Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




হিতোপ 12:8 - পবিএ বাইবেল CL Bible (BSI)

8 জ্ঞানবুদ্ধি অনুসারে মানুষ প্রশংসা লাভ করে, কিন্তু যদি মন কুটিল সে পায় অবজ্ঞা।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

8 মানুষ তার নিজের বিজ্ঞতানুরূপ প্রশংসা পায়, কিন্তু যে কুটিলচিত্ত, তাকে তুচ্ছ হয়।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

8 একজন মানুষ তার দূরদর্শিতা অনুসারেই প্রশংসিত হয়, ও যার মন পক্ষপাতদুষ্ট সে অবজ্ঞাত হয়।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

8 মনুষ্য আপন বিজ্ঞতানুরূপ প্রশংসা পায়; কিন্তু যে কুটিলচিত্ত, সে তুচ্ছীকৃত হয়।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

8 লোকরা জ্ঞানী মানুষের প্রশংসা করে। কিন্তু লোক কোনও নির্বোধ ব্যক্তিকে সম্মান করে না।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

8 মানুষ নিজের বিজ্ঞতার প্রশংসা পায়; কিন্তু যে বিপথগামী, সে তুচ্ছীকৃত হয়।

অধ্যায় দেখুন কপি




হিতোপ 12:8
24 ক্রস রেফারেন্স  

যে আত্মপ্রশংসা করে সে নয়, কিন্তু প্রভু যাকে স্বীকৃতি দেন, সে-ই প্রতিষ্ঠা লাভ করে।


সেই জন্য প্রভুর আগমনের নির্ধারিত লগ্নের আগে তোমরা কারো বিচার করো না। তিনিই অন্ধকারে আবৃত সমস্ত বিষয় আলোকে উদঘাটিত করবেন, সকলের মনের ভাবনা চিন্তা ব্যক্ত করবেন। একমাত্র তখনই প্রত্যেকে ঈশ্বরের কাছ থেকে তার প্রাপ্য প্রশংসা লাভ করবে।


আর সেই মুহূর্তে প্রভুর এক দূত হেরোদের উপর আঘাত হানলেন কারণ হেরোদ ঈশ্বরের প্রাপ্য গৌরব আত্মসাৎ করেছিলেন। এর ফলে তাঁর সর্বাঙ্গ পোকায় ছেয়ে গেল। কীটদষ্ট হয়ে তিনি মারা গেলেন।


সেই অসৎ দেওয়ান বুদ্ধিমানেরর মত কাজ করেছিল বলে তার মনিব তার প্রশংসা করলেন। বাস্তবিক, এই যুগের জাগতিক মনোভাবাপন্ন লোকেরা তাদের সমকালীন আলোকপ্রাপ্ত লোকদের চেয়ে বেশি বুদ্ধিমান।


যারা মারা গেছে তাদের অনেকে বেঁচে উঠবে। কেউ অনন্তজীবন লাভ করবে আবার কেউ চির অধঃপতনে যাবে।


আত্মসংযমের অভাবে তার মৃত্যু হবে, অজ্ঞতার বাহুল্যবশতঃই সে হবে অবলুপ্ত।


জ্ঞানীরা হবে গৌরবের অধিকারী, কিন্তু অবমাননাই হবে নির্বোধের ভূষণ।


তাই আমিও তোমাদের বিপদে হাসব তোমরা সন্ত্রস্ত হলে আমি করব উপহাস।


উজ্জ্বল কিরীটে শোভিত হবে তার শির, কিন্তু তার শত্রুদের আমি করব লজ্জায় অবনত।


তিন তাই যোষেফকে বললেন, ঈশ্বর তোমাকেই এই সমস্ত বিষয় জানিয়েছেন, সুতরাং তোমার চেয়ে বুদ্ধিমান ও বিচক্ষণ লোক আর কেউ নেই।


এখন আপনার কর্তব্য কি তা বিবেচনা করে দেখুন। কারণ এখন ওরা কর্তা ও তাঁর পরিবারের সকলেরই অনিষ্ট করার সঙ্কল্প করেছে। কিন্তু কর্তা এমন উগ্রস্বভাব যে তাঁকে কোন কথাই বলা যায় না।


এরপরে ফিলিস্তিনী সৈন্যাধ্যক্ষেরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে এল, কিন্তু যতবারই তারা এল, ততবারই শৌলের অন্যান্য কর্মচারীদের চেয়ে দাউদই তাদের বিরুদ্ধে বেশী সাফল্য লাভ করলেন, ফলে তাঁর খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ল।


কর্মচারীদের মধ্যে একজন বলল, আমি বেথলেহেম নিবাসী যিশয়ের এক পুত্রকে জানি, সে খুব ভাল বীণা বাজায়, তাছাড়া সে বীর যোদ্ধা, সুদর্শন, বুদ্ধিদীপ্ত তার কথাবার্তা।


শমুয়েল বললেন, তুমি নির্বোধের মত কাজ করেছ। তোমার আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর যে আদেশ দিয়েছিলেন, সেই আদেশ তুমি পালন করনি। যদি করতে তাহলে তিনি ইসরায়েলের উপর তোমার রাজত্ব চিরস্থায়ী করতেন।


একমাত্র জ্ঞানবান ব্যক্তিই বুঝতে পারে সব বিষয়ের প্রকৃত মর্ম, প্রজ্ঞা হাসি ফোটায় তার মুখে, তার চিন্তা করে দূর।


দুষ্টদের পতন হয়,তাদের কোন চিহ্নই থাকে না, কিন্তু ধার্মিকের বংশ কখনও লোপ পায় না।


একজন সাধারণ অথচ স্বাবলম্বী লোক চালচুলোহীন চালবাজের চেয়ে ভাল।


ন্যায়নিষ্ঠেরা দুষ্টদের ঘৃণা করে, দুষ্টেরা ঘৃণা করে ন্যায়নিষ্ঠদের।


ঈশ্বরই তাদের বিভ্রান্তি দিয়েছেন। ফলে মিশর সব কাজেই ভুল করে এবং মাতালের মত টলতে টলতে নিজের বমিতেই পিছলে পড়ে।


অতএব ইসরায়েলের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের ঘোষণা এই: আমি তোমার পরিবার এবং তোমার পিতৃকুলকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে তোমরা চিরকাল যাজকরূপে আমার সেবক হয়ে থাকবে। কিন্তু এখন প্রভু পরমেশ্বর বলেন, সেই প্রতিশ্রুতি আমি প্রত্যাহার করলাম। যারা আমাকে মান্য করবে আমিও তাদের গৌরবান্বিত করব, আর যারা আমাকে অবজ্ঞা করবে তারা হবে অবমানিত।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন