Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




হিতোপ 3:8 - পবিএ বাইবেল CL Bible (BSI)

8 এগুলি ওষুধের মত কাজ করবে দান করবে তোমায় সুস্বাস্থ্য, দূর করবে ব্যথাবেদনা।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

8 তা তোমার দেহের স্বাস্থ্যস্বরূপ হবে, তোমার অস্থির মজ্জাস্বরূপ হবে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

8 এটি তোমার দেহে স্বাস্থ্য ফিরাবে ও তোমার অস্থির পুষ্টিসাধন করবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

8 ইহা তোমার নাভির স্বাস্থ্যস্বরূপ হইবে, তোমার অস্থির মজ্জাস্বরূপ হইবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

8 যদি তুমি এই কথাগুলি পালন কর তাহলে তুমি উপকৃত হবে ঠিক যেমন ওষুধ শরীরকে নিরাময করে অথবা যেমন একমাত্র া তরল পানীয় তোমাকে শক্তি দেয়।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

8 তা তোমার মাংসের স্বাস্থ্যস্বরূপ হবে, তোমার শরীরের পুষ্টিজনক হবে।

অধ্যায় দেখুন কপি




হিতোপ 3:8
8 ক্রস রেফারেন্স  

জ্ঞানময় এই প্রবচনমালা উপলব্ধি এনে দেয়, মানুষের জীবনে মঙ্গল আনে, দেহমনে আনে সজীবতা।


ভগ্নহৃদয় তিনি করেন নিরাময় বন্ধন করেন তাদের ক্ষতসমূহ।


তাদের দেহ থাকে মেদবহুল অস্থিমজ্জায় সজীব ও সরস।


মনোহর কথা মধুর মত, মনকে করে তৃপ্ত, দেহে আনে সজীবতা।


মাথা থেকে পা পর্যন্ত কোন জায়গা তোমার অক্ষত নেই। তোমার দেহ থেঁতলান, ঘায়ে ও গভীর ক্ষতে ভরা। সেই ক্ষত পরিষ্কার করা হয় নি কিম্বা বেঁধেও দেওয়া হয় নি। ক্ষতে কোন প্রলেপও লাগানো হয় নি।


এই দৃশ্য দেখে তোমাদের হৃদয় আনন্দে উৎফুল্ল হয়ে উঠবে, তোমাদের মনোবল বেড়ে যাবে, সতেজ হয়ে উঠবে তোমরা এবং তখনই তোমরা জানবে যে, আমি, প্রভু পরমেশ্বর, আমার অনুগত ভক্তদের সহায়। কিন্তু আমার শত্রুদের দণ্ডদাতা।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন