Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




হিতোপ 8:1 - পবিএ বাইবেল CL Bible (BSI)

1 শোন, প্রজ্ঞার আহ্বান, শোন সুবুদ্ধির সোচ্চার ঘোষণা।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

1 প্রজ্ঞা কি ডাকে না? বুদ্ধি কি উচ্চৈঃস্বর করে না?

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

1 প্রজ্ঞা কি ডাক দেয় না? বিচক্ষণতা কি তার সুর চড়ায় না?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

1 প্রজ্ঞা কি ডাকে না? বুদ্ধি কি উচ্চৈঃস্বর করে না?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

1 শোন! প্রজ্ঞা কি তোমাকে ডাকছে? হ্যাঁ, বোধ তোমাকে ডাকছে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

1 প্রজ্ঞা কি ডাকে না? বুদ্ধি কি চিত্কার করে না?

অধ্যায় দেখুন কপি




হিতোপ 8:1
17 ক্রস রেফারেন্স  

উৎসবের শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনটিতে যীশু সবার সামনে দাঁড়িয়ে উচ্চকন্ঠে বললেন, যদি কেউ তৃষ্ণার্ত হয় সে আমার কাছে এসে পান করুক।


এবং জেরুশালেম থেকে আরম্ভ করে সমস্ত জাতির কাছে তাঁর নাম প্রচারিত হবে। তার ফলে মানুষ ঈশ্বরের পথে ফিরে আসবে ও পাপের ক্ষমা লাভ করবে।


এই যোহন সম্বন্ধেই নবী। যিশাইয় বলেছিলেনঃ মরুপ্রান্তরে ধ্বনিত হচ্ছে একটি কন্ঠস্বর, সে ঘোষণা করছে, তোমরা প্রস্তুত কর প্রভুর জন্য রাজপথ, সুগম কর তাঁর আগমনের সরণি।


কিন্তু পবিত্র আত্মা যখন তেআমাদের উপরে অধিষ্ঠান করবেন, তখন তোমরা শক্তিলাভ করবে। জেরুশালেম, সমগ্র যিহুদীয়া ও শমরিয়া দেশ তথা পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত তোমরা আমার কথা প্রচার করবে।


প্রথমে সমস্ত জাতির কাছে সুসমাচার প্রচারিত হবে।


তিনি আমাকে বললেন, ‘চলে যাও, কারণ আমি তোমাকে অনেক দূরে, অইহুদীদের কাছে পাঠাব।’


তখন থেকেই যীশু এই বাণী প্রচার করতে লাগলেন, তোমরা অনুতাপ কর, ফিরে এস। ঐশরাজ্য সমাগত।


কিন্তু জাতি নির্বিশেষে যারা ঈশ্বরের আহ্বান পেয়েছে, তাদের কাছে খ্রীষ্ট ঈশ্বরের পরাক্রম এবং ঈশ্বরের প্রজ্ঞা।


বৎস, তুমি যদি আমার কথা মান, যদি আমার সব নির্দেশ অন্তরে গেঁথে রাখ,


বৎস, আমার শিক্ষা ভুলো না, মনে রেখ আমার সমস্ত নির্দেশ।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন