Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




হোশেয় 10:4 - পবিএ বাইবেল CL Bible (BSI)

4 তারা অযথা কথা বলে, মিথ্যা শপথ নিয়ে চুক্তি করে, তাই সে আজ ক্ষেতে জন্মানো আগাছার মত। অন্যায় আজ ন্যায়ের স্থান দখল করেছে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

4 তারা মিথ্যা কথা বলে, নিয়ম করার সময় মিথ্যা শপথ করে; তাই মকদ্দমা ভূমির আলিস্থ বিষবৃক্ষের মত অঙ্কুরিত হয়।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

4 তারা বহু প্রতিশ্রুতি দেয়, চুক্তি করার সময় তারা মিথ্যা শপথ করে; সেই কারণে মোকদ্দমা গজিয়ে ওঠে চাষ করা জমিতে বিষাক্ত আগাছার মতো।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

4 তাহারা [অলীক] কথা বলে, নিয়ম করিবার সময় মিথ্যা শপথ করে; তাই বিচার ক্ষেত্রের আলিস্থ বিষবৃক্ষের ন্যায় অঙ্কুরিত হয়।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

4 তারা প্রতিশ্রুতি করেছে—কিন্তু তারা কেবল মিথ্যা কথাই বলছে। তারা তাদের প্রতিশ্রুতিগুলি রাখে নি! তারা অন্যান্য রাষ্ট্রের সঙ্গে চুক্তি করে। ঈশ্বর ওই চুক্তিগুলি পছন্দ করেন না। বিচারকরা যেন লাঙল দেওয়া জমিতে গজিয়ে ওঠা বিষাক্ত আগাছার মতন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

4 তারা বুদ্ধিহীন কথা বলে এবং মিথ্যে শপথ নিয়ে নিয়ম তৈরী করে। তাই বিচার বিষাক্ত আগাছার মত মাঠের হালের দাগে জন্ম নেয়।

অধ্যায় দেখুন কপি




হোশেয় 10:4
16 ক্রস রেফারেন্স  

পাহাড়ের উপরে কি ঘোড় দৌড় করা যায়? সমুদ্রবক্ষে কি কেউ বলদ দিয়ে লাঙ্গল চষে? কিন্তু তোমরা বিচারপদ্ধতিকে বিষাক্ত করে তুলেছ, ন্যায়বিচারকে করেছ কলুষিত।


তোমরা যারা বিচারকে প্রহসনে পরিণত কর ন্যায়কে কর ভূলুণ্ঠিত, (তোমরা শোন)


শপথ উচ্চারণ, মিথ্যাভাষণ, নরহত্যা, চৌর্যবৃত্তি ও ব্যাভিচারে দেশ পরিপূর্ণ। তাদের সব কিছুর মাত্র ছাড়িয়ে গেছে, অনুষ্ঠিত হয়ে চলেছে হত্যার পর হত্যাকাণ্ড।


সতর্ক দৃষ্টি রেখ যেন তোমাদের মধ্যে কেউ ঈশ্বরের অনুগ্রহ থেকে বঞ্চিত না হয়। দেখ, যেন তোমাদের মধ্যে ‘তিক্ত ও বিষাক্ত’ কোন ‘আগাছা’ উৎপন্ন হয়ে বিঘ্ন সৃষ্টি করে অনেককে কলুষিত না করে।


নির্মম, আপোষবিরোধী, অসংযমী ও নিষ্ঠুর। ভাল সব কিছুকেই তারা ঘৃণা করবে।


কুচক্রী, পিতামাতার অবাধ্য, নির্বোধ, অবিশ্বস্ত, হৃদয়হীন, নিষ্ঠুর।


কারণ আমি দেখতে পাচ্ছি, তোমার মন তিক্ততায় পূর্ণ এবং পাপের শৃঙ্খলে এখনও আবদ্ধ।


আদমের মতই তারা শর্তভঙ্গ করেছে, আমার সঙ্গে করেছে বিশ্বাসঘাতকতা।


ইসরায়েলই সর্বাধিপতি প্রভু পরমেশ্বরের দ্রাক্ষাকুঞ্জ, যিহুদীয়ার মানুষ তাঁরই রোপিত দ্রাক্ষালতা, তাদের কাছে তিনি আশা করেছিলেন ধর্মনিষ্ঠা, কিন্তু পরিবর্তে সে হল রক্তপিপাসু, তিনি তাদের কাছে আশা করেছিলেন ন্যায়সঙ্গত কাজ, কিন্তু ঐ শোন নিপীড়িতের ক্রন্দন ধ্বনি।


তোমাদের মধ্যে কোন পুরুষ কিম্বা কোন নারী, কোন পরিবার কিম্বা গোষ্ঠী যদি থাকে, যাদের চিত্ত আমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের প্রতি বিমুখ হয়ে ঐ সমস্ত জাতির দেবতাদের পূজা করার জন্য উৎসুক হয়ে থাকে, যদি এই রকম তিক্ত ও বিষবৃক্ষের মূল তোমাদের মধ্যে থেকে থাকে,


প্রভু পরমেশ্বর তখন মোশিকে বললেন, তোমার পূর্ব পুরুষদের সঙ্গে তুমিও শীঘ্রই সমাহিত হবে এবং এই লোকেরা যে দেশ অধিকার করতে যাচ্ছে সেখানে গিয়ে তারা যখন ভিন্ন জাতির মানুষের সঙ্গে বসবাস করবে তখন তারা আমাকে পরিত্যাগ করে সেই দেশের দেবতাদের উপাসনা করবে এবং তাদের সঙ্গে আমার স্থাপিত সম্বন্ধের চুক্তি ভঙ্গ করবে।


তখন তাদের বিরুদ্ধে আমার ক্রোধ প্রজ্বলিত হবে, আমি তাদের পরিত্যাগ করব, তাদের প্রতি আমি বিমুখ হব। ঘোর বিপর্যয়, বহুবিধ অমঙ্গল ও সঙ্কটের সম্মুখীন হবে তারা। সেদিন তারা বুঝতে পারবে, তাদের জীবনে যেসব অমঙ্গল ঘটছে তার কারণ, ঈশ্বর তাদের প্রতি বিমুখ হয়েছেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন