Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




হিতোপ 19:19 - পবিএ বাইবেল CL Bible (BSI)

19 উগ্রমেজাজী লোককে তার পরিণাম ভোগ করতে দাও, যদি তুমি তাকে একবার সঙ্কট থেকে উদ্ধার কর তবে বার বার তোমাকে তা করতে হবে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

19 অতি ক্রুদ্ধ লোক দণ্ড পাবে; তাকে যদি উদ্ধার কর, তা আবার করতে হবে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

19 উগ্রস্বভাব বিশিষ্ট মানুষকে অবশ্যই দণ্ড পেতে হবে; তাদের উদ্ধার করো, ও তোমাকে আবার তা করতে হবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

19 অতি ক্রুদ্ধ লোক দণ্ড পাইবে; [তাহাকে] যদি উদ্ধার কর, আবার করিতে হইবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

19 রগচটা লোক তার ক্রোধের মূল্য দেবে। তুমি যদি তাকে সংকট থেকে বার করেও আনো, সে একই কাজ করা অব্যাহত রাখবে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

19 উগ্রস্বভাবের লোক অবশ্যই শাস্তি পাবে; যদি তাকে উদ্ধার কর, তোমাকে দ্বিতীয়বার করতে হবে।

অধ্যায় দেখুন কপি




হিতোপ 19:19
11 ক্রস রেফারেন্স  

যে ব্যক্তি আত্মসংমে অক্ষম, সে এমন এক নগরের তুল্য যার প্রাচীর হয়েছে বিধ্বস্ত।


বদমেজাজী লোক সর্বদা ঝগড়া ও গোলযোগ বাধায়।


সময় থাকতে তোমার সন্তানকে শাসনকর যদি নাকর তাহলে তুমিই তাকে ঠেলে দেবে ধ্বংসের পথে।


তুমি যদি উপদেশ শোন, গ্রহণ কর শিক্ষা, তাহলে ভবিষ্যতে তুমি জ্ঞানী হবে।


উদ্বেগ ও ঈর্ষার জ্বালায় মৃত্যুকে ডেকে আনা মূর্খতা।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন