Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




হিতোপ 17:7 - পবিএ বাইবেল CL Bible (BSI)

7 সম্ভ্রান্ত লোকের মুখে যেমন মিথ্যা কথা শোভা পায় না, মূর্খদের মুখেও তেমনি সুললিত ভাষণ সাজে না।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

7 বাক্‌পটু ঠোঁট মূর্খের অনুপযুক্ত, মিথ্যাবাদী ওষ্ঠ শাসনকর্তার জন্য আরও অনুপযুক্ত।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

7 বাক্‌পটু ঠোঁট যদি মূর্খের পক্ষে অনুপযোগী— তবে একজন শাসকের পক্ষে মিথ্যাবাদী ঠোঁট কতই না বেশি মন্দ!

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

7 বাক্‌পটু ওষ্ঠ মূর্খের অনুপযুক্ত, মিথ্যাবাদী ওষ্ঠ মহোদয়ের আরও অনুপযুক্ত।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

7 বোকাদের বেশী কথা বলা অনুচিত, ঠিক তেমনি কোন শাসকেরও মিথ্যাচার করা উচিৎ‌ নয়।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

7 সুস্পষ্ট বক্তব্য নির্বোধদের জন্য উপযুক্ত নয়।

অধ্যায় দেখুন কপি




হিতোপ 17:7
15 ক্রস রেফারেন্স  

শাসনকর্তা যদি মিথ্যা কথায় কান দেয়, তাহলে তার অধস্তন কর্মচারীরা সকলেই মিথ্যাচারী হয়।


ওরে ভন্ড, আগে নিজের চোখ থেকে কড়িকাঠ বের করে নাও, তবেই তোমার দৃষ্টি স্বচ্ছ হবে, তখন তুমি তোমার ভাইয়ের চোখ থেকে কুটোটা বের কের দিতে পারবে।


মূর্খ প্রাজ্ঞ বচনের ব্যবহার তেমন ভাবেই করবে যেমন ভাবে একটি খোঁড়া লোকতার খোঁড়া পা ব্যবহার করে।


সত্যবাদীর বাক্য চিরতরে প্রতিষ্ঠিত হয় কিন্তু মিথ্যাবাদীর কথা ক্ষণস্থায়ী।


ঈশ্বর কখনও মন্দ কাজ করেন না, সর্বশক্তিমান কখনও অবিচার করেন না।


ইসরায়েলের ঈশ্বর বলেছেন, ইসরায়েলের রক্ষক আমায় বলেছেনঃ যে রাজা ন্যায়পরায়ণতায় প্রজাশাসন করেন, সসম্ভ্রমে ঈশ্বরের বাধ্য হয়ে প্রজাপালন করেন,


নির্বাক হোক সেই মিথ্যাবাদী মুখ দুরন্ত স্পর্ধায় যে করে আস্ফালন, ব্যঙ্গ করে তোমার ভক্তকে।


উদ্ধত দৃষ্টি, মিথ্যাবাদী রসনা, নির্দোষের রক্তপাত করেছে যে হস্ত,


মিথ্যাবাদী ওষ্ঠ প্রভু পরমেশ্বরের ঘৃণিত কিন্তু সত্যবাদী তাঁর প্রীতির পাত্র।


মূর্খের বিলাসিতা যেমন শোভা পায় না, ক্রীতদাসের পক্ষেও তেমনি সম্ভ্রান্ত লোকদের উপর কর্তৃত্ব করা অশোভন।


প্রজ্ঞার নাগাল পাওয়া নির্বোধের অসাধ্য, গুরুত্বপূর্ণ আলোচনায় তার বলার মত কিছু থাকে না।


গ্রীষ্মকালে তুয়ারপাত এবং ফসলের মরশুমে বৃষ্টিপাত যেমন অস্বাভাবিক মূর্খের পক্ষে সম্মানলাভও তেমনি বিসদৃশ।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন