Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




হবক্‌ 3:16 - পবিএ বাইবেল CL Bible (BSI)

16 সেই শব্দে আমি শিহরিত হলাম, কম্পিত হল আমার ওষ্ঠাধর, অবশ হল আমার সমস্ত দেহ, পা দুখানিও শিথিল হয়ে গেল। তবু আমি থাকব সেদিনের প্রতীক্ষায়, যেদিন আমার আক্রমণকারীদের উপর নেমে আসবে ঈশ্বরের ক্রোধ ও অভিশাপের দণ্ড।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

16 আমি শুনলাম, আমার অন্তর কাঁপতে লাগল, সেই শব্দে আমার ওষ্ঠাধর কেঁপে উঠলো, আমার অস্থিতে পচন প্রবেশ করলো, আমি স্বস্থানে কাঁপতে লাগলাম, কারণ আমাকে বিশ্রাম করতে হবে, সঙ্কটের দিনের অপেক্ষায়, যখন আক্রমণকারীরা আসবে লোকদের বিরুদ্ধে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

16 আমি শুনলাম এবং আমার হৃদয় কাঁপল, শব্দ শুনে আমার ঠোঁট কাঁপল; আমার শরীরের হাড়গুলি ক্ষয় হতে শুরু করল, এবং আমার পা কাঁপতে লাগল। তবুও আমি সেই বিপত্তির দিনের জন্য ধৈর্য ধরে অপেক্ষা করব যেদিন বিপত্তি আমাদের আক্রমণকারী জাতির উপরে নেমে আসবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

16 আমি শুনিলাম, আমার অন্তর কাঁপিয়া উঠিল, সেই রবে আমার ওষ্ঠাধর বিকম্পিত হইল, আমার অস্থিতে পচন প্রবেশ করিল, আমি স্বস্থানে কম্পিত হইলাম, কারণ আমাকে বিশ্রাম করিতে হইবে, সঙ্কটের দিনের অপেক্ষায়, যখন আক্রমণকারী আসিবে লোকদের বিরুদ্ধে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

16 আমি এই গল্প শুনে খুব উত্তেজিত হয়েছিলাম। আমি জোরে শিস্ দিয়েছিলাম! আমি আমার হাড়ের মধ্যে দুর্বলতা অনুভব করেছিলাম। আমি সেখানে কাঁপতে কাঁপতে দাঁড়িয়েছিলাম। তাই ধ্বংসের দিনের জন্য আমি ধৈর্য্য ধরে অপেক্ষা করব, যখন তারা লোকদের আক্রমণ করবে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

16 আমি শুনলাম ও আমার অন্তর কেঁপে উঠল, সেই শব্দে আমার ঠোঁটও কেঁপে উঠল, আমার হারে পচন প্রবেশ করল, আমার নিজের স্থানে কেঁপে উঠলাম, কারণ আমাকে সঙ্কটের দিনের ধৈর্য্য ধরে অপেক্ষা করব, যখন সেই সমস্ত লোকদের উপরে কষ্ট নেমে আসবে যারা আমাদের অত্যাচার করেছে।

অধ্যায় দেখুন কপি




হবক্‌ 3:16
29 ক্রস রেফারেন্স  

হৃদয় আমার নিষ্পিষ্ট, আমি কাঁপছি থরথর করে। প্রভু পরমেশ্বরের জন্য, তাঁর পরম পবিত্র বাণীর জন্য আমি হয়েছি উন্মাদ।


হে প্রভু পরমেশ্বর, আমি শুনেছি তোমার কীর্তির কথা, তাই আমি ভীত তটস্থ। আজকের দিনেও তোমার সেই মহান কীর্তির পুনরাবৃত্তি কর, আবার প্রকাশ কর তোমার স্বরূপ। কিন্তু হে প্রভু, তুমি ক্রুদ্ধ হলেও তোমার কৃপাদৃষ্টি রেখো আমাদের প্রতি।


আমাকে একা ফেলে তারা চলে গিয়েছিল। ফলে আমি একাই সেই আশ্চর্য দৃশ্য প্রত্যক্ষ করলাম এবং ভয়ে অত্যন্ত বিহ্বল হয়ে পড়লাম। নিস্তেজ হয়ে পড়ল আমার শরীর। মুখের ভাব বিবর্ণ হয়ে এমন বদলে গেল যে সেই সময় আমাকে দেখলে কেউ চিনতে পারত না।


তোমার প্রতি সম্ভ্রমে, ভয়ে ও বিস্ময়ে সঙ্কুচিত আমি, আমি ভয় করি তোমার বিচার ও শাসনবিধি।


সে আমাকে ডাকলে আমি সাড়া দেব, সঙ্কটে আমি থাকব সাথে, আমি তাকে উদ্ধার করব, করব গৌরবান্বিত।


বেশ কিছুদিন আমি মানসিক অবসাদে ভুগলাম, অসুস্থ হয়ে পড়লাম। তারপরে শয্যা ছেড়ে উঠে রাজকার্যে মনোনিবেশ করলাম। কিন্তু দর্শনটি আমাকে একেবারে বিভ্রান্ত করে দিয়েছিল। সব কিছুই হেঁয়ালি হয়ে রইল।


প্রভু পরমেশ্বরের মহাশক্তি আমাকে স্থানান্তরে নিয়ে যাওয়ায় আমি অত্যন্ত বিরক্ত ও ক্রুদ্ধ হলাম।


এই সব কিছু সহ্য করার মধ্য দিয়েই তোমরা জীবন লাভ করবে।


রাতে আমার অস্থিগুলো ব্যথায় টন্‌টন্‌ করে অবিরাম যন্ত্রণা আমাকে কুরে কুরে খায়।


আমার পায়ের চামড়া কালো হয়ে গেছে শুকিয়ে উঠে যাচ্ছে গা থেকে, জ্বরের তাপে তামার সারা দেহ জ্বলছে।


গুণবতী স্ত্রী তার স্বামীর গর্ব ও আনন্দ কিন্তু যে স্ত্রীর জন্য স্বামী লজ্জিত হয় সে তার দেহের পচল স্বরূপ।


মনের শান্তি দেহের পক্ষে স্বাস্থ্যকর, কিন্তু ঈর্ষাপরায়ণতা দুষ্টক্ষতের মত।


বড় যন্ত্রণা! এ যন্ত্রণা আমি আর সইতে পারছি না। ওঃ, আমার বুকের ভিতরে যেন হাতুড়ি পিটছে! আমি আর পারছি না স্থির থাকতে। আমি শুনতে পাচ্ছি তুরীধ্বনি, ঐ শোনা যাচ্ছে উন্মত্ত রণ-কোলাহন।


হে ইসরায়েল, তোমাদের আক্রমণ করার জন্য প্রভু পরমেশ্বর দূর দেশ থেকে একটি জাতিকে আনছেন। এরা একটি শক্তিশালী সুপ্রাচীন জাতি, এদের ভাষা তোমরা জান না।


অগ্নিবর্ষণে তিনি দগ্ধ করেছেন আমার অস্থি মেদ-মজ্জা, ফাঁদ পেতে আমায় করেছেন ধরাশায়ী, তারপর নিরন্তর যাতনার মাঝে করেছেন পরিহার।


এই দিব্যদর্শন আমি যা দেখলাম ও শুনলাম, তাতে ভয়াবহ সন্ত্রাস আমাকে ঘিরে ধরেছে, প্রসববেদনার মত দারুন যন্ত্রণায় আমি কাতর।


এক ভয়ঙ্কর দিন আসছে, যে দিনের সঙ্গে তুলনা চলে না অন্য কোনও দিনের, আমার প্রজাদের পক্ষে এ বড় দুঃসময়, কিন্তু তারা এ থেকে উদ্ধার পাবে।


দৃষ্টিপাত কর আমার প্রতি, হে প্রভু পরমেশ্বর, চেয়ে দেখ দুঃসহ বেদনা আমার, দেহমনের সীমাহীন যন্ত্রণা! কারণ, আমি ছিলাম দুর্দান্ত এক বিদ্রোহিনী তোমার বিরুদ্ধাচারী বাইরে, প্রকাশ্য পথে চলেছে নিষ্ঠুর হত্যালীলা, রুদ্ধদ্বার গৃহেও ফিরেছে মৃত্যুর ছায়া।


তারপর সেই পুরুষের কণ্ঠস্বর যখন শুনলাম, আমি চৈতন্য হারিয়ে মাটিতে মুখ থুবড়ে লুটিয়ে পড়লাম।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন