Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




হিতোপ 13:2 - পবিএ বাইবেল CL Bible (BSI)

2 সজ্জনের মুখের কথা তার মঙ্গল আনে, কিন্তু দুষ্ট চায় হিংসার হানাহানি।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

2 মানুষ নিজের মুখের ফল দ্বারা মঙ্গল ভোগ করে; কিন্তু বিশ্বাসঘাতক জুলুম করতে চায়।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

2 মানুষ তাদের মুখের ফল দ্বারাই মঙ্গল উপভোগ করে, কিন্তু বিশ্বাসঘাতক হিংস্রতার প্রবৃত্তি রাখে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

2 মনুষ্য নিজ মুখের ফল দ্বারা মঙ্গল ভোগ করে; কিন্তু বিশ্বাসঘাতকদের প্রাণ দৌরাত্ম্য ভোগ করে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

2 ভালো লোকরা তাদের ভালো কথাবার্তার জন্য পুরস্কৃত হয়। কিন্তু দুষ্ট লোকরা সব সময় ভুল কাজ করতে চায়।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

2 মানুষ নিজের মুখের ফলের মাধ্যমে ভালো জিনিস ভোগ করে; কিন্তু বিশ্বাসঘাতকদের অভিলাষ উত্পীড়ন ভোগ করে।

অধ্যায় দেখুন কপি




হিতোপ 13:2
16 ক্রস রেফারেন্স  

মানুষের মুখের কথাই তার মঙ্গল সাধন করে, নিজের কৃতকর্মের ফলই মানুষকে ভোগ করতে হয়।


মানুষ যা কিছু বলে তার ফল তাকে ভোগ করতেই হয়।


ধার্মিকের বাণী জীবনের উৎস কিন্তু দুর্জন মধুর কথায় মনের গরল লুকিয়ে রাখে।


তোমাদের আচরণের প্রতিফল তোমরা পাবে, নিজেদের চক্রে নিজেরাই পড়বে।


নিন্দুক প্রতিষ্ঠা পাবে না দেশে, অমঙ্গল গ্রাস করবে হিংস্র ব্যক্তিকে, সমূলে করবে বিনাশ।


দুষ্কর্মেই ওদের শান্তি, লুন্ঠনেই ওদের তৃপ্তি।


পুণ্যাত্মা ও নবীদের রক্তপাত করেছে যারাতুমি তাদের রক্তই পান করিয়েছ,এই-ই তাদের প্রাপ্য”


লেবাননের বৃক্ষরাজিকে তুমি যেভাবে ধ্বংস করেছ, সেইভাবে ধ্বংস হবে তুমিও। সেখানকার বন্যপশুদের তুমি হত্যা করেছ, এবার তুমিও বিহ্বল হবে বন্য জন্তুর আতঙ্কে। পৃথিবী জুড়ে যে হত্যালীলা ও উৎপীড়ন তুমি চালিয়েছ, এ হল তারই প্রতিশোধ।


তুমি বহু জাতির সর্বস্ব লুটে নিয়েছ, তাই তাদের মধ্যে রক্ষা পেয়েছে যারা, তারাই তার শোধ নেবে এবার। কারণ তুমি হত্যা করেছ অসংখ্য মানুষকে, পৃথিবীর মানুষ জর্জরিত হয়েছে তোমার নির্মম অত্যাচারে, ধ্বংস করেছ তুমি কত নগর জনপদ।


প্রভু পরমেশ্বরের হাতে রয়েছে এক পানপাত্র তীব্র রোষের ফেনিল সুরায় পরিপূর্ণ পাত্রখানি। পরিবেশন করবেন তিনি সেই তিক্ত সুরা, পৃথিবীর সমস্ত দুর্জনকে তার তলানি পর্যন্ত করতে হবে পান।


এ ফাঁদ তারা নিজেদের জন্যই পাতে নিজেদের অগোচরে। এই ফাঁদই হয় তাদের কালস্বরূপ।


মানুষের কথাতেই নিয়ন্ত্রিত হয় তার মরণ বাঁচন, যে কথা সে উচ্চারণ করে তার পরিণাম তাকে ভোগ করতেই হয়।


কিন্তু তোমরা তার পরিবর্তে দুষ্কর্মের চাষ করেছ, আহরণ করেছ অন্যায়ের ফসল, ভক্ষণ করেছ মিথ্যার ফল। যেহেতু তোমরা নির্ভর করেছ তোমাদের রথ ও বিশাল সেনাবাহিনীর উপর,


ধার্মিকের অভীষ্ট মঙ্গলজনক কিন্তু দুরাচারীর কামনা পূরণে অসন্তোষ দেখা দেয়।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন