Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




হিতোপ 7:6 - পবিএ বাইবেল CL Bible (BSI)

6 বাইরে তাকিয়েছিলাম আমি আমার ঘরের জানালা দিয়ে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

6 আমি তোমার বাড়ির জানালা থেকে জালির মধ্য দিয়ে নিরীক্ষণ করছিলাম;

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

6 আমার বাড়ির জানালায় জাফরি দিয়ে আমি নিচের দিকে তাকালাম।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

6 আমি আপন গৃহের বাতায়ন হইতে খড়খড়ি দিয়া নিরীক্ষণ করিতেছিলাম;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

6 এক দিন আমি আমার জানালার বাইরে বহু নির্বোধ যুবককে দেখতে পেলাম।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

6 আমি নিজের ঘরের জানালা থেকে জালি দিয়ে দেখছিলাম;

অধ্যায় দেখুন কপি




হিতোপ 7:6
5 ক্রস রেফারেন্স  

সিসেরা-জননী পথ চেয়ে বসেছিলেন বাতায়নে, চিৎকার করে উঠলেন তিনি, তার রথ ফিরতে দেরী করছে কেন? তার অশ্বের গতি কেন এত ধীর?


এইভাবে সেখানে অনেকদিন কাটলো। ফিলিস্তিনীদের রাজা অবিমেলক একদিন বাতায়নপথে ইস্‌হাক ও তাঁর স্ত্রী রেবেকার দাম্পত্যক্রীড়া দেখতে পেলেন।


শহরের মধ্যে চুক্তিসিন্দুক আনার সময় শৌলের কন্যা মীখল জানালা দিয়ে দেখলেন, রাজা দাউদ ভক্তির আবেগে ঘুরে ঘুরে লাফিয়ে লাফিয়ে নাচছেন। দেখে, মীখলের মনে তাঁর প্রতি ঘৃণা জাগল।


তাহলে তুমি পরস্ত্রীর প্রতি আসক্তি থেকে, অসতী নারীর চটুল কথার ফাঁদ থেকে রক্ষা পাবে।


বনহরিণের মত, তরুণ মৃগের মত ক্ষিপ্রচরণ আমার দয়িত। ঐ দেখ, তরুণ মৃগের মত তিনি এসে দাঁড়িয়েছেন আমার দেওয়ালের পাশে। বাতায়ন পথে, জাফরির ফাঁক দিয়ে দেখছেন তিনি।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন