Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




হিতোপ 9:3 - পবিএ বাইবেল CL Bible (BSI)

3 নগরকেন্দ্রে ঘোষণা করার জন্য সে তার দাসীদের পাঠিয়েছে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

3 সে তার বাঁদীদেরকে পাঠিয়েছে, সে নগরের উচ্চতম স্থান থেকে ডেকে বলে,

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

3 সে তার দাসীদের বাইরে পাঠিয়ে দিয়েছে, ও নগরের সবচেয়ে উঁচু জায়গা থেকে ডাক দিয়ে বলেছে,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

3 সে আপন দাসীদিগকে পাঠাইয়াছে, সে নগরের উচ্চতম স্থান হইতে ডাকিয়া বলে,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

3 তারপর সে তার ভৃত্যদের নগরে পাঠাল নগরবাসীদের পর্বতের চূড়ায় তার সঙ্গে ভোজসভায় যোগদান করার আমন্ত্রণ জানাতে। সে বলল,

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

3 সে নিজের দাসীদেরকে পাঠিয়েছে, সে নগরের সবচেয়ে উঁচু জায়গা থেকে ডেকে বলে,

অধ্যায় দেখুন কপি




হিতোপ 9:3
14 ক্রস রেফারেন্স  

সে তার ঘরের দরজায় বসে থাকে, নগরকেন্দ্রে গিয়ে আসন পাতে।


ঈশ্বরের নির্দেশে সুবিশাল নারীবাহিনী সেই বার্তা করেছিল ঘোষণা:


আবার প্রচারের জন্য কাউকে যদি পাঠানো না হয় তাহলে কি করেই বা প্রচার হবে? যারা সুসমাচারের বাণী বয়ে আনে তাদের পদধ্বনি কত না মধুর।


যীশু বললেন, আমি সারা জগতের সামনে প্রকাশ্যে শিক্ষা দিয়েছি, মন্দিরে এবং সমাজভবনে যেখানে ইহুদীরা সমবেত হয় সেইখানেই আমি শিক্ষা দিয়েছি। গোপনে কিছুই বলিনি।


উৎসবের শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনটিতে যীশু সবার সামনে দাঁড়িয়ে উচ্চকন্ঠে বললেন, যদি কেউ তৃষ্ণার্ত হয় সে আমার কাছে এসে পান করুক।


ভোজের সময় হলে তিনি তাঁর ভৃত্য মারফৎ নিমন্ত্রিতদের কাছে বলে পাঠালেন, ‘আসুন সবই তৈরী।’


এই জন্য ঈশ্বর তাঁর প্রজ্ঞা দ্বারা ব্যক্ত করেছেন, আমি তাদের কাছে নবী ও প্রেরিত পুরুষদের পাঠাব। এঁদের মধ্যে কাউকে তারা করবে হত্যা, কাউকে করবে নির্যাতন।


এখন তোমরা রাজপথের মোড়ে মোড়ে গিয়ে যত লোককে দেখতে পাও তাদের সকলকে বিবাহ-ভোজে ডেকে নিয়ে এস।’


নির্বোধেরা এখানে এস, মূঢ়মতিকে সে বলে:


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন