Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




হিতোপ 7:24 - পবিএ বাইবেল CL Bible (BSI)

24 বৎসেরা, আমার কথা শোন, আমার উপদেশে কান দাও।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

24 এখন বৎসরা, আমার কথা শোন, আমার মুখের কথায় মনযোগ দাও।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

24 তবে এখন, হে আমার বাছারা, আমার কথা শোনো; আমি যা বলি তাতে মনোযোগ দাও।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

24 এখন বৎসগণ, আমার বাক্য শুন, আমার মুখের কথায় অবধান কর।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

24 প্রিয় পুত্রগণ, আমার কথা শোন। আমার কথাগুলো মন দিয়ে শোন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

24 এখন আমার পুত্ররা, আমার কথা শোন, আমার মুখের কথায় মন দাও।

অধ্যায় দেখুন কপি




হিতোপ 7:24
8 ক্রস রেফারেন্স  

অতএব বৎসেরা, আমার কথা শোন, আমার মুখ নিঃসৃত প্রবচনগুলি অগ্রাহ্য করো না


বৎসেরা, পিতার উপদেশ শোন, সুবুদ্ধি লাভের জন্য মনোনিবেশ কর।


প্রিয় বৎসগণ, এ সব কথা আমি তোমাদের লিখছি যেন তোমরা পাপ না কর। কেউ যদি পাপ করে তাহলে পিতার কাছে আমাদের জন্য অনুরোধ করার একজন আছেন, তিনি ধর্মময় যীশু খ্রীষ্ট।


আমার বৎসগণ, খ্রীষ্ট যতদিন না তোমাদের মধ্যে মূর্ত হয়ে ওঠেন, ততদিন আমি তোমাদের নিয়ে প্রসববেদনাতুরা জননীর মতই কষ্ট পাচ্ছি।


জীবনকে উপভোগ করতে তোমরা কে চাও? সুখের জন্য কে চাও দীর্ঘ আয়ু?


বুদ্ধিমান পুত্র পিতার শাসন মানে, কিন্তু উদ্ধত সন্তান তিরস্কার গ্রাহ্য করে না।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন