Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




হিতোপ 6:6 - পবিএ বাইবেল CL Bible (BSI)

6 হে অলস, তুমি পিপীলিকাকে লক্ষ্য কর, তার কার্যকলাপ দেখে জ্ঞান অর্জন কর।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

6 হে অলস, তুমি পিপীলিকার কাছে যাও, তার সমস্ত কাজ দেখে জ্ঞানবান হও।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

6 হে অলস, তুমি পিঁপড়েদের কাছে যাও; তাদের চালচলন বিবেচনা করো ও জ্ঞানবান হও!

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

6 হে অলস, তুমি পিপীলিকার কাছে যাও, তাহার ক্রিয়া সকল দেখিয়া জ্ঞানবান হও।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

6 অলস মানুষ, তোমাদের পিঁপড়েদের মতো হওয়া উচিৎ‌। দেখো, পিঁপড়েরা কি করে। পিঁপড়েদের কাছ থেকে শেখো এবং জ্ঞানী হও।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

6 হে অলস, তুমি পিপড়ের দিকে তাকাও, তার কাজ সব দেখে জ্ঞানবান হও।

অধ্যায় দেখুন কপি




হিতোপ 6:6
24 ক্রস রেফারেন্স  

যে অলস যথাসময়ে জমি চাষ করে না, ফসলের মরশুমে সে পায় না কিছুই।


অলস ব্যক্তি ধ্বংসকারীদের সমগোত্র।


হে অলস, আর কতকাল শুয়ে থাকবে? কখন তোমার ঘুম ভাঙ্গবে?


তোমরা শিথিল হয়ো না, বরং যাঁরা বিশ্বাস ও ধৈর্য অবলম্বন করে প্রতিশ্রুত আশীর্বাদ লাভ করেছেন তাঁদের আদর্শ অনুকরণ কর।


অলসের প্রাণে অনেক বাসনা কিন্তু সে কিছুই পায় না, কিন্তু পরিশ্রমীদের মনোবাঞ্ছা পূর্ণ হয়।


কিন্তু তার মনিব তাকে বললেন, ‘ওরে অলস, দুষ্ট দাস! তুই যদি জানতিস যে আমি যেখানে বীজ বপন করিনি সেখানেও ফসল কাটি এবং কোন বীজ না ছড়িয়েও ফসল সংগ্রহ করি,


যেমন পিঁপড়ে, তারা ক্ষুদ্র ও দুর্বল হলেও গ্রীষ্মকালে খাদ্য সঞ্চয় করে রাখে।


তোমাদের উৎসাহে ভাঁটা না পড়ুক। উদ্দীপ্ত অন্তরে প্রভুর সেবায় রত থাক।


শ্রমবিমুখ অলস ব্যক্তি নিজের ধ্বংস ডেকে আনে।


আলস্য গভীর নিদ্রায় আচ্ছন্ন করে, এবং কর্মবিমুখ ব্যক্তি হবে ক্ষুধায় ক্লিষ্ট।


অলস অজুহাত দিয়ে বলে,'বাইরের সিংহ ওৎ পেতে রয়েছে, পথে বার হলেই আমি মারা পড়ব।’


দাঁতের পক্ষে যেমন টক ও চোখের পক্ষে ধোঁয়া যেমন অস্বত্বিকর, নিয়োগকারীর পক্ষে অলস কর্মীও তেমনি।


কোন কোন লোক এত অলস যে ভাত মেখে মুখে তুলতেও তার ক্লান্তি।


আকাশের পাখিদের দিকে তাকাও, তারা বোনেও না, কাটেও না, গোলায় ফসলও তোলে না তবুও তোমাদের স্বর্গস্থ পিতা তাদের আহার যোগান। তাদের চেয়ে তোমাদের গুরুত্ব কি বেশী নয়?


অলসের পথ কন্টাককীর্ণ কিন্তু সজ্জনের পথ সরল ও অবাধ।


উড়ন্ত পাখির চোখের সামনে পাতা ফাঁদ ব্যর্থ হয়,


পশুপাল তাদের মনিবকে চেনে, গর্দভেরা জানে কোথায় তাদের মনিব তাদের চরাতে নিয়ে যান। কিন্তু আমার প্রজা ইসরায়েলীরা তাও জানে না।


বৎস, শোন বুদ্ধিপূর্বক চল সুনির্দিষ্ট করো তোমার জীবনের লক্ষ্য।


পৃথিবীতে চার প্রকার প্রাণী আছে, যারা আকারে অতি ক্ষুদ্র হলেও বুদ্ধি তাদের প্রখর।


বলাকা, কপোত ও চাতকেরাও জানে তাদের নীড়ে ফেরার সঠিক সময়, কিন্তু আমার প্রজারা জানে না সেই বিধান যার দ্বারা আমি তাদের শাসন পরিচালনা করি।


অলসতা দারিদ্র্য আনে, কিন্তু শ্রমশীলতা মানুষকে করে ধনবান।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন