হবক্ 3:14 - পবিএ বাইবেল CL Bible (BSI)14 নিরীহ অসহায়ের উপর নির্দয় পীড়নের নিষ্ঠুর উল্লাসে মেতে উঠে তারা যখন আমাদের উপর ঝড়ের মত ঝাঁপিয়ে পড়ে প্রায় ছিন্নভিন্ন করে ফেলেছিল, ঠিক সেই মুহূর্তে তোমার সুতীক্ষ্ণ শরজাল বিদ্ধ করেছিল তার সৈন্যাধ্যক্ষকে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস14 তুমি তার যোদ্ধাদের মাথা তারই দণ্ড দ্বারা বিদ্ধ করলে; তারা ঘূর্ণিবাতাসের মত আমাকে ছিন্নভিন্ন করতে এসেছিল; তারা দুঃখীকে গোপনে গ্রাস করতে আনন্দ করতো। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ14 তুমি তার বর্শা দিয়ে তার নিজের মাথা বিদ্ধ করলে যখন তার যোদ্ধারা আমাদের ছিন্নভিন্ন করতে ঘূর্ণিবায়ুর মতো আক্রমণ করেছিল, গ্রাস করার অপেক্ষায় উল্লসিত ছিল হতভাগ্য যারা লুকিয়ে ছিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)14 তুমি তাহার যোদ্ধাদের মস্তক তাহারই দণ্ড দ্বারা বিদ্ধ করিলে; তাহারা ঘূর্ণ্যবায়ুর ন্যায় আমাকে ছিন্নভিন্ন করিতে আসিয়াছিল; তাহারা দুঃখীকে গোপনে গ্রাস করিতে আনন্দ করিত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল14 আপনি সৈন্যদের মস্তক তাদের নিজেদের তীর দ্বারা বিদ্ধ করেছিলেন, যারা ঘূর্ণিঝড়ের মত উড়ে এসেছিল আমাদের ছিন্নভিন্ন করার জন্য। কেউ যেমন একটি দরিদ্র ব্যক্তিকে গোপনে খেয়ে ফেলে, ঠিক যেমন একটি বন্য জন্তু তার গুহায় করে, আপনি সেইভাবে উৎসব উদ্যাপন করলেন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী14 যখন তার যোদ্ধারা আমাদের ছড়িয়ে দেবার জন্য ভীষণভাবে আক্রমণ করল, তখন তারা তাদের মতই আনন্দ করছিল যারা গোপনে তার দুঃখীদের গ্রাস করে আনন্দ পায়। তুমি তাদের নেতাকে তারই বর্শা দিয়ে বিঁধলে। অধ্যায় দেখুন |