Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




হিতোপ 26:3 - পবিএ বাইবেল CL Bible (BSI)

3 ঘোড়াকে চাবুক, গাধাকে লাগাম এবং মূর্খকে প্রহার দিয়ে বশে রাখতে হয়।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

3 ঘোড়ার জন্য চাবুক, গাধার জন্য বল্‌গা, আর হীনবুদ্ধিদের পিঠের জন্য দণ্ড।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

3 ঘোড়ার জন্য চাবুক, গাধার জন্য লাগাম, ও মূর্খদের পিঠের জন্য লাঠি!

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

3 ঘোড়ার জন্য চাবুক, গাধার জন্য বল্‌গা, আর হীনবুদ্ধিদের পৃষ্ঠের জন্য দণ্ড।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

3 ঘোড়াকে চাবুক মারতে হবে, গাধার পিঠে বলগা বাঁধতে হবে আর মূর্খদের মারতে হবে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

3 ঘোড়ার জন্য চাবুক, গাধার জন্য বলগা, আর নির্বোধদের পিঠের জন্য ডান্ডা।

অধ্যায় দেখুন কপি




হিতোপ 26:3
10 ক্রস রেফারেন্স  

বুদ্ধিমানের মুখে থাকে জ্ঞানের কথা কিন্তু মূর্খের জন্য আছে দণ্ড।


তোমরা কি চাও? আমি কি চাবুক হাতে নিয়ে তোমাদের কাছে যাব না? না, ভালবাসা ও স্নেহকোমল ভাব নিয়ে যাব?


হয়ো না তোমরা অবাধ্য অশ্ব বা মহিষের মত, যাদের বশে রাখতে হয় বল্গা ও লাগাম দিয়ে।


যারা অতীতে পাপ করেছিল তাদের এবং অন্যান্য সকলকে আমি আগেও যেমন বলেছিলাম এখনও বলছি, —আমি দ্বিতীয়বার ওখানে গিয়ে যা বলেছিলাম, এখন অনুপসক্থিত থেকেও তেমনি বলছি যে আমি আবার যখন যাব তখন কাউকে নিষ্কৃতি দেব না।


তোমরা যদি সম্পূর্ণরূপে বাধ্য হ্য তবে আমরা অন্যান্য অবাধ্যদের শাসন করতে পারি।


ঢেঁকিতে ফেলে ধানের তুষ ছাড়ানো যায় কিন্তু শত প্রহারেও মূর্খের মূর্খতা ঘুচানো যায় না।


দুর্বিনীত মূর্খের জন্য প্রহার ও দণ্ড সুনির্দিষ্ট।


উদ্ধত লোককে দণ্ড দাও, যেন অজ্ঞ লোকেরা তা দেখে শিক্ষা পায়। বুদ্ধিমান লোককে ভর্ৎসনা করলে সে জ্ঞান লাভ করে।


বুদ্ধিমানকে অনুযোগ করলে সে যতটা বোঝে, শত প্রহারেও নির্বোধ ততটা বোঝে না।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন