Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




হিতোপ 26:9 - পবিএ বাইবেল CL Bible (BSI)

9 নির্বোধের মুখে প্রবাদ মাতালের হাতে কাঁটার ছড়ির মত।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

9 মাতালের হাতে যে কাঁটা উঠে, তা যেমন, তেমনি হীনবুদ্ধিদের মুখে নীতিকথা।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

9 মূর্খের মুখের হিতোপদেশ মাতালের হাতে ধরা কাঁটাগুল্মের মতো হয়।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

9 মাতালের হাতে যে কাঁটা উঠে, তাহা যেমন, তেমনি হীনবুদ্ধিদের মুখে নীতিকথা।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

9 একজন মাতালকে তার হাত থেকে কাঠের চোঁছ বার করবার প্রচেষ্টা লক্ষ্য করা আর একজন মূর্খের মুখ থেকে জ্ঞানগর্ভ উক্তির প্রকাশ সমান হাস্যকর।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

9 মাতালের হাতে যে কাঁটা উঠে, তা যেমন, তেমনি নির্বোধদের মুখে নীতিকথা।

অধ্যায় দেখুন কপি




হিতোপ 26:9
3 ক্রস রেফারেন্স  

তুমি বলবে,আমি আহত হয়েছি, নিশ্চয়ই আমাকে মারা হয়েছে। কিন্তু আমি যে কিছুই অনুভব করতে পারছি না, কেন আমি জেগে উঠতে পারছি না? আমার আরও সুরা চাই।


মূর্খের প্রশংসা করা গুলতিতে ভারী পাথর বেঁধে দেওয়ার মতই নিরর্থক।


রাস্তা থেকে কোন মূর্খ বা মাতালকে ধরে এনে যে কাজে লাগায়, সে আনাড়ী তীরন্দাজের মত সকলকেই আহত করে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন