Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




হিতোপ 10:14 - পবিএ বাইবেল CL Bible (BSI)

14 জ্ঞানবান জ্ঞান সঞ্চয় করে, কিন্তু মূর্খের বাচালতা ডেকে আনে ধ্বংস।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

14 জ্ঞানবানেরা জ্ঞান সঞ্চয় করে, কিন্তু অজ্ঞানের মুখ সর্বনাশ ডেকে আনে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

14 জ্ঞানবানেরা জ্ঞান সঞ্চয় করে রাখে, কিন্তু মূর্খের মুখ সর্বনাশ ডেকে আনে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

14 জ্ঞানবানেরা জ্ঞান সঞ্চয় করে, কিন্তু অজ্ঞানের মুখ আসন্ন সর্ব্বনাশ।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

14 জ্ঞানী ব্যক্তিরা জ্ঞান সঞ্চয় করে এবং তাকে একটি নিরাপদ জায়গায় সংরক্ষিত করে। কিন্তু মুর্খ লোকরা তাদের ধ্বংসকে হাতের কাছে রাখে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

14 জ্ঞানবানেরা জ্ঞান সঞ্চয় করে, কিন্তু অজ্ঞানের মুখ সর্বনাশকে কাছে নিয়ে আসে।

অধ্যায় দেখুন কপি




হিতোপ 10:14
17 ক্রস রেফারেন্স  

নির্বোধের কথাবার্তাই তার ধ্বংসের কারণ, নিজের কথার ফাঁদেই সে ধরা পড়ে।


বিচক্ষণ লোক সুপরামর্শ গ্রহণ করে কিন্তু মূর্খ বাচাল হবে ধ্বংস।


যে ব্যক্তি বাক সংযত করে সে নিজের প্রাণ রক্ষা করে, কিন্তু যার বাক সংযম নেই সে নিজের সর্বনাশ করে।


কথার ছলনায় জটিলতার সৃষ্টি হয় কিন্তু সরাসরি অনুযোগ সমাধান আনে।


জ্ঞানবানকে উপদেশ দাও, সে আরও জ্ঞানী হবে, ধার্মিককে উপদেশ দাও,তার পাণ্ডিত্য বুদ্ধি পাবে।


তিনি তাঁদের আবার বললেন, কাজেই স্বর্গরাজ্য সম্বন্ধে সুশিক্ষিত শাস্ত্রগুরু এমন একজন গৃহস্থের মত যিনি নিজের ভাণ্ডার থেকে নূতন ও পুরাতন রত্ন বার করে আনতে পারবেন।


স্বর্গরাজ্য ক্ষেতের মধ্যে লুকিয়ে রাখা গুপ্তধনের মত। একটি লোক তার সন্ধান পেয়ে তা গোপন করে রাখল। পরে সে মনের আনন্দে ফিরে গিয়ে তার সর্বস্ব বিক্রী করে সেই ক্ষেতটি কিনে নিল।


সৎ লোক তার ভাল জিনিসের ভাণ্ডার থেকে ভাল জিনিসই বের করে, আর অসৎ লোক তার মন্দ জিনিসের ভাণ্ডার থেকে মন্দ জিনিসই বের করে আনে।,


যে বাক্ সংযম করতে পারে সে নিরাপদে থাকে।


যে জ্ঞান আহরণ করে সে নিজের মঙ্গল করে, যার বুদ্ধি বিবেচনা আছে তার উন্নতি হয়।


বুদ্ধিমান জ্ঞানলাভে আগ্রহী প্রাজ্ঞ ব্যক্তি জ্ঞানের অম্বেষণকরে।


যারা কারও সঙ্গে মিলেমিশে চলতে পারে না তারা ঘোর আত্নকেন্দ্রিক, তারা সর্বপ্রকার ন্যায়সঙ্গত সিদ্ধান্তের বিরোধিতা করে।


এই প্রবচনমালা জ্ঞানীরও পাণ্ডিত্য বৃদ্ধি করে ধীমানকে দেয় পথের নির্দেশ।


বিজ্ঞব্যক্তি তার জ্ঞানের কথা গোপন রাখে, কিন্তু মূর্খ তার অজ্ঞানতা জাহির করে।


মূর্খের মরণ হয় তার নিজের কথাতেই, কিন্তু জ্ঞানবান সম্মান পান তাঁর আপন উক্তিতে।


কুটিল ব্যক্তির কখনও মঙ্গল হয় না, কটূভাষী লোক বিপদে পড়ে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন