Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




হোশেয় 10:10 - পবিএ বাইবেল CL Bible (BSI)

10 এই পাপাচারীদের আমি আক্রমণ করব, দণ্ডদান করব তাদের। জাতিবৃন্দ তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে, শাস্তি দেওয়া হবে তাদের বহুতর পাপের জন্য।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

10 আমি যখন ইচ্ছা, তাদের শাস্তি দেব; আর তারা যখন তাদের দু’টি অপরাধরূপ জোয়ালিতে আবদ্ধ রয়েছে, তখন তাদের বিপক্ষে জাতিদের সংগৃহীত হবে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

10 আমার যখন ইচ্ছা হবে, আমি তাদের শাস্তি দেব; তাদের দ্বিগুণ পাপের জন্য তাদের বেঁধে ফেলতে। জাতিসমূহ তাদের বিরুদ্ধে একত্র হবে,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

10 আমি যখন ইচ্ছা, তাহাদিগকে শাস্তি দিব; আর তাহারা যখন তাহাদের দুইটী অপরাধরূপ যোঁয়ালিতে বদ্ধ রহিয়াছে, তখন তাহাদের বিপক্ষে জাতিগণ সংগৃহীত হইবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

10 আমি তাদের শাস্তি দিতে আসবো। সৈন্যরা একত্রিত হয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসবে। তারা ইস্রায়েলকে তাদের উভয় পাপের জন্যে শাস্তি দেবে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

10 যখন আমি এটির বাসনা করি, আমি তাদের শাস্তি দেব। জাতিরা তাদের বিরুদ্ধে একসঙ্গে জড়ো হবে এবং তাদের একসঙ্গে বন্দী করবে তাদের দুইটি পাপের জন্য।

অধ্যায় দেখুন কপি




হোশেয় 10:10
20 ক্রস রেফারেন্স  

তখন তোমরা বুঝতে পারবে কী দুর্দমনীয় আমার ক্রোধ। যতক্ষণ না এ ক্রোধ পরিতৃপ্ত হয়, ততক্ষণ এর প্রচণ্ডতা প্রশমিত হবে না। এসব যখন ঘটবে তখনই বুঝবে যে, আমি, প্রভু পরমেশ্বরই এ সম্বন্ধে বলেছিলাম কারণ তোমাদের অবিশ্বস্ততা আমাকে ভয়ঙ্কর ক্রুদ্ধ করেছিল।


প্রজারা যেমন, তাদের পুরোহিতেরাও হবে তেমনই, আমি তাদের আচরণ অনুযায়ী প্রত্যেককে দণ্ড দেব, তাদের ধর্ম অনুযায়ী দেব প্রতিফল।


প্রভু পরমেশ্বর বলেন, আমি জেলেদের ডেকে পাঠাব, তারা এসে এইসব লোকদের ধরবে। তারপর আমি ডেকে পাঠাব শিকারীদের। তারা এসে প্রতিটি পাহাড়-পর্বত এবং পর্বতগুহা থেকে তাদের টেনে বার করবে।


এ কথা শুনে রাজা ক্রুদ্ধ হলেন এবং তাঁর সৈন্যদল পাঠিয়ে হত্যাকারীদের বধ করে তাদের নগর জ্বালিয়ে দিলেন।


পণের বিনিময়ে বিভিন্ন জাতির মধ্য থেকে তারা মিত্র জোগাড় করলেও এবার আমি তাদের একত্র করব এবং শাস্তি দেব তাদের। শীঘ্রই তারা যন্ত্রণায় শ্বাস টানবে আসিরিয়ার রাজা যখন তাদের নির্মম নিপীড়নে জর্জরিত করবে।


প্রভু পরমেশ্বর বলেন, সতর্কতার সঙ্কেতধ্বনি কর, আমার দেশের উপর শত্রু শকুনের মত উড়ছে, কারণ আমার প্রজারা আমার সঙ্গে সম্বন্ধের শর্ত ভঙ্গ করেছে, অমান্য করেছে আমার বিধান।


সর্বাধিপতি প্রভু বলেন এই কথা, নিয়ে এস একদল লুঠেরাকে। তারা এসে তাদের মনে সন্ত্রাস ও আতঙ্ক সৃষ্টি করুক। লুঠপাট করে নিয়ে যাক সব।


তাই আমি তার বহুকাঙ্ক্ষিতদের হাতেই তুলে দিয়েছিলাম।


তারপরই আমার ক্রোধ প্রশমিত হবে। আমি সেইদিন হব শান্ত। আর আমি ক্রুদ্ধ হব না, ঈর্ষান্বিত হব না কখনও।


এই জন্য আমি তোমার পূর্ব প্রণয়ীদের —যাদের তুমি ভালবাসতে এবং যাদের তুমি ঘৃণা করতে—সকলকে একত্র করে নিয়ে আসব। তারা তোমাকে ঘিরে থাকবে, আর তখনই আমি তোমার বস্ত্র হরণ করব, সবার সামনে প্রকাশ করে দেব তোমার নগ্নতা।


সিদিকিয়ের উদ্দেশ্যে বলেছেন, সিদিকিয়, আমি তোমার সৈন্যবাহিনীকে পরাজিত করব, যারা ব্যাবিলনের রাজা ও তার সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধ করছে। নগরীর কেন্দ্রভূমিতে তোমার সৈন্যদের সমস্ত অস্ত্র-শস্ত্র স্তূপাকার করব।


তেমরা আমাকে প্রত্যাখ্যান করেছ, মুখ ফিরিয়েছ আমার দিক থেকে। সেই হেতু আমি বিস্তার করেছি বাহু, তোমাদের দুমড়ে মুচড়ে পিষে ফেলেছি, কারণ ক্রোধ সংবরণ করতে করতে আমি ধৈর্য হারিয়েছি।


তাই, এখন শোন, সর্বাধিপতি প্রভু পরমেশ্বর, ইসরায়েলের আরাধ্য পরাক্রমশালী ঈশ্বর কি বলছেনঃ আমি তোমাদের উপরে প্রতিশোধ নেব! তোমরা শত্রুরা, আমার উপর আর কোন উপদ্রব করতে পারবে না।


প্রভু যেমন তোমাদের প্রতি প্রসন্ন হয়ে তোমাদের লোকসংখ্যা বৃদ্ধি করেছিলেন ও তোমাদের সমৃদ্ধি দান করেছিলেন, ঠিক তেমনি ভাবেই তিনি তোমাদের ধ্বংস ও উচ্ছেদ সাধন করে প্রীতিলাভ করবেন। যে দেশ তোমরা এখন দখল করতে যাচ্ছ, সেখান থেকে তখন তোমরা সমূলে উচ্ছিন্ন হবে।


প্রভু পরমেশ্বর বলেন, ইসরায়েলকুল গিবিয়াতে আমার বিরুদ্ধে যা পাপাচরণ শুরু করেছিল, আজও তা ক্ষান্ত হয়নি। অতএব গিবিয়ার যুদ্ধেই তারা পরাস্ত হবে।


এইসব কথা ভেবে যারবিয়াম সোনার দুটি বাছুর তৈরী করালেন এবং তাঁর প্রজাদের বললেন, জেরুশালেমে উপাসনা করতে যাওয়া তোমাদের পক্ষে কষ্টসাধ্য। তাই হে ইসরায়েল, এই দেখ তোমাদের দেবতাদ্বয়। এঁরাই তোমাদের মিশর দেশ থেকে উদ্ধার করে এনেছিলেন।


তাকে কি তুমি জোয়ালে বেঁধে চাষে লাগাতে পার? তোমার জমিতে সে কি মই দিতে পারবে?


তাদের উড়িয়ে নিয়ে যাবে এক প্রচণ্ড ঝড়, তখনই তাদের যাগযজ্ঞের জন্য লজ্জিত হবে তারা।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন