-এর কাছে সাহায্য চেয়ে দূত পাঠান এবং আসিরিয়া সম্রাটকে দেয় বার্ষিক কর দেওয়া বন্ধ করে দেন। সম্রাট শালমানেসের তাঁর এই বিশ্বাসঘাতকতার কথা জানতে পেরে হোশেয়কে বন্দী করে কারারুদ্ধ করেন।


ইসরায়েলীরা যখন শুনল যে যারবিয়াম মিশর দেশ থেকে ফিরে এসেছেন তখন তারা তাঁকে এক জনসভায় আমন্ত্রণ করে আনল এবং তাঁকে ইসরায়েলের রাজপদে প্রতিষ্ঠিত করল। একমাত্র যিহুদা গোষ্ঠীর লোকেরাই দাউদ বংশের অনুগত হয়ে রইল।


ইসরায়েলীরাও এমনিভাবে বহুদিন রাজা বা শাসনকর্তা, যাগযজ্ঞ, পুণ্যস্তম্ভ, এফোদ ও পারিবারিক বিগ্রহহীন হয়ে বাস করবে।


তারা সকলেই তন্দুরের মতই উত্তপ্ত, তাদের শাসকবর্গকে গ্রাস করে। তাদের রাজাদের সকলেরই পতন ঘটেছে, তারা কেউ আর আমার কাছে জানায় না আবেদন।


প্রভু পরমেশ্বর শমুয়েলকে বললেন, লোকে তোমাকে যা বলছে, সেই কথাই শোন, কারণ তারা তোমাকে অগ্রাহ্য করে নি,কিন্তু তাদের উপর রাজা হিসাবে আমার কর্তৃত্বই অগ্রাহ্য করেছে।


স্বয়ং প্রভু পরমেশ্বরের অভিষিক্ত, আমাদের প্রাণশক্তিস্বরূপ যিনি, যাঁর উপর বিশ্বাসে নির্ভর করেছিলাম আমরা, তিনি আজ শত্রুর কুক্ষিগত, আমাদের আশা হল নির্মূল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন