Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




হিতোপ 4:14 - পবিএ বাইবেল CL Bible (BSI)

14 দুর্জনের পথে যেও না অসৎ লোকের পন্থা অনুসরণ করো না।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

14 দুর্জনদের পথে প্রবেশ করো না, দুর্বৃত্তদের পথে চলো না,

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

14 দুষ্টদের পথে পা বাড়িয়ো না বা অনিষ্টকারীদের পথে হেঁটো না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

14 দুর্জ্জনদের মার্গে প্রবেশ করিও না, দুর্বৃত্তদের পথে চলিও না,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

14 দুষ্ট লোকরা যে পথে হাঁটে, সে পথে হেঁটো না। অসৎ‌ভাবে জীবনযাপন কোরো না। পাপীদের অনুকরণ কোরো না।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

14 দুষ্টদের পথে যেও না, মন্দদের পথে যেও না,

অধ্যায় দেখুন কপি




হিতোপ 4:14
13 ক্রস রেফারেন্স  

ধন্য সেই জন, দুর্জনের মন্ত্রণায় যে চলে না, পাপাচারীদের পথে যায় না, বিদ্রূপকারীদের অাসরে বসে না,


তোমরা ভুল করো না, ‘কুসংসর্গে স্বভাব নষ্ট হয়’।


বৎস, ওদের সঙ্গে তুমি পথ চলো না, ও পথ থেকে নিবৃত্ত হোক তোমার চরণ।


বৎস, দুরাচারীর প্রলোভনে ভুলো না।


সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ।


নির্বোধের সংসর্গ পরিহার কর, তাহলে বাঁচবে, সুবিবেচনার পথে চল।


সে পথ বর্জন কর, তার ত্রিসীমানায় যেও না, ফিরেও চেয়ো না সেদিকে, আপন পথে এগিয়ে চল।


তুমি সেই নারীর কাছ থেকে দূরে থেক, তার বাড়ির দরজায় কখনও যেও না।


গলিপথ দিয়ে হাঁটছিল, গলির মোড়ে ছিল এক গণিকার গৃহ।


পাছে তুমি তাদের অনুকরণ করে নিজেই বিপদে পড়।


দুষ্টদের সমৃদ্ধি দেখে ঈর্ষা করো না বন্ধুত্ব করো না তাদের সঙ্গে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন