Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




হিতোপ 7:26 - পবিএ বাইবেল CL Bible (BSI)

26 কেননা অনেকেই তার শিকার হয়েছে, বহুলোকের মরণ ঘটেছে তার হাতে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

26 কেননা সে অনেককে আঘাত করে নিপাত করেছে, তার নিহত লোকেরা একটি বড় দল।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

26 অনেকেই তার আঘাতের শিকার হয়েছে; তার দ্বারা নিহত লোকের সংখ্যা প্রচুর।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

26 কেননা সে অনেককে আঘাত করিয়া নিপাত করিয়াছে, তাহার নিহত লোকেরা বৃহৎ দল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

26 সে অগুনতি মানুষের পতন ঘটিয়েছে। সে অসংখ্য মানুষকে ধ্বংস করেছে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

26 কারণ সে অনেককে আঘাত করে মেরে ফেলেছে, তারা গণনা করতে পারবে না।

অধ্যায় দেখুন কপি




হিতোপ 7:26
14 ক্রস রেফারেন্স  

এই রকম বিবাহের দরুণই ইসরায়েলের রাজা শলোমন কি পাপ করেননি? বহু জাতির মধ্যেও তাঁর তুল্য রাজা ছিল না। তিনি তাঁর ঈশ্বরের প্রীতির পাত্র ছিলেন, সমগ্র ইসরায়েলের উপর ঈশ্বর তাঁকে রাজা করেছিলেন, তবু তিনিও বিদেশিনী নারীর দ্বারা পাপে প্রলুব্ধ হয়েছিলেন।


প্রিয় বন্ধুগণ, এ জগতে তোমরা নিজেদের পরবাসে ভিন্‌দেশী মনে করে আত্মহানিকর জৈব কামনা-বাসনা থেকে দূরে থাক।


তাঁদের কিছু লোক ব্যভিচার করার ফলে একদিনে তেইশ হাজার লোক নিহত হল, আমরা যেন তেমন আচরণে প্রবৃত্ত না হই।


প্রহার ও অপমানই হবে তার প্রাপ্য, তার কলঙ্ক কখনও ঘুচাবে না।


অবনের হিব্রোণে এলে যোয়াব তাঁকে নগরদ্বার দিয়ে শহরের ভিতরে নিয়ে গেলেন এবং গোপন কথা বলার ছলে একধারে নিয়ে গিয়ে তাঁর পেটে ছুরি চালিয়ে হত্যা করলেন। এইভাবে যোয়াব-তাঁর ভাই অসাহেলের হত্যার প্রতিশোধ নিলেন।


ফিলিস্তিনীরা এসে তাঁকে বন্দী করে তাঁর চোখ দুটি উপড়ে ফেলল। তারপর তাঁকে গাজাতে নিয়ে গিয়ে পিতলের শেকলে বেঁধে রাখল। কারাগারে জাঁতা পেষাই করা কাজে তাঁকে নিযুক্ত করা হল।


ভয় হচ্ছে, আমি যখন আবার তোমাদের কাছে যাব, তখন ঈশ্বর হয়তো তোমাদের সামনে আমাকে অপদস্থ করবেন। যারা পাপ করেছে অথচ তারা তাদের ঘৃণ্য কার্যকলাপ, লাম্পট্য ও ভ্রষ্টাচারের জন্য অনুতপ্ত নয়, এমন অনেকের জন্যই আমাকে দুঃখ পেতে হবে।


যারা তার ঘরে যায় তারা জানে না, তার ঘরই পাতালপুরীর দ্বার, মৃত্যু সেখানে সুনিশ্চিত।


তার ঘরই হল পাতালপুরীর দ্বার, মৃত্যু সেখানে সুনিশ্চিত।


তার আবাস মৃত্যুর গহ্বর, সে পথে যারা যায়, প্রেতলোকই হয় তাদের ঠিকানা।


এরা দস্যুর মত ওৎ পেতে থাকে, অনেক লোককে এরা ফাঁদে ফেলে অবিশ্বস্ত করে তোলে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন