Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




হিতোপ 3:31 - পবিএ বাইবেল CL Bible (BSI)

31 দুর্বৃত্তের সমৃদ্ধিতে ঈর্ষা করো না, অনুসরণ করো না তার পথ।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

31 জুলুমবাজের প্রতি ঈর্ষা করো না, আর তার কোন পথ মনোনীত করো না;

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

31 হিংস্র প্রকৃতির মানুষকে হিংসা কোরো না বা তাদের কোনও পথ মনোনীত কোরো না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

31 উপদ্রবীর প্রতি ঈর্ষা করিও না, আর তাহার কোন পথ মনোনীত করিও না;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

31 হিংসাত্মক লোকদের হিংসা কোরো না এবং তাদের পথ অনুসরণ করবার সিদ্ধান্ত নিও না।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

31 যে অত্যাচার করে তার ওপর হিংসা কোরো না, আর তার কোনো পথ মনোনীত কোরো না;

অধ্যায় দেখুন কপি




হিতোপ 3:31
12 ক্রস রেফারেন্স  

দুষ্টদের সমৃদ্ধি দেখে ঈর্ষা করো না বন্ধুত্ব করো না তাদের সঙ্গে।


যদি দেখ, কোন রাজ্যে দরিদ্রেরা নিপীড়িত হচ্ছে, বঞ্চিত হচ্ছে ন্যায়বিচার ও ন্যায্যা অধিকার থেকে, তাহলে বিস্মিত হয়ো না—কারণ প্রত্যেক রাজকর্মচারীকে তাঁর ঊর্ধ্বতন কর্মচারী এবং তাঁকেও তাঁর ঊর্ধ্বতন কর্মচারী রক্ষা করে চলেন।


পাপাচারী লোকদের সমৃদ্ধিদেখে ঈর্ষান্বিত হয়ো না, তুমি সারাজীবন প্রভুকে সম্ভ্রম করে চল।


দুর্জনের সাফল্যে বিচলিত হয়ো না, ঈর্ষা করো না অধর্মাচারীদের


হিংসা, মত্ততা এবং এ ধরণের অন্যান্য পাপ, যেগুলি তোমাদের আগেও বলেছি, এখনও বলছি, এসব যারা করে তারা ঐশরাজ্যের কোন অধিকার পাবে না।


ধার্মিকদের ভিত্তি সর্বদা অটল থাকে, কিন্তু দুষ্টদের সুদৃঢ় দুর্গও ধ্বংস হয়।


কারণ দুষ্টলোকের সমৃদ্ধি দেখে ঐ দাম্ভিকদের আমি ঈর্ষা করেছিলাম।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন