Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




হোশেয় 11:6 - পবিএ বাইবেল CL Bible (BSI)

6 তাদের নগরসমূহের বিরুদ্ধে আন্দোলিত হবে তরবারি, ধ্বংস করবে তাদের তোরণের অর্গলগুলি, কারণ তারা স্বেচ্ছাচারী।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

6 আর তাদের নগরগুলোর উপরে তলোয়ার পড়বে, তাদের অর্গলগুলোকে সংহার করবে, লোকদেরকে গ্রাস করবে, এর কারণ তাদের নিজের মন্ত্রণাগুলো।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

6 তাদের নগরগুলিতে তরোয়াল ঝলসে উঠবে, যা ভেঙে ফেলবে তাদের নগরদ্বারগুলির খিল এবং পরিসমাপ্তি ঘটাবে তাদের পরিকল্পনাসমূহের।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

6 আর তাহাদের নগর সকলের উপরে খড়্‌গ পতিত হইবে, তাহাদের অর্গল সকলকে সংহার করিবে, [লোকদিগকে] গ্রাস করিবে, ইহার কারণ তাহাদের নিজ-মন্ত্রণাসমূহ।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

6 তরবারি তাদের শহরের বিরুদ্ধেই ঘুরবে। সেই তরবারি তাদের শক্তিশালী লোকেদের হত্যা করবে। সেটা তাদের নেতাদেরও ধ্বংস করবে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

6 তাদের শহরগুলির ওপরে তরোয়াল পড়বে এবং তাদের দরজার খিল ধ্বংস করে দেবে; এটা তাদের ধ্বংস করবে তাদের নিজেদের পরিকল্পনার জন্য।

অধ্যায় দেখুন কপি




হোশেয় 11:6
25 ক্রস রেফারেন্স  

শমরিয়া তার অপরাধের দণ্ডভোগ করবে, কারণ সে বিদ্রোহ করেছে তার ঈশ্বরের বিরুদ্ধে। তারা নিহত হবে যুদ্ধে, তাদের শিশুদের আছড়ে মেরে ফেলা হবে, আর বিদীর্ণ করা হবে গর্ভবতী নারীদের উদর।


সেই হেতু তোমাদের জাতির বিরুদ্ধে বেজে উঠবে রণদামামা, তোমাদের দুর্গসমূহ হবে বিধ্বস্ত। শাল্‌মন যেমন যুদ্ধের সময় বেথ্‌-আরবেল নগরীকে বিধ্বস্ত করেছিল, সন্তানসমেত মায়েদের যেমন আছ্‌ড়ে মেরে ফেলা হয়েছিল,


সম্রাটের কাছে উপঢৌকনস্বরূপ সেটাকে পাঠানো হবে আসিরিয়ায়। ইসরায়েল অপদস্থ হবে, তার অবাধ্যতার জন্য হবে লজ্জিত।


দেখ, আসন্ন সেই দিন জ্বলন্ত চুল্লীর মত। গর্বোদ্ধত ও দুরাচারীরা আগামী সেই দিনে জ্বালানি কাঠের মত পুড়ে নিশ্চিহ্ন হয়ে যাবে, ঝাড়ে মূলে হবে নির্বংশ।


তোমাদের দেশের নগরগুলি ধ্বংস করব, ভূপাতিত করব তোমাদের দুর্গসমূহ।


দক্ষিণের অরণ্যানীকে সর্বাধিপতি প্রভুর কথায় মনযোগ দিতে বল–দেখ, আমি অগ্নিসংযোগ করলাম। তোমার বনভূমির সমস্ত গাছ—সজীব অথবা শুষ্ক—নির্বিশেষে সব পুড়িয়ে ছারখার করে দেব। এই আগুন কেউ নিভাতে পারবে না। এ দাবানল দক্ষিণ থেকে উত্তরে ছড়িয়ে পড়বে। আগুনের তাপ সবার গায়ে লাগবে।


তারা তোমাদের শস্য ও খাদ্য খেয়ে ফেলবে। তোমাদের পুত্রকন্যাদের হত্যা করবে, নিধন করবে তোমাদের পশুপাল। দ্রাক্ষাক্ষেত ও ডুমুর বাগান কেটে তছ্‌নছ্‌ করবে তারা। দূর্গ-প্রাকারে ঘেরা তোমাদের নিরাপদ আশ্রয় ঐ শহর তাদের সৈন্যদল এসে ধ্বংস করে দেবে।


প্রভু পরমেশ্বর বলেছেন, যিহুদীয়ার শাসনকর্তাদের সমূহ সর্বনাশ কারণ তারা আমার বিরুদ্ধে বিদ্রোহ করেছে। তারা আমার পরিকল্পনা অনুযায়ী চলে না, আমার ইচ্ছার বিরুদ্ধে সন্ধিচুক্তি স্বাক্ষর করে একের পর এক পাপের স্তূপ জমিয়েছে।


সুরক্ষিত নগরী আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। শূন্য এ নগরী নির্জন প্রান্তরের মত পশুপালের চারণভূমি ও বিশ্রামস্থলে হয়েছে পরিণত।


দ্রাক্ষা সংগ্রহের আগে যখন দ্রাক্ষার ফুল ঝরে গিয়ে ফল পাকতে শুরু করে, সেই সময় শত্রুরা সুদানীদের ধ্বংস করবে অতি সহজে, যেমন সহজে দ্রাক্ষালতার নব পল্লব ছুরি দিয়ে কাটা যায়।


প্রভু পরমেশ্বর একই দিনে ইসরায়েলের নেতৃবর্গ ও প্রজাদের শাস্তি দেবেন, বড় থেকে ছোট পর্যন্ত-একদিক থেকে সবাইকে সংহার করবেন।


বহুবার তিনি তাদের উদ্ধার করলেন, কিন্তু তারা স্বেচ্ছাচারী হয়ে বিদ্রোহ করল তাঁর বিরুদ্ধে, নিজেদের অধর্মের ফলে হল বিপর্যস্ত।


এভাবেই নিজেদের কর্মদোষে তারা হল অশুচি, নিজেদের কার্যকলাপে তারা ঈশ্বরের প্রতি করল বিশ্বাসঘাতকতা।


বাইরে খড়্গাঘাতে, ঘরে মহাত্রাসে জর্জরিত হবে তারা, তরুণ, তরুণী, পতিত হবে মৃত্যুর করাল গ্রাসে দুগ্ধপোষ্য শিশু ও শুক্লকেশ বৃদ্ধ—কেউ পাবে না নিস্তার।


তারা তোমাদের সমস্ত নগর অবরোধ করবে এবং সারা দেশের উঁচু ও সুরক্ষিত যে সব প্রাচীরের উপর তোমরা ভরসা করতে, সেগুলি ভেঙ্গে ফেলবে। তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর তোমাদের যে দেশ দিয়েছিলেন, সেই দেশের সমস্ত জনপদগুলিতে তারা তোমাদের অবরোধ করবে।


তোমাদের আমি নানা জাতির মাঝে বিক্ষিপ্ত করব, উন্মুক্ত তরবারি তোমাদের পিছনে তাড়া করবে, ফলে তোমাদের দেশ হবে বিধ্বস্ত এবং তোমাদের নগরগুলি হবে ধ্বংসস্তূপে পরিণত।


আমি তোমাদের নগরসমূহ ও মন্দিরগুলি ধ্বংস করব। তোমাদের সুরভি নৈবেদ্যের সৌরভ আমি আঘ্রাণ করব না।


প্রভু পরমেশ্বর বলেন, যুদ্ধে বিনাশ হোক ব্যাবিলনের! মরুক তার শাসনকর্তা আর লোকজনেরা, মৃত্যু ছিনিয়ে নিক তার সন্তানদের, মৃত্যু হোক তার প্রাজ্ঞ ব্যক্তিদের।


নগরীর তোরণদ্বার পরিণত প্রস্তর স্তূপে, দ্বারের অর্গল আজ খণ্ড-বিখণ্ড রাজারা ও রাজপুরুষেরা এখন নির্বাসনে। বিধান ও অনুশাসন কেউ আর শোখায় না সেখানে, নবীরাও পায় না আর দিব্য দর্শন।


ইসরায়েলর খচ্চরের মত উচ্ছৃঙ্খল হয়েছে। বিস্তীর্ণ প্রান্তরে যেভাবে চরানো হয় মেষশাবকদের, সেইভাবে আমি কি তাদের প্রতিপালন করব?


ইসরায়েল অলীক প্রতিমাপূজায় আসক্ত, তাদের কথা বাদ দাও।


জগদীশ্বর প্রভু নিজের দিব্য দিয়ে শপথ করেছেন, সর্বাধিপতি প্রভু পরমেশ্বর বলেছেনঃ যাকোবকুলের দম্ভ আমি ঘৃণা করি, তাদের প্রাসাদগুলিও আমার ঘৃণার বস্তু, তাদের নগর ও তার মধ্যে যা কিছু আছে সবই আমি শত্রুর হাতে সমর্পণ করব।


আমার সঙ্গে স্থাপিত সম্বন্ধের শর্ত ভঙ্গের প্রতিফলস্বরূপ আমি তোমাদের যুদ্ধবিগ্রহে উদ্ব্যস্ত করব। যখন তোমরা নগরে আশ্রয় নেবে আমি তখন তোমাদের মধ্যে মহামারীর প্রার্দুভাব ঘটাব এবং তোমরা শত্রু কবলিত হবে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন