Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




হিতোপ 7:25 - পবিএ বাইবেল CL Bible (BSI)

25 তোমার মন যেন ও পথে না যায়, ভুল করেও ঐ স্বৈরিণীর পথে তুমি যেও না।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

25 তোমার অন্তর ওর পথে না যাক, তুমি ওর পথে ভ্রমণ করো না।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

25 তোমাদের হৃদয় যেন সেই মহিলার পথের দিকে না ফেরে বা পথভ্রষ্ট হয়ে তার পথে চলে না যায়।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

25 তোমার চিত্ত উহার পথে না যাউক, তুমি উহার মার্গে ভ্রমণ করিও না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

25 কোন পাপীয়সী রমণীর মোহজালে আবদ্ধ হয়ো না। তার পথ অনুসরণ কোরো না।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

25 তোমার মন ওর পথে না যাক, তুমি ওর পথে যেও না।

অধ্যায় দেখুন কপি




হিতোপ 7:25
10 ক্রস রেফারেন্স  

তুমি সেই নারীর কাছ থেকে দূরে থেক, তার বাড়ির দরজায় কখনও যেও না।


আমরা হয়েছিলাম পথভ্রান্ত হারানো মেষের মত, নিজেরাই বেছে নিয়েছিলাম নিজেদের পথ। কিন্তু প্রভু পরমেশ্বর আমদের সমস্ত অপরাধের দায় তুলে দিলেন তাঁর উপরে।


তুমি মনে মনে তার রূপের লালসা করো না, তার কটাক্ষের ফাঁদে ধরা দিও না।


কিন্তু আমি তোমাদের বলছি, কোন নারীর দিকে কেউ যদি কুদৃষ্টি দেয় তাহলে সে তখনই মনে মনে তার সঙ্গে ব্যভিচার করে।


আত্মসংযমের অভাবে তার মৃত্যু হবে, অজ্ঞতার বাহুল্যবশতঃই সে হবে অবলুপ্ত।


যদিও আমি পথভ্রান্ত এক মেষের মত, এস, প্রভু, কর অন্বেষণ তোমার দাসের, আমি তো ভুলিনি তোমার আদেশ।


কেননা অনেকেই তার শিকার হয়েছে, বহুলোকের মরণ ঘটেছে তার হাতে।


পথ দিয়ে যে ব্যস্ত পথিকেরা চলে যায় তাদের সে ডেকে বলে:


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন