Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




হিতোপ 9:6 - পবিএ বাইবেল CL Bible (BSI)

6 নির্বোধের সংসর্গ পরিহার কর, তাহলে বাঁচবে, সুবিবেচনার পথে চল।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

6 অবোধদের সঙ্গ ছেড়ে জীবন ধারণ কর, সুবিবেচনার পথে চরণ চালাও।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

6 তোমাদের অনভিজ্ঞতার পথ পরিত্যাগ করো ও তোমরা বেঁচে যাবে; দূরদর্শিতার পথে চলো।”

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

6 অবোধদের সঙ্গ ছাড়িয়া জীবন ধারণ কর, সুবিবেচনার পথে চরণ চালাও।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

6 তোমাদের নির্বোধের পথ ত্যাগ কর, শুধুমাত্র তাহলেই তোমরা জীবন পাবে। বোধের পথকে অনুসরণ কর।”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

6 নির্বোধদের সঙ্গ ছেড়ে জীবন ধারণ কর, সুবিবেচনার পথে চলো।

অধ্যায় দেখুন কপি




হিতোপ 9:6
17 ক্রস রেফারেন্স  

সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ।


আমি তোমাকে প্রজ্ঞার পথ দেখাই, পরিচালনা করি ন্যায়ের পথে।


বললেন, সঙ্কীর্ণ দ্বার দিয়েই প্রবেশ করতে প্রাণপণে চেষ্টা কর। তোমাদের আমি বলে দিচ্ছি, অনেকেই প্রবেশ করতে চেষ্টা করবে কিন্তু পারবে না।


সুতরাং ওদের মধ্যে থেকে বেরিয়ে এস, পৃথক হও তোমরা ওদের কাছ থেকে, এড়িয়ে চল অশুচিত সংস্পর্শ। তাহলে আমি আপন করে নেব তোমাদের, একথা বলেছেন প্রভু পরমেশ্বর।


এর পরে আমি স্বর্গ থেকে আর এক বাণীশুনলাম: “হে আমার প্রজাবৃন্দ, ওর মধ্যে থেকে বেরিয়ে এস তোমরা, তাহলে ওর পাপের অংশীদার তোমরা হবে না, তোমাদের উপরে বর্তাবে নাতার দণ্ডের ভাগ।


তিনি আরও বিভিন্নভাবে নিজের বক্তব্য তাদের সামনে উপস্থাপিত করলেন এবং আবেদন জানিয়ে বললেন, এ যুগের দুর্জনদের হাত থেকে নিজেদর রক্ষা কর।


আমিই তোমার আয়ু বৃদ্ধি করি, বাড়িয়ে দিই তোমার জীবনের দিনগুলি।


যে আমাকে পায় সে জীবন লাভ করে পায় প্রভু পরমেশ্বরের অনুগ্রহ।


দুরাচারী দল, দূর হও আমার কাছ থেকে, আমি পালন করব আমার ঈশ্বরের সকল নির্দেশ।


শোন হে কন্যা, আমার কথা শোন, ভুলে যাও তোমার স্বজাতি ও পিতৃকুলের কথা।


সংশোধন যে মানে সে জীবনের পথে চলে, কিন্তু যে অনুযোগ অগ্রাহ্য করে সে হয় বিপথগামী।


বৎস, শোন বুদ্ধিপূর্বক চল সুনির্দিষ্ট করো তোমার জীবনের লক্ষ্য।


তখন তারা আমার বিধি-বিধান মেনে চলবে এবং বিশ্বস্তভাবে পালন করবে আমার সমস্ত অনুশাসন। তারা হবে আমার প্রজা এবং আমি হব তাদের ঈশ্বর।


আমার দাস দাউদের মত একজন রাজা হবে তাদের রাজা। একজন রাজার অধীনে তারা ঐক্যবদ্ধ থাকবে এবং একনিষ্ঠভাবে আমার অনুশাসন মেনে চলবে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন