Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




হবক্‌ 2:19 - পবিএ বাইবেল CL Bible (BSI)

19 তার সর্বনাশ অনিবার্য, যে কাষ্ঠখণ্ডকে সম্বোধন করে বলে, ‘তুমি জাগ্রত হও’, মূক পাষাণ মূর্তিকে বলে, ‘ওঠ’। এই প্রতিমা কি প্রকাশ করতে পারে পরম জ্ঞান? সোনা-রূপোয় মোড়া হলেও প্রাণবায়ু নেই তার মধ্যে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

19 ধিক্‌ তাকে, যে কাঠকে বলে, তুমি জাগ, নির্বাক পাথরকে বলে, তুমি ওঠ। সে কি শিক্ষা দেবে? দেখ, সে সোনা ও রূপায় মোড়ানো, তার অন্তরে শ্বাসবায়ুর লেশমাত্রও নেই।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

19 ধিক্ তাকে, যে কাঠকে বলে, ‘জীবিত হও!’ আর নির্জীব পাথরকে বলে ‘ওঠো!’ সেটা কি পথ দেখাতে পারে? এটা সোনা ও রুপো দিয়ে আবৃত; এর মধ্যে কোনো শ্বাস নেই।”

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

19 ধিক্‌ তাহাকে, যে কাষ্ঠকে বলে, তুমি জাগ, অবাক্‌ প্রস্তরকে বলে, তুমি উঠ। সে কি শিক্ষা দিবে? দেখ, সে সুবর্ণ ও রৌপ্যে মণ্ডিত, তাহার অন্তরে শ্বাসবায়ুর লেশও নাই।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

19 এটা সেই লোকটির পক্ষে খুবই খারাপ হবে যে কাঠের মূর্ত্তিকে বলে, “উঠে পড়ো!” এটা লোকটির পক্ষে খুবই খারাপ হবে যে, যে পাথর কথা বলতে পারে না তাকে বলে, “জেগে ওঠো!” এসব জিনিস তাকে সাহায্য করতে পারবে না। সেই মূর্ত্তিটি হয়তো সোনা এবং রূপোর দ্বারা আবৃত হতে পারে কিন্তু সেই মূর্ত্তিতে কোন প্রাণ নেই।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

19 ধিক তাকে! যে কাঠের মূর্ত্তি কে বলে জেগে ওঠ, আর প্রাণহীন পাথরের মূর্ত্তি বলে ওঠ, এই সব কি শিক্ষা দেবে? দেখ, সে তো সোনা ও রূপা দিয়ে মোড়ানো, কিন্তু তার মধ্যে শ্বাসবায়ু নেই।

অধ্যায় দেখুন কপি




হবক্‌ 2:19
27 ক্রস রেফারেন্স  

কান থাকতেও পায় না এরা শুনতে, নেই তাদের প্রাণের স্পন্দন।


খচিত হল স্বর্ণ রৌপ্যে। লৌহ শলাকায় গেঁথে দেওয়া হল সেটি যাতে তার পতন না ঘটে।


স্পেনের রজতখণ্ডে আবৃত তাদের প্রতিমা, উফস্ থেকে আনীত সুবর্ণে সজ্জিত, শিল্পীর হাতে গড়া শিল্পশোভা। সুসজ্জিত বেগুনী আর রক্তিম বসনে কুশলী তন্তুবায়ের সুরম্য রচনা।


সেই নারীর পরণে ছিল বেগুনী ও রক্তবর্ণের বসন, সোনা এবং বহুবিধ মণিমুক্তার অলঙ্কারে বিভূষিত ছিল সে। তার হাতে ছিল তার জঘন্য ভ্রষ্টাচারের অশুচি উপকরণে পূর্ণ সোনার একটি পানপাত্র।


ঈশ্বরের সন্তান হয়ে আমরা কি করে ভাবতে পারি যে ঈশ্বর কোন শিল্পীর হাতে গড়া সোনা রূপা বা পাথরের মূর্তি?


বরং আপনি স্বর্গের ঈশ্বরের বিরুদ্ধে চরম ঔদ্ধত্য প্রকাশ করেছেন। স্পর্ধাভরে তাঁর মন্দির থেকে তুলে আনা পাত্রসামগ্রী এখানে আনিয়েছেন। আবার সেগুলিতে আপনি, আপনার অমাত্যবর্গ ও পত্নী-উপপত্নীসহ সুরাপান করেছেন। আর সেই সঙ্গে করেছেন সেই সব দেবতার বন্দনা যারা সোনা, রূপো, পিতল, লোহা, কাঠ, পাথরে তৈরী। না আছে তাদের কিছু দেখার ক্ষমতা, না পায় তারা কিছু শুনতে আর না আছে তাদের কিছু করার ক্ষমত। কিন্তু আপনার জীবনমৃত্যু যাঁর হাতে, যাঁর অনুমোদন ছাড়া আপনি কিছুই করতে পারেন না, সেই প্রভু পরমেশ্বরকে আপনি তাঁর যোগ্য মর্যাদা দেননি।


এখন আমার আদেশ এই শদ্রক, মৈশক ও অবেদনগোর আরাধ্য ঈশ্বরের বিরুদ্ধে যদি কেউ কোন কথা বলে সে যে জাতি, গোষ্ঠী বা ভাষাভাষীই হোক না কেন, তার অঙ্গ-প্রত্যঙ্গ ছিঁড়ে ফেলা হবে। তার ঘরবাড়ি ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হবে। কারণ এইভাবে উদ্ধার করার ক্ষমতা আর কোন দেবতার নেই।


আর যদি তিনি নাও উদ্ধার করেন তবুও হে মহারাজ, আপনি নিঃসন্দেহে জেনে রাখুন যে আপনার দেবতার পূজা করা অথবা আপনার স্থাপিত সোনার মূর্তির সামনে নত হওয়া আমাদের পক্ষে অসম্ভব।


অতএব নানা জাতিবৃন্দের ও নানা ভাষাভাষী সমস্ত মানুষ তূরী, বাঁশী, বীণা ও মৃদঙ্গ ইত্যাদি বেজে ওঠার সঙ্গে সঙ্গে রাজা নেবুকাডনেজারের স্থাপিত সোনার মূর্তির সামনে ভূমিষ্ঠ হয়ে সেটির আরাধনা করলেন।


সম্রাট নেবুকাডনেজারের আদেশে একটি সোনার মূর্তি গড়া হল। মূর্তিটি উচ্চতায় ষাট হাত, চওড়ায় ছয় হাত। রাজা মূর্তিটিকে ব্যাবিলন প্রদেশের দূরে সমভূমিতে স্থাপন করলেন।


এবার আসছে ব্যাবিলনের অলীক প্রতিমাগুলির পালা। সেগুলির ব্যবস্থা এবার আমি অবশ্যই করব। সারা দেশ লজ্জায় পড়বে আর তার অধিবাসীরা হবে নিহত।


এই দৃশ্য দেখে মানুষ হয় স্তম্ভিত, হারায় চেতনা, প্রতিমা নির্মাতাদের হয় নিদারুণ মোহভঙ্গ, কারণ তাদের হাতে গড়া প্রতিমারা অলীক নিষ্প্রাণ,


লোকে টাকার থলি খুলে স্বর্ণমুদ্রা ঢালে, ওজন করে রৌপ্য তুলাদণ্ডে। নিয়োগ করে এক স্বর্ণকারকে দেবপ্রতিমা গড়ার কাজে তারপর তারা নতজানু হয়ে আরাধনা করে সেই দেবপ্রতিমার!


বাকী কাঠ দিয়ে সে মূর্তি তৈরী করে তার পূজা করে। সে তার কাছে প্রার্থনা নিবেদন করে বলে, ‘তুমিই আমার ঈশ্বর! আমায় তুমি রক্ষা কর!’


শিল্পীর হাতে গড়া প্রতিমা তিনি নন, যে প্রতিমা স্বর্ণকার নিপুণ হাতে মুড়ে দেয় সোনার পাতে রৌপ্যকার গড়ে দেয় তার পাদপীঠ।


প্রতিমা-উপাসক, যারা অসার প্রতিমার গর্ব করে তারা সকলেই হবে লজ্জিত, কারণ সমস্ত দেবতা তাঁর সম্মুখে করে প্রণিপাত।


নাবিকেরা ভয় পেয়ে যে যার ইষ্টদেবতার কাছে আর্তনিবেদন করতে লাগল এবং জাহাজটি হালকা করার জন্য মালপত্র সমু্দ্রে ফেলে দিতে লাগল। এদিকে যোনা তখন জাহাজের ভিতরে এক কোণে শুয়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছিলেন।


সোনা ও রূপো দিয়ে মানুষের হাতে গড়া অন্যান্য জাতির প্রতিমা,


আজ তারা মৃত, আর কোনদিনই তারা উঠবে না বেঁচে, তাদের আত্মারা আসবে না ফিরে আর, কারণ তুমি দণ্ডদান করেছ, সংহার করেছ তাদের, হারিয়ে গেছে তারা বিস্মৃতির আঁধারে।


আজ অবধি কেউ কি কখনও পেরেছে বলতে আগামী দিনের কথা, দিয়েছে কি কেউ কোন আভাষ এ ঘটনার? যাতে আমরা পারি বলতে, যথার্থ তোমাদের কথা? এ বিষয়ে তোমরা একটি কথাও বল নি কোন আভাষ দেওয়ার ক্ষমতা ছিল না তোমাদের! কোন কথা তোমাদের বলতে শোনে নি কেউ!


সেখান থেকে মসৃণ পাথর নিয়ে এসে সেগুলিকে দেবতা বলে পূজা কর তোমরা। তাদের কাছে নিবেদন কর সুরা ও শস্য নৈবেদ্য। তোমরা কি ভাবো যে আমি এসবে তুষ্ট হই?


তোমরা, যারা গাছকে পিতা বল আর পাহাড়কে বল মাতা—তোমরা সকলেই হবে লাঞ্ছিত ও অপমানিত। এই ঘটনা ঘটবেই কারণ তোমরা আমার কাছে ফিরে না এসে মুখ ফিরিয়ে চলে গেছ। কিন্তু বিপদে পড়লে আমাকেই ডাক উদ্ধার করার জন্য।


কোথায় তোমার সেই দেবকুল, যাদের তুমি গড়েছ নিজেদের জন্য? তোমরা যেদিন বিপদে পড়বে, সেদিন তাদেরই বলো উদ্ধার করতে, যদি তারা পারে। যিহুদীয়া, তোমার যত নগর আছে, দেবতাও আছে ততগুলিই।


তুচ্ছ এই সব সংস্কার। অরণ্যে একটি বৃক্ষ ছেদন করা হল সূত্রধরের হাতের যন্ত্রে খোদিত হল সেই কাষ্ঠখণ্ড,


এই দৃশ্য দেখে মানুষ হয় স্তম্ভিত, হারায় চেতনা, প্রতিমা-নির্মাতাদের হয় নিদারুণ মোহভঙ্গ, কারণ তাদের হাতে গড়া প্রতিমারা অলীক নিষ্প্রাণ।


তাঁরা পান করছেন আর তার সঙ্গে করছেন দেবতাদের গুণগান—সোনা, রূপো, পাথর দিয়ে গড়া সেই সব দেবতা।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন