Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




হিতোপ 7:5 - পবিএ বাইবেল CL Bible (BSI)

5 তাহলে তুমি পরস্ত্রীর প্রতি আসক্তি থেকে, অসতী নারীর চটুল কথার ফাঁদ থেকে রক্ষা পাবে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

5 তাতে তুমি পরকীয়া স্ত্রী থেকে রক্ষা পাবে, চাটুভাষিণী বিজাতীয়া থেকে রক্ষা পাবে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

5 তারা তোমাকে ব্যভিচারিণীর কাছ থেকে, ও সম্মোহনী কথা বলা স্বৈরিণী নারীর কাছ থেকেও দূরে সরিয়ে রাখবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

5 তাহাতে তুমি পরকীয়া স্ত্রী হইতে রক্ষা পাইবে, চাটুভাষিণী বিজাতীয়া হইতে রক্ষা পাইবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

5 তাহলে প্রজ্ঞা এবং বোধ তোমাকে “পরস্ত্রী” থেকে রক্ষা করবে। প্রজ্ঞা তোমাকে সেই ব্যভিচারিণীর হাত থেকেও রক্ষা করবে যে মধুর বাক্য বলে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

5 তাতে তুমি পরস্ত্রী থেকে রক্ষা পাবে, ব্যাভিচারিনীর স্বছন্দ শব্দ থেকে রক্ষা পাবে।

অধ্যায় দেখুন কপি




হিতোপ 7:5
8 ক্রস রেফারেন্স  

এ জ্ঞান তোমাকে অসতী নারীর কবল থেকে, স্বৈরিণীর মিষ্ট কথার ফাঁদে থেকে রক্ষা করবে,


সেই শিক্ষা তোমাকে দুষ্টা রমণীর হাত থেকে, স্বৈরিণীর মিষ্ট কথার ফাঁদ থেকে রক্ষা করবে।


অসতী নারীর মুখে মধু ঝরে, তার চুম্বন তেলের চেয়ে মসৃণ,


বৎস, অসতী নারীর প্রতি তোমার কেন মোহ থাকবে? কেন আলিঙ্গন করবে স্বৈরিণীর বক্ষ?


প্রজ্ঞাকে ভগিনীর মত আপন করে নিও সুবিবেচনাকে করে নিও অন্তরঙ্গ বন্ধু।


বাইরে তাকিয়েছিলাম আমি আমার ঘরের জানালা দিয়ে।


ব্যভিচারিণী নারীর মুখ যেন গভীর খাদ, প্রভু যার প্রতি রুষ্ট সে সেই খাদে পড়বে।


এমনি করেই ছলনাভরা মধুর কথায় সে তার মন ভুলাল, চটুল কথার ফুলঝুরিতে বশ করল তাকে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন