Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




হবক্‌ 3:6 - পবিএ বাইবেল CL Bible (BSI)

6 তাঁর চলা যখন থেমে যায়, ধরাতল কেঁপে ওঠে থরথর করে। তাঁর রক্তচক্ষু দেখে ত্রস্ত হয় মানবজাতি। চির অটল শৈলরাজি হয় বিদীর্ণ, তাঁর পদভারে মাটিতে বসে যায় অনড় পর্বতমালা। এ পথেই পড়েছিল তাঁর পদচিহ্ন সুদূর অতীতে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

6 তিনি থামলেন এবং দুনিয়াকে নাড়ালেন, তিনি দৃষ্টিপাত করলেন এবং জাতিদেরকে কাঁপিয়ে তুললেন; সনাতন পর্বতগুলো খণ্ড-বিখণ্ড হল, চিরন্তন পাহাড়গুলো নত হল; অনাদিকাল থেকে তাঁর গতি।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

6 তিনি দাঁড়ালেন এবং পৃথিবী নাড়িয়ে দিলেন; তিনি দৃষ্টিপাত করলেন এবং সমগ্র জাতিদের কাঁপিয়ে দিলেন। তিনি প্রাচীন পর্বতসকল ভেঙে গুঁড়িয়ে দেন এবং পুরাতন পাহাড় ধ্বংস করেন; কিন্তু তিনি অনন্তকালস্থায়ী।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

6 তিনি দাঁড়াইয়া পৃথিবীকে পরিমাণ করিলেন, তিনি দৃক্‌পাত করিয়া জাতিগণকে ত্রাসতাড়িত করিলেন; সনাতন পর্ব্বত সকল খণ্ডবিখণ্ড হইল, চিরন্তন গিরিমালা নত হইল; অনাদিকাল অবধি তাঁহার গতি।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

6 প্রভু দাঁড়িয়ে পৃথিবীর বিচার করলেন। তিনি সমস্ত জাতির লোকদের দিকে দৃষ্টিপাত করলেন এবং তাদের ভয়ে শিহরিত করলেন। বহু বছর ধরে যে পর্বতগুলো দৃঢ়ভাবে দাঁড়িয়েছিল তারা টুকরো টুকরো হয়ে ভেঙে পড়েছে। বহু পুরানো পুরানো পাহাড়গুলো পড়ে গেল। ঈশ্বর সব সময় এই রকমই।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

6 তিনি দাঁড়ালেন এবং পৃথিবীকে পরিমাণ করলেন, তিনি তাকালেন এবং জাতিদেরকে ভয়ে চমকিয়ে দিলেন! এছাড়া অনন্তকাল স্থায়ী পর্বতমালা চূর্ণবিচূর্ণ করল এবং চিরস্থায়ী পাহাড় সব নত হল! তার পথ চিরস্থায়ী

অধ্যায় দেখুন কপি




হবক্‌ 3:6
35 ক্রস রেফারেন্স  

তোমার পিতার আশীর্বাদ শাশ্বত গিরিশ্রেণীর আশিসের চেয়ে, চিরস্থায়ী পর্বতমালার সম্পদের চেয়েও শ্রেয়। সে সবই বর্ষিত হবে যোষেফের শিরে ভ্রাতৃগণের মধ্যে পৃথক ভাবে উৎসর্গিত যে তারই ললাটে।


তাঁর সম্মুখে পর্বতেরা হয় কম্পিত, বিগলিত হয় গিরিরাজি, তিনিই আনেন পৃথিবীতে মহাপ্রলয়।


সুপ্রাচীন পর্বতসমূহের সর্বোৎকৃষ্ট উৎপাদনে ও চিরস্থায়ী গিরিশ্রেণীর শ্রেষ্ঠ সম্ভারে


একটি মানুষ থেকে তিনি বিভিন্ন মানবগোষ্ঠীর সৃষ্টি করলেন এই পৃথিবীর বুকে বসবাস করার জন্য পূর্বাহ্নেই তিনি নির্দিষ্ট করে দিলেন তাদের ঐতিহাসিক স্থান ও কালের সীমা।


যারা তাঁকে সম্ভ্রম করে, যুগ পর্যায়ে যুগে যুগে তাদেরই উপর বর্ষিত হয় তাঁর করুণা।


যীশু খ্রীষ্ট কাল যেমন ছিলেন, আজও তেমনি আছেন এবং চিরকাল একই থাকবেন।


আকাশ ও পৃথিবী লুপ্ত হবে, কিন্তু আমার বাক্য কখনও লোপ পাবে না।


জাতিসমূহের মাঝে বহু জাতি পরিবেষ্টিত যাকোবকুলের অবশিষ্টাংশ হবে, বনের পশুদের মাঝে সিংহের মত, মেষপালের মাঝে তরুণ কেশরীর মত। সে যখন আক্রমণ করে মেষের পালকে তখন তাকে পদদলিত করে ছিন্নভিন্ন করে ফেলে, তাদের উদ্ধারের কোনও পথ থাকে না তখন।


পোকায় কাটা বস্ত্রের মত জীর্ণ হয়ে যাবে তারা, জীর্ণ হয়ে যাবে কীটদষ্ট পশমের মত! কিন্তু যে পরিত্রাণ আমি তোমাদের দেব, তা হবে অক্ষয়, আমার এ বিজয় চিরকালের।


ঊর্ধ্বে আকাশমণ্ডলের দিকে চোখ তুলে দেখ, চেয়ে দেখ নিম্নে ধরাতলে! আকাশমণ্ডল মিলিয়ে যাবে ধোঁয়ার মত, পুরাতন বস্ত্রের মত জীর্ণ হবে পৃথিবীর অবস্থা, পতঙ্গের মত মরে যাবে প্রাণীকুল কিন্তু আমার পরিত্রাণ চিরকালের অন্তহীন আমার এই পরিত্রাণ চূড়ান্ত আমার এ বিজয়।


কিন্তু যারা প্রভু পরমেশ্বরকে সম্ভ্রম করে তাদের প্রতি তাঁর অবিচল প্রেম অনাদি অনন্তকাল স্থায়ী।


তোমার এ বিশ্বজগত সৃজনের আগে, পর্বত সমূহেরও সৃষ্টির আগে, অনাদিকাল থেকে আনন্তকাল অবধি তুমিই ঈশ্বর।


হে বহুশৃঙ্গ বিশিষ্ট পর্বতগণ! ঈশ্বরের প্রিয় আবাস যে পর্বতে তার দিকে তোমরা কেন কর দৃষ্টিপাত ঈর্ষাভরে? সেখানেই চিরকাল বাস করবেন প্রভু পরমেশ্বর!


তুমিই ইসরায়েলের সেই আরাধ্য ঈশ্বর যাঁর উপস্থিতিতে সিনাই হয়েছিল শিহরিত, তোমারই সাক্ষাতে গিরিরাজী হল কম্পিত।


যিহোশূয় একটিমাত্র অভিযানেই সেখানকার রাজাদের পরাস্ত করলেন এবং এই সব রাজ্য দখল করে নিলেন কারণ ইসরায়েলীদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর স্বয়ং তাদের পক্ষ হয়ে যুদ্ধ করছিলেন।


পরাৎপর ঈশ্বর যখন জাতিবৃন্দের উত্তরাধিকার স্বরূপ ভূমি বন্টন করলেন, মানব সন্তানদের যখন পৃথক করলেন তিনিতখন ঈশ্বরের সন্তানদের সংখ্যানুপাতে তিনি প্রত্যেক জাতির দেশের সীমানা করলেন নির্দিষ্ট।


ষাঁড়টি যদি কারও ছেলে বা মেয়েকে গুঁতোয়, তাহলে ঐ একই নীতিতে তার বিচার হবে।


তুমিই তাদের তুলে এনেছ, রোপণ করেছ তোমার আপন পর্বতে তোমারই সৃষ্ট বাসভূমে হে প্রভু পরমেশ্বর, আপন হাতে গড়া তোমার মন্দিরে হে প্রভু তুমি তাদের করেছ সংস্থাপন।


তারা কি বাসতাসের মুখে খড়ের মত উড়ে যায়? ঝড়ে উড়ে যায় তুষের মত?


ওরা হোক বাতাসের মুখে উড়ে যাওয়া তুষের মত, প্রভুর দূত বিতাড়িত করুন ওদের।


হে প্রভু, আমার আরাধ্য ঈশ্বর, পবিত্রতম, নিত্য শাশ্বত তুমি। হে প্রভু পরমেশ্বর, আমাদের রক্ষক, আমাদের দণ্ডদানের জন্যই তুমি এদের মনোনীত করেছ, দিয়েছ প্রচুর ক্ষমতা।


সকল জাতি একথা শুনে হল কম্পমান, ফিলিস্তীয়াবাসীরা হল উদ্বেগে আকুল।


ইদোমের নেতারা বিহ্বল, কম্পজর্জর মোয়াবের যত বীরপুরুষ, কনান নিবাসী সকলে ভয়ে হল মুহ্যমান।


প্রভু পরমেশ্বর অগ্নি পরিবেষ্টিত হয়ে সিনাই পর্বতের উপরে নেমে এলেন। সমগ্র পর্বত ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেল। চুল্লীর ধোঁয়ার মত সেই ধোঁয়া আকাশে উঠতে লাগল। ভয়ে কাঁপতে লাগল সমস্ত লোক।


পর্বতগণের অজ্ঞাতসারেই তিনি তাদের স্থানান্তরিত করেন, ক্রোধভরে তিনি তাদের করেন উৎপাটন।


প্রভুর সম্মুখে, সমগ্র পৃথিবীর অধিপতির সম্মুখে মোমের মত বিগলিত হয় পর্বতরাজি।


তিনি দৃষ্টিপাত করলে পৃথিবী কম্পিত হয়, তিনি স্পর্শ করলে পর্বসমূহ হয় ধূমায়মান।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন