| হিতোপ 2:21 - পবিএ বাইবেল CL Bible (BSI)21 কেননা ন্যায়নিষ্ঠ ব্যক্তিরাই দেশে বাস করবে, অন্তর যাদের নির্মল তারাই স্থিতিলাভ করবে।অধ্যায় দেখুন আরো সংস্করণকিতাবুল মোকাদ্দস21 কেননা সরল লোকেরা দেশে বাস করবে, সিদ্ধ ব্যক্তিরা সেখানে অবশিষ্ট থাকবে।অধ্যায় দেখুন বাংলা সমকালীন সংস্করণ21 কারণ ন্যায়পরায়ণরাই দেশে বসবাস করবে, ও অনিন্দনীয়রাই সেখানে অবশিষ্ট থাকবে;অধ্যায় দেখুন পবিত্র বাইবেল O.V. (BSI)21 কেননা সরলগণ দেশে বাস করিবে, সিদ্ধেরা তথায় অবশিষ্ট থাকিবে।অধ্যায় দেখুন পবিত্র বাইবেল21 সৎ এবং ধার্মিক লোকরা তাদের নিজেদের দেশে বসবাস করতে পারবে। সৎ, নির্দোষ লোকরা তাদের দেশে বাস করতে পারবে।অধ্যায় দেখুন ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী21 কারণ যারা সঠিক কাজ করবে তারা এই দেশে বাস করবে এবং যারা ন্যায়পরায়ণ তাঁরা সেখানে অবশিষ্ট থাকবে।অধ্যায় দেখুন |