Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




হিতোপ 2:2 - পবিএ বাইবেল CL Bible (BSI)

2 যদি প্রজ্ঞার বাণী শোনার আগ্রহ তোমার থাকে, যদি সে বাণীর মর্ম বোঝার চেষ্টা কর,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

2 যদি প্রজ্ঞার দিকে কান দাও, যদি বুদ্ধিতে মনোনিবেশ কর;

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

2 প্রজ্ঞার প্রতি কর্ণপাত করো ও বুদ্ধিতে মনোনিবেশ করো—

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

2 যদি প্রজ্ঞার দিকে কর্ণপাত কর, যদি বুদ্ধিতে মনোনিবেশ কর;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

2 প্রজ্ঞার কথা শোন এবং সর্বতোভাবে বোঝার চেষ্টা কর।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

2 প্রজ্ঞার দিকে কান দাও এবং তুমি তোমার হৃদয়কে বুদ্ধিতে প্রবর্তিত কর;

অধ্যায় দেখুন কপি




হিতোপ 2:2
15 ক্রস রেফারেন্স  

সৎ শিক্ষায় মনোযোগী হও, যথাসাধ্য জ্ঞান আহরণ কর।


যারা কারও সঙ্গে মিলেমিশে চলতে পারে না তারা ঘোর আত্নকেন্দ্রিক, তারা সর্বপ্রকার ন্যায়সঙ্গত সিদ্ধান্তের বিরোধিতা করে।


তাই আমাদের আয়ুর স্বল্পতা স্মরণে রাখতে আমাদের শিক্ষা দাও যেন পূর্ণ হয় আমাদের চিত্ত তোমার প্রজ্ঞায়।


যার কান আছে সে শুনুক একথা।


তোমরা আমার কাছে এস, লাভ করবে সার্থক জীবন! শোন, তোমাদের সঙ্গে আমি স্থাপন করব এক চিরস্থায়ী সন্ধি চুক্তি, দাউদের প্রতি ছিল আমার যে অবিচল প্রেম সেই প্রেম বর্ষিত হবে তোমাদের উপর।


যখন আমি জ্ঞান আহরণে প্রবৃত্ত হলাম, পৃথিবীর তাবৎ বিষয় হৃদয়ঙ্গম করার চেষ্টা করলাম, তখনই বুঝলাম যে দিনরাত ভেবেও মানুষ কখনও ঈশ্বরের কীর্তিকলাপের মর্ম বুঝতে সক্ষম হবে না। মানুষ যত চেষ্টাই করুক না কেন, কখনও করতে পারবে না এ বিষয়ের কূল-কিনারা। জ্ঞানীরা তা জানেন বলে দাবী করতে পারেন, কিন্তু প্রকৃতপক্ষে তাঁরাও জানেন না কিছুই।


জগতে যা কিছু ঘটে, সে সব বিচার-বিশ্লেষণ করার সময় আমি উপলব্ধি করেছি এই সত্য যে, মানুষ তার ক্ষমতার অপব্যবহার করে, নিপীড়ন করে মানুষকে।


আমি প্রজ্ঞার অনুশীলনে নিযুক্ত করলাম নিজেকে, ব্যাপৃত হলাম সব কিছুর অর্থ অনুসন্ধানে, দুর্নীতির মূর্খতা এবং নির্বুদ্ধির প্রমত্ততা সম্পর্কে অবহিত হওয়ার চেষ্টা করলাম।


সেখানকার ইহুদীরা থেসালনিকার ইহুদীদের চেয়ে অনেক বেশী ভদ্র ও উদার ছিল। তারা তাঁদের সমস্ত কথা সাগ্রহে শুনতে লাগল এবং পৌল ও সীল যে সমস্ত কথা বলছেন, সেগুলি শাস্ত্রসম্মত কি না জানবার জন্য তারা প্রতিদিন শাস্ত্র অধ্যয়ন করতে লাগল।


যদি সত্যই অর্ন্তদৃষ্টি লাভের জন্য আবেদন জানাও বোধ অর্জনের জন্য যদি আকুল হয়ে ওঠ,


বৎসেরা, পিতার উপদেশ শোন, সুবুদ্ধি লাভের জন্য মনোনিবেশ কর।


বৎস, আমার কথায় মনোযোগ দাও, কান পেতে শোন আমার প্রবচনমালা।


পরদারগামী ব্যক্তি নির্বোধ, সে নিজেই নিজের জীবন ধ্বংস করে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন