Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




হিতোপ 18:7 - পবিএ বাইবেল CL Bible (BSI)

7 নির্বোধের কথাবার্তাই তার ধ্বংসের কারণ, নিজের কথার ফাঁদেই সে ধরা পড়ে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

7 হীনবুদ্ধির মুখ তার সর্বনাশজনক, তার ঠোঁট তারই প্রাণের ফাঁদ।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

7 মূর্খদের মুখই তাদের সর্বনাশের কারণ, ও তাদের ঠোঁট তাদেরই জীবনের পক্ষে এক ফাঁদবিশেষ।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

7 হীনবুদ্ধির মুখ তাহার সর্ব্বনাশজনক, তাহার ওষ্ঠ তাহার প্রাণের ফাঁদ।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

7 তার মুখই তার ধ্বংসের কারণ হয়ে ওঠে। সে নিজেই নিজের কথার জালে জড়িয়ে পড়ে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

7 নির্বোধের মুখ তার সর্বনাশজনক, তার ঠোঁটের দ্বারা নিজেকে ফাঁদে ফেলে।

অধ্যায় দেখুন কপি




হিতোপ 18:7
16 ক্রস রেফারেন্স  

যে ব্যক্তি বাক সংযত করে সে নিজের প্রাণ রক্ষা করে, কিন্তু যার বাক সংযম নেই সে নিজের সর্বনাশ করে।


দুর্জন অসংযত কথার ফাঁদে ধরা পড়ে কিন্তু ধার্মিক সঙ্কট থেকে নিস্তার পায়।


জ্ঞানবান জ্ঞান সঞ্চয় করে, কিন্তু মূর্খের বাচালতা ডেকে আনে ধ্বংস।


আমার উপরে বিজয়ী হতে দিও না আমার শত্রুদের, আমার বিরুদ্ধে ওদের ষড়যন্ত্রের ওরাই হোক শিকার।


এভাবেই ওদের পতন হবে, ওদের রসনাই ডেকে আনবে ওদের সমূহ সর্বনাশ ওদের দুর্দশা দেখে সকলে করবে উপহাস।


যদি নিজের কথার ফাঁদে ধরা পড়ে, যদি কোন প্রতিশ্রুতি দিয়ে বিপদে পড়


বিচক্ষণ লোক সুপরামর্শ গ্রহণ করে কিন্তু মূর্খ বাচাল হবে ধ্বংস।


যিপ্তাহ্‌ তাকে দেখামাত্রই নিজের পোশাক ছিঁড়ে ফেলে আর্তনাদ করে উঠলেন, হায়, হায়! বাছারে আমার! এ কি সর্বনাশ করলে মা! তুমি যে আমায় মহাসঙ্কটে ফেললে, আমি যে পরমেশ্বরের কাছে মানত করেছি, তা তো ফেরাতে পারব না।


পরচর্চা অতি মুখরোচক পূর্ণমাত্রায় লোকে তা আস্বাদন করে, অতি সহজেই তা মানুষের অন্তরে গেঁথে যায়।


দুর্জন নিজের অধর্মের ফাঁদে ধরা পড়ে, আবদ্ধ হয় নিজের পাপকীর্তির কঠিন পাশে।


নিজের বাগাড়ম্বরে মূর্খ শাস্তি পায়, কিন্তু বুদ্ধিমানের কথা তাকে বিপদে পড়তে দেয় না।


জ্ঞানীর কাছে জ্ঞান জীবনের উৎস স্বরূপ, কিন্তু নির্বোধ নিজের মূর্খতার জন্য দণ্ডলাভ করে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন