Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




হোশেয় 12:10 - পবিএ বাইবেল CL Bible (BSI)

10 আমি আমার বার্তা ঘোষণা করেছিলাম নবীদের কাছে, আমিই দিব্যদর্শনের বাহুল্য ঘটিয়েছিলাম, আমি আমার মনোভাব ব্যক্ত করেছি নবীদের মাধ্যমে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

10 আর আমি নবীদের কাছে কথা বলেছি, আমি দর্শনের বৃদ্ধি করেছি ও নবীদের দ্বারা দৃষ্টান্ত ব্যবহার করেছি।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

10 আমি ভাববাদীদের সঙ্গে কথা বলেছি, তাদের বহু দর্শন দিয়েছি ও তাদের মাধ্যমে বহু রূপক কাহিনি বর্ণনা করেছি।”

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

10 আর আমি ভাববাদিগণের কাছে কথা বলিয়াছি, আমি দর্শনের বৃদ্ধি করিয়াছি, ও ভাববাদিগণ দ্বারা দৃষ্টান্ত ব্যবহার করিয়াছি।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

10 আমি ভাববাদীদের সঙ্গে কথা বলেছি। আমি তাদের অনেক দর্শনশক্তি দিয়েছি। আমার শিক্ষা তোমাদের দেওয়ার জন্য আমি ভাববাদীদের অনেক পথ দেখিয়েছি।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

10 আমি ভাববাদীদের সঙ্গেও কথা বলেছি এবং আমি তাদের অনেক দর্শন দেখিয়েছি। আমি ভাববাদীদের হাত দিয়ে তাদের দৃষ্টান্ত দিয়েছি।

অধ্যায় দেখুন কপি




হোশেয় 12:10
29 ক্রস রেফারেন্স  

প্রভু পরমেশ্বর তাঁর বার্তাবহ ও তাঁর মুখপাত্রস্বরূপ নবীদের পাঠিয়েছিলেন ইসরায়েল ও যিহুদীয়ার লোকদের সতর্ক করে দেবার জন্য। তাঁদের মাধ্যমে বলে পাঠিয়েছিলেনঃ মন্দপথ পরিত্যাগ কর। তোমাদের পূর্বপুরুষদের আমি যে বিধান ও অনুশাসন দিয়েছি এবং আমার সেবক নবীদের মারফৎ যে নির্দেশ পাঠিয়েছি, সেগুলি পালন কর।


আমি প্রতিবাদ করে বললাম, হে সর্বাধিপতি প্রভু, এ কাজ আমাকে করতে বলবেন না। এমনিতেই লোকে বলে যে আমি সব সময় হেঁয়ালিতে কথা বলি।


আগামী দিনে আমি প্রতিটি মানুষের উপর আমার আত্মা বর্ষণ করব, তোমাদের পুত্রকন্যারা ভাবোক্তি করবে, তোমাদের প্রবীণেরা স্বপ্ন দেখবে, আর তরুণেরা লাভ করবে দিব্যদর্শন।


প্রভু পরমেশ্বর আমাকে একটি মাটির পাত্র কিনতে বললেন। সেই সঙ্গে প্রজাদের মধ্যে থেকে কয়েকজন প্রবীণ এবং কয়েকজন বর্ষীয়ান পুরোহিতকে সঙ্গে নিয়ে


মিশর দেশ থেকে বেরিয়ে আসার দিন থেকে আজ পর্যন্ত আমি তোমাদের কাছে আমার দাস নবীদের বার বার পাঠিয়েছি।


এই পরমাশ্চর্য দিব্যদর্শনের জন্য আমি যাতে অতিমাত্রায় অহঙ্কার না করি তাই আমার দেহে একটি কাঁটা বেঁধান হয়েছে। শয়তানের দূতের মতই তা আমাকে যন্ত্রণা দেয় যেন আমি মাত্রা ছাড়িয়ে না যাই।


গর্ব আমাকে অবশ্যই করতে হবে, এতে লাভ কিছু না থাকলেও প্রভুর প্রত্যাদেশ ও দিব্যদর্শনের বিষয় আমাকে উল্লেখ করতেই হবে।


‘ঈশ্বর ঘোষণা করেছেন, অন্তিম কালে ঘটবে এসব ঘটনা –আমার আত্মা আমি সমস্ত মানুষের মধ্যে সেচন করব,এবং তোমাদের পুত্র কন্যারা ভবিষ্যদ্বাণী বলবে,তোমাদের যুবকেরা লাভ করবে অলৌকিক দর্শন এবং প্রবীণেরা দেখবে স্বপ্ন।


এর উত্তরে আমোস অমৎসিয়কে বললেন, আমি নবী নই বা কোনও নবীর শিষ্যও নই। আমার পেশা ছিল মেষপালন আর ডুমুর বৃক্ষের তত্ত্বাবধান।


প্রভু পরমেশ্বর আমাকে বললেন, ‘তুমি যাও, আবার গিয়ে সেই রমণীকে ভালবাস, যে পরপুরুষে আসক্ত। ইসরায়েলীরা আজ অন্য দেবতাদের প্রতি আসক্ত। তারা কিস্‌মিস্‌ দিয়ে তৈরী পিঠের নৈবেদ্য দেবতাদের উৎসর্গ করতে ভালবাসে। তা সত্ত্বেও আমি যেমন তাদের ভালবাসি, ঠিক তেমনি তুমিও ঐ রমণীকে ভালবাসবে।


প্রভু পরমেশ্বর তাঁর সেবক নবীদের ক্রমাগত তোমাদের কাছে পাঠানো সত্ত্বেও তাঁর কথা তোমরা শোননি, মনোযোগ দাওনি তাতে।


তারপর, যারা আমার সঙ্গে গিয়েছিল, প্রভু পরমেশ্বর তাদের সামনে মাটির পাত্রটি ভাঙ্গতে বললেন এবং


বছরের পর বছর অসীম ধৈর্যে তুমি সতর্ক করেছ তাদের, নবীদের দিয়েছ প্রেরণা সাবধান বাণী উচ্চারণে, কিন্তু তোমার প্রজারা ছিল বধির, করেনি কর্ণপাত, তাই তুমি অপর জাতির হাতে তাদের ঘটালে বিপর্যয়।


এলিয় বললেন, হে প্রভু সর্বশক্তিমান ঈশ্বর, আমি চিরদিন তোমারই একান্ত অনুগত উদ্যোগী সেবক। কিন্তু ইসরায়েলী প্রজারা তোমার সঙ্গে তাদের চুক্তির শর্ত ভঙ্গ করেছে, তোমার বেদীগুলিকে ভেঙ্গে ফেলেছে, তোমার সমস্ত নবীদের হত্যা করেছে। একমাত্র আমিই বাকী রয়েছি—তারা আমারও প্রাণনাশের চেষ্টা করছে!


গিলিয়দ প্রদেশের তিশবী নিবাসী নবী এলিয় রাজা আহাবকে বললেন, ইসরায়েলীদের আরাধ্য যে ঈশ্বরের সেবক আমি, সেই জাগ্রত প্রভু পরমেশ্বরের নামে বলছি, আমি না বলা পর্যন্ত আগামী কয়েক বছর দেশে বৃষ্টি বা শিশির কিছুই পড়বে না।


পরমেশ্বরের নির্দেশে যিহুদীয়ার একজন ঈশ্বরভক্ত নবী বেথেলে গেলেন। তিনি যখন সেখানে পৌঁছালেন যারবিয়াম তখন বেদীর সামনে দাঁড়িয়ে বলি উৎসর্গ করছিলেন।


তখন প্রভু পরমেশ্বর বললেন, শোন তোমরা, তোমাদের মধ্যে যে নবী, তার কাছে দিব্য দর্শনের মাধ্যমে আমি প্রভু পরমেশ্বর নিজেকে ব্যক্ত করি। স্বপ্নে তার সঙ্গে আমি কথা বলি।


হে মর্ত্যমানব, ইসরায়েলীদের এই রূপক কাহিনীটি বল।


আমি প্রভু পরমেশ্বর তোমার আরাধ্য ঈশ্বর। আমিই দাসত্বের আগার মিশর থেকে তোমাকে উদ্ধার করে এনেছি।


সপ্তম মাসে তোমরা এই উৎসব পালন করবে। সাতদিন তোমরা পর্ণকুটিরে বাস করবে। এই দেশে জাত ইসরায়েলীদের সকলকেই তখন পর্ণকুটিরে বাস করতে হবে।


তোমরা যখন মিশরে ছিলে, তখন থেকেই আমি প্রভু পরমেশ্বর, তোমাদের ঈশ্বর। আমাকে ছাড়া কোনও ঈশ্বরকে তোমরা জানতে না, আমি ছাড়া তোমাদের ছিল না কোন পরিত্রাতা।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন