Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




হিতোপ 24:1 - পবিএ বাইবেল CL Bible (BSI)

1 দুষ্টদের সমৃদ্ধি দেখে ঈর্ষা করো না বন্ধুত্ব করো না তাদের সঙ্গে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

1 তুমি দুর্বৃত্ত লোকদের উপরে ঈর্ষা করো না, তাদের সঙ্গে থাকতেও বাসনা করো না।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

1 দুষ্টদের প্রতি হিংসা কোরো না, তাদের সঙ্গলাভের বাসনা রেখো না;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

1 তুমি দুর্বৃত্ত লোকদের উপরে ঈর্ষা করিও না, তাহাদের সঙ্গে থাকিতেও বাসনা করিও না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

1 দুর্জন ব্যক্তিদের হিংসা কোরো না। তাদের কাছাকাছি থাকবার ইচ্ছেও করো না।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

1 যে খারাপ তার ওপরে ঈর্ষান্বিত হয়ো না, তাদের সঙ্গে থাকতেও ইচ্ছা কর না।

অধ্যায় দেখুন কপি




হিতোপ 24:1
16 ক্রস রেফারেন্স  

প্রভুর সম্মুখে নীরব হও, তাঁর প্রতীক্ষায় থাক নিয়ত। ছলনার পথে যারা হয়েছে সমৃদ্ধ, কুচক্রান্ত যাদেরহয়েছে সফল, রুষ্ট হয়ো না তাদের প্রতি, নিবৃত্ত কর তোমার ক্রোধ।


দুর্বৃত্তের সমৃদ্ধিতে ঈর্ষা করো না, অনুসরণ করো না তার পথ।


পাপাচারী লোকদের সমৃদ্ধিদেখে ঈর্ষান্বিত হয়ো না, তুমি সারাজীবন প্রভুকে সম্ভ্রম করে চল।


সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ।


কারণ দুষ্টলোকের সমৃদ্ধি দেখে ঐ দাম্ভিকদের আমি ঈর্ষা করেছিলাম।


দুর্জনের সাফল্যে বিচলিত হয়ো না, ঈর্ষা করো না অধর্মাচারীদের


দুর্জনেরা যেন তোমার অর্ন্তজ্বালার কারণ না হয়, তাদের সমৃদ্ধিতে ঈর্ষান্বিত হয়ো না।


পাপাচারীদের সঙ্গে আমায় করো না বিতাড়িত, রক্তলোলুপ লোকদের সঙ্গে করো না আমার জীবননাশ।


ধন্য সেই জন, দুর্জনের মন্ত্রণায় যে চলে না, পাপাচারীদের পথে যায় না, বিদ্রূপকারীদের অাসরে বসে না,


দুর্জনের পথে যেও না অসৎ লোকের পন্থা অনুসরণ করো না।


সে পথ বর্জন কর, তার ত্রিসীমানায় যেও না, ফিরেও চেয়ো না সেদিকে, আপন পথে এগিয়ে চল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন