Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




হিতোপ 7:16 - পবিএ বাইবেল CL Bible (BSI)

16 মিশর থেকে আনা বিচিত্র রঙীন চাদর আমি পেয়েছি শয্যায়।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

16 আমি পালঙ্কে বুটিদার চাদর পেতেছি, মিসরীয় সুতার চিত্রবিচিত্র চাদর পেতেছি।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

16 আমার বিছানায় আমি মিশর থেকে আনা রঙিন মসিনার চাদর পেতেছি।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

16 আমি খাটে বুটাদার চাদর পাড়িয়াছি, মিস্রীয় সূত্রের চিত্রবিচিত্র বস্ত্র পাড়িয়াছি।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

16 আমি আমার শয্যায় নতুন চাদর পেতেছি। মিশরীয় সেই সূতীর বিছানার চাদরগুলি খুব সুন্দর।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

16 আমি খাটে বুটাদার চাদর পেতেছি, মিশরের সূতোর্ চিত্রবিচিত্র পর্দার কাপড় লাগিয়েছি।

অধ্যায় দেখুন কপি




হিতোপ 7:16
8 ক্রস রেফারেন্স  

যারা সূতির কাপড় বোনে, তারা হতাশাগ্রস্ত হবে।


মিশরের সূচীশিল্পে শোভিত রেশমী বস্ত্রে তৈরী করেছে তোমার পাল, বহুদূর থেকে চেনা যায় সহজেই। তোমার আচ্ছাদন রচিত হয়েছে সাইপ্রাস দ্বীপের সূক্ষ্ম বেগুনী কাপড়ে।


দেখ, যদি সে তার দুষ্কর্মের জন্য অনুতাপ না করে তাহলে আমি তাকে নিদারুণ যন্ত্রণায় শয্যাশায়ী করব এবং যারা তার সঙ্গে ব্যভিচারে রত তাদেরও মহাসঙ্কটে ফেলব যদি তারা অনুতপ্ত হয়ে তার সংসর্গ ত্যাগ না করে।


ওগো প্রিয় মোর, তুমিও যে সুন্দর রূপবান তুমি, তুমি কত মনোহর, আমার আনন্দ তুমি! শ্যামল তৃণশায্যা মোদের বাসক শয়ন,


সে নিজের জন্য তৈরী করে ওড়না সূক্ষ্ম রেশমীবসন সে পরে।


রাজার বাণিজ্য বিভাগের কর্মচারীরা মুসরী ও সাইলিসিয়া থেকে আমদানী করে ঘোড়া এবং


তাই তোমার খোঁজে পথে বেরিয়েছি, অনেক খুঁজে পেলাম তোমার সন্ধান।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন