Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




হিতোপ 2:21 - পবিএ বাইবেল CL Bible (BSI)

21 কেননা ন্যায়নিষ্ঠ ব্যক্তিরাই দেশে বাস করবে, অন্তর যাদের নির্মল তারাই স্থিতিলাভ করবে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

21 কেননা সরল লোকেরা দেশে বাস করবে, সিদ্ধ ব্যক্তিরা সেখানে অবশিষ্ট থাকবে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

21 কারণ ন্যায়পরায়ণরাই দেশে বসবাস করবে, ও অনিন্দনীয়রাই সেখানে অবশিষ্ট থাকবে;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

21 কেননা সরলগণ দেশে বাস করিবে, সিদ্ধেরা তথায় অবশিষ্ট থাকিবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

21 সৎ‌ এবং ধার্মিক লোকরা তাদের নিজেদের দেশে বসবাস করতে পারবে। সৎ‌, নির্দোষ লোকরা তাদের দেশে বাস করতে পারবে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

21 কারণ যারা সঠিক কাজ করবে তারা এই দেশে বাস করবে এবং যারা ন্যায়পরায়ণ তাঁরা সেখানে অবশিষ্ট থাকবে।

অধ্যায় দেখুন কপি




হিতোপ 2:21
12 ক্রস রেফারেন্স  

ধার্মিকেরা হবে দেশের অধিকারী, চিরকাল তারা সেখানে করবে বসবাস।


দুষ্টেরা উচ্ছিন্ন হবে কিন্তু যারা প্রভুর প্রতীক্ষা করে তারাই হবে দেশের অধিকারী।


ধার্মিক আপনদেশে নিরাপদে বাস করবে, কিন্তু দুষ্টের ঠাঁই হবে না সেখানে।


প্রভু পরমেশ্বরই আমাদের রক্ষক ও সহায়, আমাদের মহান রাজা, তিনি আমাদের উপর বর্ষণ করেন করুণা, ভূষিত করেন সম্মানে। যারা ন্যায়ের পথে চলে, তারা কখনও হয় না বঞ্চিত তাঁর কল্যাণ ও আশিস লাভে।


প্রভু পরমেশ্বর ইয়োবকে প্রথম জীবনের চেয়ে শেষ জীবনে আরও বেশী আশীর্বাদ করলেন। ইয়োব চোদ্দ হাজার মেষ, ছয় হাজার উট, দুহাজার বৃষ এবং এক হাজার গর্দভীর মালিক হলেন।


প্রভুর আশিস্‌ধন্য যারা, তারাই হবে দেশের অধিকারী কিন্তু তাঁর অভিশাপের পাত্রেরা হবে উচ্ছিন্ন।


কিন্তু বিনম্র যারা, তারাই হবে দেশের অধিকারী সৌভাগ্যের প্রাচুর্যে তারা হবে আনন্দিত।


প্রভুর উপর আস্থা রাখ, সদাচরণ কর, তাহলে বাস করতে পারবে আপন দেশে নিরাপদে সেখানে করবে বিচরণ।


উস দেশে ইয়োব নামে ব্যক্তি বাস করতেন। তিনি ছিলেন ঈশ্বরের পরমভক্ত, সৎ ও বিশ্বস্ত সেবক। মন্দের পথ তিনি পরিহার করে চলতেন।


যে সৎ লোককে ভুলিয়ে বিপথে নিয়ে যায়, সে নিজেই নিজের ফাঁদে পড়বে। নিষ্পাপ ব্যক্তি পুরস্কৃত হয় কিন্তু দুরাত্মা সব হারায়। ধনীরা মনে করে তারা খুব জ্ঞানবান কিন্তু গরীব হলেও মানুষ চেনার ক্ষমতা যার আছে ধনীদের চাতুরী সে ধরে ফেলে।


প্রভু জানেন ন্যায়নিষ্ঠের জীবনের ধারা, করেন তাদের প্রতিপালন, চিরস্থায়ী করেন তাদের উত্তরাধিকার।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন