Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




হিতোপ 4:12 - পবিএ বাইবেল CL Bible (BSI)

12 সে পথে কোন বাধা তোমার গতিরোধ করতে পারবে না। দৌড়ালেও তুমি পড়ে যাবে না।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

12 তোমার গমনকালে পাদসঞ্চার বাধাগ্রস্ত হবে না, ধাবনকালে তোমার হোঁচট লাগবে না।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

12 তুমি যখন চলবে, তোমার পদক্ষেপ ব্যাহত হবে না; তুমি যখন দৌড়াবে, তখন হোঁচট খাবে না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

12 তোমার গমনকালে পাদসঞ্চার সঙ্কুচিত হইবে না, ধাবনকালে তোমার উছোট লাগিবে না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

12 এই পথকে অনুসরণ করো। তাহলে তুমি কখনও ফাঁদে পড়বে না। তুমি দৌড়বে কিন্তু কখনও হোঁচট খাবে না। তুমি যাই কর না কেন, তুমি নিরাপদ থাকবে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

12 তোমার চলার দিন বাধা পাবে না এবং যদি তুমি দৌড়াও, তোমার হোঁচট লাগবে না।

অধ্যায় দেখুন কপি




হিতোপ 4:12
15 ক্রস রেফারেন্স  

তাহলে তুমি নির্ভয়ে পথ চলতে পারবে আঘাত লাগবে না তোমার পায়ে।


তুমি প্রশস্ত করেছ আমার পথ, তাই হয়নি স্খলিত আমার চরণ।


এ এমন এক প্রস্তর যাতে লোকে উছোট খাবে, পতন হবে তার। ঈশ্বরের আদেশ অমান্য করার জন্যই পতন হয়, এই হয় তার ঈশ্বর নির্ধারিত পরিণাম।


তুমি আমায় দিয়েছ চলার জন্য প্রশস্ত পথ তাই স্খলিত হয় নি আমার চরণ।


দুর্জনের পথ নিবিড় অন্ধকারে ঢাকা, তারা জানে না কিসে তাদের পদস্খলন ঘটবে।


জলভরা চোখে তারা ফিরে আসবে, আমি পথ দেখিয়ে নিয়ে যাব তাদের পরম মমতায়। নিয়ে যাব আমি সমতল পথে স্রোতস্বিনীর তীরে, যে পথে তারা উছোট খাবে না, লাগবে না ব্যথা পায়ে। ইসরায়েলের জনক আমি, জ্যেষ্ঠপুত্র আমার ইফ্রয়িম।


চলার পথে সেই প্রজ্ঞার বাণী দেখাবে তোমায় পথ, শয়নকালে পাহারা দেবে তোমায় জাগরণে আলাপ করবে তোমার সাথে।


তোমার বিধান যাদের প্রিয়, পরম শান্তিলাভ করে তারা, কোন বাধাই আসে না তাদের পথে।


আমার জীবন হবে মুক্ত, অবাধ, কারণ আমি নিয়ত পালন করি আদেশ তোমার।


তাহলে তুমি ধার্মিকতা ও ন্যায়বিচারের স্বরূপ উপলব্ধি করবে চলতে পারবে ন্যায় ও সততার পথে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন